নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
হোক তা রূপের হোক তা গুনের, যুবক ও যুবতীর ভালোবাসার জন্ম মুগ্ধতা থেকে । আর এ কারনেই প্রেমে পড়ার পর প্রেমিক প্রেমিকার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের প্রেমের সূচনা পর্বের সেই মুগ্ধতাটিকে অটুট রাখা কিংবা তাকে আরও বর্ণাঢ্য করে তোলা ।
এ উদ্দেশ্যে প্রেমিক প্রেমিকা নিজের যা কিছু সেরা, যা কিছু মনমুগ্ধকর, যা কিছু ব্যতিক্রম, যা কিছু মাধুর্য্যমন্ডিত তার সবটুকুকে অনন্য ভঙ্গিতে উপস্থাপন করে একে অন্যের মুগ্ধতার মাত্রাটিকে প্রবলতর করার অভিপ্রায়ে । পাশাপাশি নিজেদের যা কিছু অসুন্দর, কুৎসিত, অসংগত, অসম্পূর্ণ আর অপ্রিয় তার সবটুকুকে চোখের আড়ালে রাখার জন্য চালায় সযত্ন ও সতর্ক প্রয়াস ।
একে অন্যের চোখে প্রেমিক প্রেমিকা তাই অনন্য, অতুলনীয়, অসাধারন । জীবনের যাবতীয় সুখ, স্বপ্ন, আনন্দ, সৌন্দর্য্য, স্বস্তি ও পরিপূর্ণতার আধার ভাবতে শুরু করে তারা একে অন্যকে ।
কিন্তু মানব স্বভাবতো দোষ গুনের এক সমষ্টির নাম । প্রতিটি মানব প্রকৃতির যেমন রয়েছে আলোকিত দিক, তেমনি রয়েছে তার বিব্রতকর অন্ধকার দিক ।
বিয়ের পর প্রেমিক প্রেমিকা যখন এক ছাদের নীচে এক বিছানায় বসবাস শুরু করে তখনই শুরু হয় সকল বিপত্তি । এতদিনের পরিচিত অনন্য মানুষটির স্বভাবের অদেখা অন্ধকার দিকটি যখন উন্মোচিত হওয়া শুরু করে, তখনই পরস্পরের মুগ্ধতা পর্বের ইতি ঘটে । শুরু হয় মোহমুক্তির তিক্ত এক পর্ব ।
সম্পূর্ন অপ্রত্যাশিত অভিজ্ঞতার তীব্র ঝাঁকুনিতে তার কম্প্রমাইজের সহজাত মানসিকতাটি তখন ঝনঝন করে ভেঙে যায় । কখনো নিঃশব্দে কখনো সশব্দে বিস্ফোরিত হয় যন্ত্রনাবিদ্ধ এক বিস্ময়—
''ছিঃ, তুমি এমন, জানতাম নাতো !''
এ কারনেই প্রায় ক্ষেত্রে প্রেমের বিয়ে সুখের হয় না ।
(২)
পিতা-মাতার পছন্দ অনুযায়ী সম্পূর্ন অচেনা অজানা একজন মানুষকে জীবন সাথী করার ধারনাটি আধুনিক যুগে প্রায় অচল হতে বসেছে । এ ধরনের সম্ভাবনায় আঁৎকে উঠে আজকের তরুন তরুনীরা ।
তবুও নিজেদের স্বপ্ন, মর্যাদা, সামর্থ্য আর রুচির সংগে সন্তানের ভবিষ্যত সুখ, সমৃদ্ধি ও কল্যান চিন্তার সর্বোচ্চ সমন্বয় ঘটিয়ে পিতা-মাতারা তাদের ‘অবুঝ’ সন্তানদের জন্য জীবন সাথীর ব্যবস্থা করে থাকেন ।
এমনটি ঘটলে লাগামহীন কল্পনায় নিজের ভাবী জীবন সাথীর সম্ভাব্য চারিত্রিক দোষ ও গুন দর্শন তখন সন্তানকে ভীষন উদ্বেল করে তুলে । এক অনিশ্চিত আশা ও আশংকার দোলনায় দুলে যুগপৎ রোমাঞ্চ ও উদ্বেগে অস্থির প্রহর কাটে তার ।
দোষ ও গুনের মিশেল একটি রক্তমাংশের বাস্তব মানুষকে জীবনে পেয়ে কম্প্রমাইজের ভিত্তিতে সুখের এক সংসার গড়ে তোলার জন্য তার সমস্ত সত্ত্বা প্রস্তুত হতে থাকে তখন দৃঢ়ভাবে ।
সংসার শুরুর পর জীবনের নতুন মানুষটির চারিত্রিক গুন ও মাধুর্য্যগুলি প্রাপ্তির আনন্দ ও অহংকার হয়ে অন্তরে শোভা পায়, আর দোষগুলি বঞ্চনার কষ্ট ও দীর্ঘশ্বাস হয়ে একান্ত অবসরে হৃদয়ের চিমনী দিয়ে গোপনে বেরিয়ে যায় ।
কিন্তু সমস্ত দোষ ও গুন স্বীকার করে নিয়ে একে অন্যকে মেনে নেয় স্বামী স্ত্রী পরস্পরকে । দোষগুলি কষ্ট সরবরাহ করে গেলেও গুনগুলি মুগ্ধতা পর্বের সূচনা করে তাদের মধ্যে । শুরু হয় টক ঝাল মিষ্টির দাম্পত্য জীবন ।
সে জীবনে সুখ দুঃখ হাতে হাত রেখে পাশাপাশি হাঁটতে থাকে ।
২৭ শে মে, ২০১৪ রাত ১১:২৩
মু, আমজাদ হোসেন বলেছেন: তবুও মরতে হবে । Because they say a single man lives like a prince but dies like a lonely dog.
মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য, নিজের সত্ত্বার প্রতিলিপি তৈরী করার জন্য একবার অন্তত মরতে যে হবেই । সে মরনের পর জান্নাত জাহান্নাম দুইয়ের অভিজ্ঞতাই জুটবে ।
সবশেষে বলছি, নিজের অস্তিত্বের জন্য আপনি আপনার পিতা-মাতার 'আত্মহত্যা'র কাছে জনম জনম ধরে ঋনী ।
২| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:৩২
বিভীষণ বলেছেন: বাবা মায়ের পছন্দে বিয়ের দিকে একটু পক্ষপাতিত্ব করলেন মনে হল!
যাই হোক উপরে মনে নাই ভাইয়ের কমেন্টের উপরে কমেন্ট হয় না,মনে নাই ভাই এর মন্তব্যে প্লাস!
২৭ শে মে, ২০১৪ রাত ১১:১৫
মু, আমজাদ হোসেন বলেছেন: কারন আমি নিজে একজন বাবা যে ।
বাবা হওয়ার পর বুঝি সন্তান নিয়ে বাবা-মায়ের স্বপ্নের রঙ কেমন হয়, কতটা গভীর হয় । এবং বুঝি সন্তান সেই স্বপ্ন ভেঙে ফেললে পিতা মাতার লুকানো দীর্ঘ নিঃশ্বাস কেন সন্তানের সুখের সংসারের উপর দিয়ে লু হাওয়ার মতো বয়ে যায় ।
৩| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:৩৫
নতুন বলেছেন: বত`মানের সমাজে যদিও সেটেল ম্যারেজ হচ্ছে... কিন্তু ভবিশ্যতে তা খুবই কম হবে....
আমিও সেটেল ম্যরেজ করেছি... খুবই ভাল আছি...
নতুন সম্পক কেমন হবে তা নিভ`র করে দুই পক্ষের আচরনের উপরে...তারা যদি ভাল চায় তবে ভালই হয় পরিনতি...
৪| ২৭ শে মে, ২০১৪ রাত ১০:২৭
কষ্টবিলাসী বলেছেন: সেটলড
৫| ২৮ শে মে, ২০১৪ রাত ১:০০
প্রবাসী পাঠক বলেছেন: দুজনের মধ্যে বোঝাপড়া ভাল হলে, আর সেক্রিফাইস করার মন মানসিকতা থাকলে লাভ ম্যারিজ অথবা সেটেলড্ ম্যারিজ যাই হোক না কেন সুখী থাকা যায়।
মনে নাই ভাইয়ের কমেন্টে ডাবল প্লাস ।
৬| ২৮ শে মে, ২০১৪ রাত ১:৪৬
নাইমুল ইসলাম বলেছেন: ভাই নিশ্চয় লাভ ম্যারেজ কে আপনি সাপোর্ট করেন না এটা বোঝালেন তাই এর বিপক্ষে আপনার চিন্তা, ধারনাকে কাজে না লাগানোর পরামর্শ দিব।
৭| ২৮ শে মে, ২০১৪ ভোর ৪:২২
সকাল হাসান বলেছেন: মনে নাই বলেছেন: ভেজালমুক্ত বিষ খেয়ে মরা আর গলায় রশি দিয়ে মরার মধ্যে খুব একটা পার্থক্য আছে কি!!!
এই মন্তব্য দেখার আমার বিয়ে করার সাধ পালাইছে।
৮| ৩০ শে মে, ২০১৪ রাত ১:৫৫
মনে নাই বলেছেন: ওরে লেখক ভাই, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন , আমিতো একটু মজা করছিলাম।
বিয়ে শাদি অনেক মজার একখান জিনিস, যারা বিয়ে করেনি তারা সেটা বুঝবেই না, অবশ্য যারা বিয়ে করেছেন তারা মজাটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন!!!!
০২ রা জুন, ২০১৪ বিকাল ৫:৫৩
মু, আমজাদ হোসেন বলেছেন: Marriage is like a cage; one sees the birds outside desperate to get in, and those inside equally desperate to get out. ---------Montaigne
বিয়ে এক দিল্লীকা লাড্ডু । যো খায়েগা ও পস্তায়েগা । যো না খায়েগা ওভি পস্তায়েগা ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:১৬
মনে নাই বলেছেন: ভেজালমুক্ত বিষ খেয়ে মরা আর গলায় রশি দিয়ে মরার মধ্যে খুব একটা পার্থক্য আছে কি!!!