নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুড়োরা কখনো বুড়ি বিয়ে করে না । রেলমন্ত্রীও করছেন না । এই ৬৭ বছর বয়সে যে নারীকে বিয়ে করছেন তিনি টিভিতে তাকে দেখে অল্প বয়সী বলেই মনে হলো ।
মনে প্রশ্ন জাগে, কীভাবে জুটালেন মন্ত্রী এই কইন্যাকে ? আগের কালের জমিদাররা শুনেছি জমি জিরাত বন্ধক রাখা গরীব পিতার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার অল্প বয়সী কন্যাকে ছোটবিবি বানাতো । কিন্তু এ কালের মন্ত্রী সাহেব কীভাবে এই কর্মটি করতে পেরেছেন কে জানে ।
মনে আরও প্রশ্ন জাগে । লজ্জার প্রশ্ন । এই ৬৭ বছর বয়সে ক্যামনে কী করবেন জামাইবাবু ? এত দীর্ঘদিনের অব্যবহারে যন্ত্রপাতি ঠিকমতো কাজ করবে তো তার ? এই বয়সেতো শুনেছি পুরুষের মর্দামীকে দেশী হারবাল কিংবা শাহী হালুয়া কিংবা বিদেশী ভায়াগ্রার প্রাণপন প্রচেষ্টায় খাড়া করে রাখতে হয় ।
আচ্ছা থাকুক ঐ সব শরমের কথা । কিছু নাইবা ঘটলো রাত বিরেতে, আসন্ন শীতের রাতে এই বুড়ো বয়সে মন্ত্রী সাবের বেতো হাত পা গুলিতো অন্তত টিপে দিবে তার সুন্দরী বিবি ।
কিন্তু আজকালকার যুবতী মাইয়া । প্রথম নিশিতে উল্টো ঘটনা ঘটলেও মন্ত্রী মশাইয়ের মনের দুঃখ মনে রেখে সংসার করা ছাড়া কোন গত্যন্তর থাকবে না । যত বাকশালী ক্ষমতায় ফলান না কেন তিনি ঐ এক যায়গাতেই সকল ক্ষমতা চিৎপটাং হয়ে পড়বে তার ।
মন্ত্রী সাবরা আইন করেছেন এ দেশে তিরিশ বছর বয়সী কোন যুবক তার অর্ধেক বয়সী মেয়েকেও বিয়ে করতে পারবে না । এটি বাল্য বিবাহ আইনে দন্ডনীয় অপরাধ । কিন্তু মন্ত্রী সাবের বয়সের সাথে কনের বয়স বিবেচনা করলে তা কিন্তু বাল্য বিবাহকেও হার মানায় ।
প্রথম ক্ষেত্রে যদি কনে থাকে অজ্ঞ, আনাড়ী এবং অসহায়, দ্বিতীয় ক্ষেত্রে থাকবেন বর ।
এ দেশের মানুষের গড় বয়স আমলে আনলে মন্ত্রী সাবের ওপারে রওয়ানা দেয়ার সময় সমাগত । আল্লাহ না করুন তিনি ওপারে রওয়ানা দিলে এপারে তার অকাল বিধবা বিবি কোনদিকে রওয়ানা দিবে ?
এতকিছুর পরও মন্ত্রীকে বাহবা জানাচ্ছি তার সাহসের জন্য । গায়ে যাই থাকুক, বুকে বল না থাকলে এই বয়সে এমন কাজ করা সত্যি বাপের ব্যাটা না হলে অসম্ভব ।
ব্র্যাভো, মিনিস্টার । উইশ ইয়্যূ আ সাকসেসফুল এ্যান্ড লং কনজ্যূগাল লাইফ !
৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০
মু, আমজাদ হোসেন বলেছেন: চমৎকার বলেছেন । ধন্যবাদ ।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
খেপাটে বলেছেন: হাহাহা
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৫
সুমনদেশ বলেছেন: আসলে বর্তমান বাকশালী এক দলীয় অরাজকতায় সব কিছুই সম্ভব। এর আগে আরেকজন আওয়ামী লীগার মন্ত্রী সিলেটের আবদুস সামাদ আজাদও বিয়ে করেছিলেন একেবারে অতিবৃদ্ধ অবস্থায়। তবে সামাদ আজাদ যাকে বিয়ে করেছিলেন, সে ছিল বিধবা এবং বয়স্কা মহিলা।
রেলমন্ত্রীর এই বিয়ে সম্পর্কে নারীবাদী সংগঠনগুলো কেন নীরব? একজন ৬৮ বছরের বৃদ্ধ কীভাবে একজন তরুণীকে বিয়ে করে!!
রেলমন্ত্রী নাকি চিরকুমার থাকবেন বলে বিয়েথা করেননি, হঠাৎ করে কেন এই সখ!!??
টাকায় কিনা হয়, টাকা দিলে বাঘের দুধও নাকি মেলে আর তরুণী অবিবাহিতা কনে তো কোন্............
শেখ হাসিনা কথায় কথায় নারীর ক্ষমতায়ন, নারী অধিকার নিয়ে কথা বলে, কিন্তু এক্ষেত্রে তার দলীয় মন্ত্রী এহেন কাণ্ডে কেন নীরব? টিভির খবরে দেখলাম রেলমন্ত্রী
বলছে, হাসিনা নাকি তাকে এই বিয়ের ব্যাপারে আশীর্বাদ করেছে ও উৎসাহ দিয়েছে।