নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমারে বধিবে যে
শশুরকুলে বাড়িছে সে ।
বিয়ে একবার করুন ব্যাচেলর চাঁদু । টেরটি পাবেন বিবাহিতের অন্তর্জ্বালায় দাঁত কেলিয়ে হাসার পরিণাম কী ।
এক মনীষী বলেছেন,
Marriage is like a cage; one sees the birds outside desperate to get in, and those inside equally desperate to get out.
শাদা বাংলায়, বিয়ে এক খাঁচা । এ খাঁচায় আটকা পড়া ব্যক্তিরা সারাক্ষন ছটফট করছে মুক্তির আশায়; আর খাঁচার বাইরে যারা তারা সারাক্ষন ছটফট করছে খাঁচায় বন্দী হওয়ার আশায় ।
আরেক ভুক্তভোগী মনীষীর দীর্ঘশ্বাস শুনুন--
Marriage is a field of battle, not a bed of roses.
অর্থ্যাৎ, বিয়ে ফুল শয্যা নয়, যুদ্ধক্ষেত্র ।
এতক্ষনে যারা বিয়ের লাড্ডু খাননি তারা হয়তো আত্মপ্রসাদের আকর্ণ বিস্তৃত হাসি হাসছেন । আর করুনায় আর্দ্র হয়ে উঠছেন বিবাহিত দুর্ভাগাদের দুর্দশায় ।
তাদের আত্মপ্রসাদে বিষ ঢালছেন আরেক মনীষী —
Marriage has many pains, but celibacy has no pleasures.
কৃতদারের হয়তো অনেক জ্বালা, কিন্তু অকৃতদারের কোন সুখ নেই ।
আরও শুনুন—
A bachelor lives like a prince but dies like a dog.
চিরকুমার বেঁচে থাকে রাজপুত্রের মতো । কিন্তু মরণ হয় তার কুকুরের মতো, স্বজনহীন ও নিঃসঙ্গ ।
সর্বকালের সেরা মনীষী হযরত মুহাম্মদ (সা) পুরুষদেরকে বিয়ে করতে বলেছেন নিজের চরিত্রকে হেফাজত করার উদ্দেশ্যে ।
মানে কী দাঁড়ায় ? বিয়ে না করলে দুশ্চরিত্র, লম্পট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যুবকদের ।
তাই বিয়ে নামক দিল্লির লাড্ডুখানি আপনাকে খেতেই হচ্ছে হে অকৃতদার ।
কারণ,
ইয়ে দিল্লী কা লাড্ডু, যো খায়েগা উয়ো ভি পস্তায়েগা, আওর যো না খায়েগা উয়োভি পস্তায়েগা' ।
(দিল্লী কা লাড্ডু' খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন ।)
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭
বাক স্বাধীনতা বলেছেন: বিয়ে নিয়ে যে কতই মশকরা চোদায় লোকে!!
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬
মু, আমজাদ হোসেন বলেছেন: সভ্য ও সুন্দর ভুবনে অসভ্য উচ্চারন করে নিজের বাক স্বাধীনতারই কদর্য ব্যবহার করলেন । তবে আপনার মন্তব্যে অন্তত একটি শব্দ খুব গুরুত্বপূর্ণ এবং আামার লেখার সাথে সুসম্পর্ক আছে । বিয়ে নিয়ে আলোচনা পছন্দ না হলেও ঐ বিষয়টি যে আপনার পছন্দনীয় তা বেশ বুঝে নিলাম ।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
বাংলার ফেসবুক বলেছেন: (দিল্লী কা লাড্ডু' খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন ।) দারুণ অনেক সুন্দর।