নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুখে যাদের দুর্গন্ধ তাদের অনেকে জানেনই না যে তাদের মুখে দুর্গন্ধ আছে । ঘনিষ্ঠ জনেরা সংকোচে এ কথা তাদেরকে জানাবার ঝুঁকিও নেয় না । একই কথা ঘামের দুর্গন্ধের বেলায়ও ।
শুনলে স্তদ্ধ হয়ে যাবেন, মুখের দুর্গন্ধের জন্য ইসলামে স্বামীকে তালাক দেয়ার মতো সুযোগও দেয়া হয়েছে স্ত্রীকে ।
আপনার মুখ আর ঘামের বিটকেলে গন্ধ আপনার ব্যক্তিত্বহানি ঘটাবার জন্য যথেষ্ঠ । অতি প্রিয় মানুষের কাছেও অপ্রিয় হয়ে উঠতে পারেন আপনি এ সমস্যা দু'টির জন্য । অথচ এ দু’টো অনাকাংখিত সমস্যা দূর করা মোটেও কঠিন কোন কাজ নয় ।
▓▒░ দাঁতের কোন রোগ নেই অথচ মুখে যাদের দুর্গন্ধ হয় তাদের জন্য করনীয়ঃ- ░▒▓
১। ঘুমুবার আগে ভালোভাবে দাঁত মাজবেন ।
২। দাঁত মাজবার সময় জিভটাকেও হালকা করে ব্রাশ দিয়ে ঘষবেন । একটু বমি বমি লাগবে বটে, কিন্তু তাতে আপনার জিহ্বায় আটকে থাকা খাদ্যকণা এবং মুখের আঠালো শ্লেষ্মা দূর হয়ে যাবে । আপনার মুখের ভেতরে ফ্রেশ একটা অনুভূতি তৈরী হবে ।
৩। নিয়মিত ফ্লসিং করবেন । ফ্লসিং মানে দাঁতের ফাঁকে সূতো প্রবেশ করিয়ে খাদ্যকনাকে দূর করা । ফ্লসিং এর জন্য বাজারে বিশেষ ধরনের সূতো পাওয়া যায় । না পেলেও কোন সমস্যা নেই । পিচ্ছিল ও চিকন রেশমী সূতো দিয়েও এ কাজ চালানো যায় ।
এ প্রক্রিয়ায় দু’হাতের তর্জনীতে সূতোর দু’মাথা পেঁচিয়ে সূতোটিকে দাঁতের ফাঁকে প্রবাশ করান । তারপর একটু সামনে পেছনে টানাটানি করুন । ব্যস্ , দাঁতের ফাঁকে কোন দুর্গন্ধযুক্ত ময়লা থাকলে তা পরিস্কার হয়ে যেতে বাধ্য ।
প্রথম দু’একদিন কিংবা অনেকদিন বিরতির পর ফ্লসিং করার সময় দাঁতের গোড়া থেকে কিছু রক্ত বেরুতে পারে, তবে দু’দিন বাদেই তা ঠিক হয়ে যাবে ।
মনে রাখবেন, টুথপিক্ দিয়ে দাঁতের ফাঁকে আটকে থাকা মাংশ বা খাদ্যকনা ঠিকমতো পরিস্কার করা তো যায়ইনা উল্টো দাঁতের মাড়ির ক্ষতি হয় এতে ।
▓▒░ ঘামের দুর্গন্ধ দূর করার উপায় । ░▒▓
সবার শরীরে ঘামের গন্ধ একই রকম হয় না । কারও শরীরে কম কারও আবার বেশী । কারও সহনীয় কারওবা দুঃসহ । সুগন্ধি সাবান ব্যবহার করেও ঘামের দুর্গন্ধ স্থায়ীভাবে কিংবা দীর্ঘ সময়ের জন্য দূর করা যায় না ।
ঘামের দুর্গন্ধ দীর্ঘ সময়ের জন্য দূর করতে চাইলে আপনার সামান্য কিছু অর্থব্যয় করতে হবে ।
ডিওডোরেন্টযুক্ত ‘বডি স্প্রে’ অথবা ‘রোল অন’ আপনার ঘামের গন্ধকে দীর্ঘ সময়ের জন্য নিয়ন্ত্রন করে রাখতে পারে (প্রায় ২৪ ঘন্টা পর্যন্ত) । বাজারের যে কোন কসমেটিক্সের দোকানে আপনি বিভিন্ন ব্র্যান্ডের বডি স্প্রে বা রোল অন কিনতে পারবেন ।
ভালো ব্র্যান্ড না হলে কাংখিত ফল পাওয়া যাবে না । এ ক্ষেত্রে সাবধান, বাজারের সিংহভাগ কসমেটিকস্ই নকল । তাই পরিচিত বা স্বনামধন্য দোকান থেকে এসব জিনিস কিনলেই ভালো করবেন ।
বডি স্প্রে বা রোল অন সারা শরীরে নয়, বিশেষ করে আন্ডার আর্ম বা বগলে সারাদিনে একবার ব্যবহার করলেই যথেষ্ঠ ।
---------------------------------------------------------------
ডিসক্লেইমারঃ আমি মোটেও কোন ডাক্তার নই । স্রেফ অভিজ্ঞতা ও অভ্যেস থেকে পরোপকার করার এই কোশেশ্ ।
২| ১০ ই মে, ২০১৪ রাত ২:২৬
বাংলার নেতা বলেছেন: হুম
৩| ১০ ই মে, ২০১৪ রাত ২:৪৭
মিতক্ষরা বলেছেন: "মুখের দুর্গন্ধের জন্য ইসলামে স্বামীকে তালাক দেয়ার মতো সুযোগও দেয়া হয়েছে স্ত্রীকে"
তালাক নাকি খুলা?
মুখের গন্ধ একটি বড় সমস্যা। আমি যা করে থাকি তা হল, পানি খাওয়া, কুলি করা। যাদের গন্ধ বেশী তারা গন্ধ নিরোধক চুইং গাম খেতে পারেন। মাউথ ওয়াশ আমার ক্ষেত্রে মোটামুটি সহায়ক। কিন্তু প্রথম আলোতে দেখলাম ওটাকে উল্টো নিরুৎসাহিত করা হয়েছে।
১০ ই মে, ২০১৪ সকাল ১০:৫৯
মু, আমজাদ হোসেন বলেছেন: যতদূর মনে পড়ে, তালাক । অনেকদিন আগে পড়েছি হাদিসটি । তাই উৎস উল্লেখ করতে পারলাম না ।
৪| ১০ ই মে, ২০১৪ সকাল ১১:৩৫
আরজু পনি বলেছেন:
সামনের বা কাছের কারো গায়ে বা মুখে থেকে দূর্গন্ধ... এটা খুব বাজে একটা অভিজ্ঞতা হয় ।
মোজার দূর্গন্ধও...ইয়াক !
আশা করি যাদের জন্যে প্রযোজ্য প্রয়োজনে তাদের কাজে লাগবে ।
ধন্যবাদ ।।
৫| ১০ ই মে, ২০১৪ রাত ১০:৩৭
উপপাদ্য বলেছেন: স্রেফ অভিজ্ঞতা ও অভ্যেস থেকে পরোপকার করার এই কোশেশ।
ভালোই হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।
পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংগ। অতএব গুরুত্বটাও বুঝতে হবে।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৪ রাত ২:১৩
আব্দুল্লাহ নাটোর বলেছেন: হক্কলের উচিত এই কাম করন