নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলমানের ঘরে জন্ম নেয়া আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুন-তরুনীদের ক’জনের আজ কুরআন তেলওয়াতে দক্ষতা আছে ?
তারা পড়তে পারে ইংরেজি, পড়তে পারে ফ্রেঞ্চ, পড়তে পারে কোরিয়ান ভাষা, আবার কেউ কেউ পড়তে পারে হিন্দী ভাষা পর্যন্ত ।
তারা জানে প্রোগ্রামিংয়ের ভাষা, তারা জানে HTML, তারা জানে জ্ঞান-বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির আরো কত দুর্বোধ্য ভাষা ।
কিন্তু তারা পড়তে পারে না এবং পড়তে শেখার চেষ্টাও করে না সে ভাষাটি যে ভাষাটি আদম সন্তানদের জন্য পড়তে শেখা অত্যাবশ্যক ।
এই কিছুকাল আগেও বাংলাদেশে কনে দেখার সময় পাত্রপক্ষ পাত্রীর কুরআন পড়ার দক্ষতাটি উপস্থিত যাচাই করে ছাড়তো । কিন্তু পশ্চিমা সংস্কৃতির গড্ডলিকা প্রবাহে ভেসে গিয়ে আজ আমাদের দেশে সেই কল্যানকর সংস্কৃতিটি বিলুপ্তপ্রায় ।
এক সময় এদেশের স্কুলগুলিতে ক্লাস এইট পর্যন্ত আরবী বিষয়টি বাধ্যতামূলক ছিল এ দেশে । তারপর কালের বিবর্তনে স্কুল থেকে তা হারিয়ে গেলেও শহর এবং গ্রামের মসজিদগুলোতে প্রত্যূষে দৃশ্যমান মক্তব সংস্কৃতির বদৌলতে এদেশের স্কুলে পড়ুয়া ছোট ছোট ছেলেমেয়েদের আরবী পড়ায় হাতেখড়ি হতো । কোন কোন অভিভাবক আবার বাড়িতে আরবী শিক্ষক রেখেও বাচ্চাদের এই ভাষাটির তেলওয়াত শেখাতেন ।
যুগের পরিবর্তনে আজ মক্তব সংস্কৃতি প্রায় ক্ষয়িষ্ণু । আর আকাশ সংস্কৃতির বিষবাষ্পে ঘরের ভেতরের ধর্মীয় পরিবেশ এবং চেতনাটিও পালিয়েছে বহু পরিবার থেকে ।
পৃথিবীর সমস্ত ভাষা শিখেও যদি আল কুরআনের ভাষাটি কেউ না শিখে কবরে যায়, বর্ণপরিচয়হীন মূর্খ বলেই মাটির নীচে তাকে শণাক্ত করা হবে ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের এই পবিত্র রমজান মাস কুরআন নাযিলের মাস । যেসব মুসলিম নর-নারীগন কুরআন তেলওয়াত করতে পারেন না তারা এ মাসে বিরাজমান অনুকূল পরিবেশের সূযোগ গ্রহন করে কুরআন তেলওয়াত শিখুন । এ উদ্দেশ্যে বাড়িতে একজন দক্ষ ক্বারী রেখে শুরু করে দিন জীবনের অত্যাবশ্যকীয় এক দক্ষতা অর্জনের প্রচেষ্টা । আপনারাইতো বলেন, শেখার কোন বয়স নাই । আল্লাহ্ আপনাদের সহায় হোন । আমীন ।
©somewhere in net ltd.