নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

একদিন কোনদিন (হয়তো গল্প হয়তো নয়) ।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১

রাজধানীর ব্যস্ত ফুটপাত ধরে হাঁটছি ।

সহসা পা জড়িয়ে ধরলো একপাশে শুয়ে থাকা পঙ্গু এক নারী ভিক্ষুক ।

-- স্যার, আল্লার ওয়াস্তে সাহায্য কইরা যান স্যার ।



বিরক্ত বোধ করলাম । শহুরে জীবনের প্রাত্যহিক আপদ ।

তবুও ভাংতি টাকার অভাবে ১০ টাকার একটা নোট দিয়ে তাড়াতাড়ি কেটে পড়তে চাইলাম ।

দেখলাম মেয়েটির চোখে জল ।

চলে যেতে গিয়েও একটু থমকে গেলাম ।

--কী ব্যাপার, কাঁদছো কেন ?



মেয়েটির কান্নার দমক আরো বেড়ে গেল ।

একটু বিব্রত বোধ করলাম ।

--এই, কী হয়েছে তোমার ? কাঁদছো কেন ?

--স্যারগো কান্দন ছাড়া আমার জীবনে আর কিছু নাই যে ।



পূর্ণ নজরে তাকালাম মেয়েটির দিকে এইবার ।

বয়স ছাব্বিশ কি সাতাশ হবে । মোটামুটি ভদ্র চেহারার । ডান হাতটি কনুই থেকে কাটা । একটি পাও প্রায় উরু পর্যন্ত নেই ।



চোখ দিয়ে ইঙ্গিত করে বললাম,

-- কীভাবে হারালে এগুলো ? জন্মগত ?



দরদর করে দু’চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল মেয়েটির ।

--না গো স্যার । এক্সিডেন্টে কাটা গেছে ।

-- গাড়ী এক্সিডেন্ট ?

-- না স্যার । বিল্ডিং ভাইঙ্গা উপরে পড়ছিল । সাভারে । চার বছর আগে ।



-----------------------------------------------------------



আমাকে ক্ষমা করবেন । এই অভিজ্ঞতাটি আমার একটি কল্পনা মাত্র ।

এক বছর পূর্বে সাভারের রানা প্লাজা ধ্বসের ঘটনায় এই অপ্রিয় এবং অনাকাঙ্খিত অভিজ্ঞতাটি কল্পনা করতে আমার অনেক যন্ত্রনা হয়েছে ।

তবুও জানি, এমন দৃশ্যের অবতারনা পথে-ঘাটে আমাদের একদিন হবে । খুব বেশীদিন দেরী নেই তার ।



এক বছর পূর্বে রানা প্লাজা ধ্বসের ঘটনায় নিহত আহতদের জন্য আমরা অনেক অশ্রুপাত করেছি । কিন্তু সুখী মানুষদের চোখের জল খুবই ক্ষনস্থায়ী হয় । শুকিয়ে যায় অল্পতেই ।

শুকোয় না শুধু দুঃখী মানুষদের চোখের জল । বহতা নদীর মতো তা বইতেই থাকে ।



এত যে সান্ত্বনা, এত যে সাহায্যের আশ্বাস সাভার ট্র্যাজেডীতে ক্ষতিগ্রস্থদের জন্য, তার সবই মিথ্যা মরিচীকা হয়ে দূর থেকে আরো দূরে সরে যাবে ক্রমশঃ ।

তারপর একদিন মিলিয়ে যাবে চিরতরে । আমরাও সব কিছু ভুলে যাবো দিব্যি ।



এমনই হয় । এমনই হয়ে আসছে এদেশে । এমনই হবে ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯

অন্ধবিন্দু বলেছেন:
ভাইরে,
কঠিন সত্য বলছেন, আমরাও সব কিছু ভুলে যাবো দিব্যি

..........

২| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৭

আজীব ০০৭ বলেছেন: আমরাও সব কিছু ভুলে যাবো দিব্যি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.