নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

টুকরো উষ্মা ।

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:৩৫

(১)

ক্যালসিয়াম কার্বাইডে আম পাকানো যায় । ফরমালিন মাছ-মাংশ, ফল-মূল ইত্যাদির পচন রোধ করে । ইউরিয়াতে মুড়ি সাদা হয় ।



অশিক্ষিত, আধাশিক্ষিত এবং অমানুষ ব্যবসায়ীদেরকে এই সব রাসায়নিক তথ্য শেখালো কারা ?

ওদেরকে ধরে ঝুলানো উচিৎ আগে ।



(২)

কানা খোঁড়া প্রতিবন্ধী সন্তান জন্ম নেবে । দীর্ঘশ্বাস ফেলে বলবেন, আল্লাহ্ দিয়েছেন, কী আর করা ।

ক্যান্সার কিংবা কিডনী সমস্যায় স্বজন মারা যাবে । অশ্রুসজল কন্ঠে বলবেন, আল্লাহ্‌র মাল আল্লাহ্ নিয়ে গেছে, আমরা মানুষ কী করতে পারি ?



ওদিকে আল্লাহ্‌র দেয়া খাদ্যদ্রব্যে ঠান্ডা মাথায় বিষাক্ত বস্তু মিশিয়ে যাবেন, কিংবা দিনের পর দিন বিষাক্ত খাদ্যদ্রব্য খেতে থাকবেন ।

প্রতিবাদহীন, প্রতিরোধহীন ।



(৩)

''আরে বিসমিল্লাহ্ বলে খেয়ে ফেলুন । কিছ্ছু হবে না ।''



বিষাক্ত ফলমূল পেটে চালান করতে দ্বিধাগ্রস্ত কাউকে এমন কথা প্রায়ই শুনতে হয় ।



কিন্তু মনে রাখবেন, 'বিসমিল্লাহ্'র কোন দায় নেই লোভ, অজ্ঞতা ও ঔদাসীন্যের অনিষ্ট থেকে আদম সন্তানকে বাঁচানোর ।



(৪)



বাজারে, ফুটপাতে হাঁটতে হাঁটতে শুনতে পাই কান্নার শব্দ, বিক্ষুব্ধ অভিশাপের শব্দ ।



চারপাশে তাকাই, দেখি থরে থরে সাজিয়ে রাখা কলা, আনারস, কাঁঠাল, লিচু, আম । পাকা পাকা, রসালো, জিভে জল আনা ।

বর্ণে, গন্ধে অপরূপা, চিত্তাকর্ষক তারা, তবুও বারোয়ারী নারীর মতোই অস্পৃশ্য, ক্ষতিকর ।

মানুষের অপরিমিত লোভ আজ আল্লাহ্র নেয়ামতকে করেছে নষ্ট, অমৃতকে করেছে বিষ ।



ম ম করা লোভনীয় গন্ধে প্রাণ আনচান করে উঠে, জিভে জল আসে । কিন্তু মন খারাপ করে মুখ ফিরিয়ে নিই, ঘরে ফিরে আসি শূন্য হাতে ।

নাহ্, টাকার অভাব অত হয়তো নেই, কিন্তু সাহসের অভাব আছে খুবই ।

জেনে-শুনে বিষ খাওয়ার সাহস ক’জনের হয় বলুন ?



বৃক্ষ থেকে শুরু করে বিপণী পর্যন্ত আসতে আসতে বিচিত্র সব রাসায়নিক পদার্থের বহুমাত্রিক ও বিকৃত আদরে সারল্য ও মহিমা হারিয়ে মানুষের দ্বারে বেগানা হয়ে হাজির হয় আমাদের দেশীয় ও চিরদিনের আপন মৌসুমী ফলরা ।

কত কাছে, তবুও কত দূরে !



শুধুমাত্র ওজনে কম দেয়ার কারনে আসমান-জমীনের প্রভু এক মানবগোষ্ঠীকে একদা নিশ্চিহ্ন করে দিয়েছিলেন পৃথিবী থেকে । আর আজ ?



ওজনে কম দেয়া, ভেজাল মেশানো, পণ্যের গুন-মান নষ্ট করা, অতি মুনাফা, অবৈধ মজুতদারী ইত্যাদি ভয়ংকর সব অপরাধ একই সাথে অবলীলায় করে যাচ্ছে এই মূর্খ ও পাপাচারী মানবগোষ্ঠী । অথচ আল্লাহ্ রাব্বুল আলামীন তাদেরকে দিয়ে যাচ্ছেন বিশাল ‘অবকাশ’ ।



কৃতজ্ঞতা জানাতে হয় মানবতার মহান পুরুষ আমাদের রাসুল সা কে এইজন্য । নইলে আল্লাহ্র রোষানলে পড়ে আমাদের এই মানবসমাজ অন্ততঃ দশবার ধ্বংশ হওয়ার মতো যোগ্যতা অর্জন করে বসে আছে সেই কবেই ।



মানুষকে ভালোবেসে আল্লাহ্ তাদের জন্য দুনিয়াতে দিয়েছিলেন উৎকৃষ্ট বেহেশতী নেয়ামত ফল । কিন্তু আফসুস ! কিছু মানুষের অপরিনামদর্শী লোভ ও নির্বুদ্ধিতায় সেই নেয়ামত আজ মানবের জন্য নিকৃষ্ট ও ক্ষতিকর বস্তুতে পরিণত হয়েছে ।



আল্লাহ্‌র নেয়ামত ফলরা আজ তাই কাঁদে, নালিশ জানায়, অভিশাপ দেয় তাদেরকে, যাদের আনন্দ ও রসনাবিলাসের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছিল ।



কান পেতে শুনতে চেষ্টা করুন ।



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৩:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো পোষ্ট!!!

খাদ্য দ্রব্যকে ভেজাল মুক্ত না করতে পারলে বিশাল ক্ষতি হয়ে যাবে। সরকারের সবচাইতে জরুরি কাজ খাদ্য দ্রব্যকে ভেজাল মুক্ত করণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.