নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস--আজাবের এক নমুনা ।

০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৯

চূড়ান্তভাবে সমুদ্রে ডুবিয়ে মারার আগে ফিরআউন ও তার সম্প্রদায়কে বিভিন্ন আজাবের ভয় দেখিয়ে সতর্ক করার চেষ্টা করেছিলেন আল্লাহ ।

এরপর আমি তাদের উপর দূর্যোগ পাঠালাম, পংগপাল ছেড়ে দিলাম, উঁকুন ছড়িয়ে দিলাম, ব্যাঙের উপদ্রব সৃষ্টি করলাম এবং রক্তবৃষ্টি বর্ষন করলাম । এসব আজাবের নমুনা একটার পর একটা তাদেরকে দেখিয়ে গেলাম । কিন্তু তাদের অহংকার কমলো না । আসলে তারা ছিল অত্যন্ত অপরাধপ্রবণ মানুষ । যখনই তাদের উপর বিপদ আসতো তারা বলতো—এই মুসা, তোমার মালিকের কাছে তুমি তোমার পাওয়ার থেকে আমাদের জন্য দোয়া করো না । যদি একবার আমাদের উপর থেকে এই বিপদ সরিয়ে দাও, দেখো আমরা তোমার দাওয়াত কবুল করে নেবো । আমরা তোমার সাথে বনী ইসরাইলকে পাঠিয়ে দেবো ।

কিন্তু যখনই তাদের উপর থেকে আজাব সরিয়ে নেয়া হতো সাময়িকভাবে, অমনি তারা তাদের প্রমিজ ভেঙ্গে ফেলতো । তাই, শেষটায় আমি প্রতিশোধ নিতে তাদেরকে সাগরে ডুবিয়ে মেরেছি । কারন তারা আমার আজাবের নমুনাগুলিকে ভূয়া সাব্যস্ত করেছিল । আর সেগুলিকে তারা পাত্তাও দিত না ।
---সুরা আল আ’রাফ, আয়াত ১৩৩-১৩৬ ।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: করোনার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২২

মু, আমজাদ হোসেন বলেছেন: আপনার ব্যক্তিগত জ্ঞান, উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গি থেকে এ কথা বলেছেন । যারা আপনার সাথে সহমত পোষন করেছেন তাদের বেলায়ও একই কথা প্রযোজ্য ।

আমি বিশ্বাস করি, এই বিশ্বব্রহ্মান্ড আল্লাহর হুকুমে পরিচালিত হয় । গাছের একটি পাতাও তার হুকুম ছাড়া চলে না । মানব জীবন, প্রকৃতি, রোগ-বালাই আল্লাহ্‌র ইচ্ছাতেই নিয়ন্ত্রিত হয় ।

আমি জীবন থেকে ধর্মকে একপাশে সরিয়ে নিয়ে তা অন্ধ আবেগের মোড়কে ঢেকে সযত্নে সংরক্ষন করি না । ইসলাম ধর্মের জ্ঞানের একমাত্র উৎস কুরআন-হাদিস অধ্যয়ন করে আমি আমার বিচার-বুদ্ধিকে সমৃদ্ধ করি ।

আপনার বিশ্বাসের ভিন্নতা আমাকে কোনভাবেই প্রভাবিত করবে না ।

তবে মত প্রকাশের জন্য আপনি এবং আপনার সাথে যারা সহমত পোষন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ।

২| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীব নুর বলেছেন: করোনার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই।
সহমত।

৩| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩২

সোনালি কাবিন বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীব নুর বলেছেন: করোনার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই

৪| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫

নতুন বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীব নুর বলেছেন: করোনার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই।
সহমত।

৫| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হুজুগের বাঙ্গাল!!
কে কি বললো যাচাই বাছাই না করেই
তারা দলকে ভারী করলো !!

যুগে যুগে আল্লাহ তার অবাধ্য বান্দাদের শাস্তি দিতে
গজব নাজিল করেছেন। এ কথা পবিত্র কোরআনে
বলা হয়েছে। লেখক কোরআনকে উদ্ধিুতি করে
পোস্ট দিয়েছেন। মুসলমান হয়েও যদি কেই
কোরআনের বানীকে অস্বীকার করতে চায়
তবে তার দ্বায়ভার তাকেই বহন করতে
হবে। আল্লাহ আমাদের জ্ঞান চক্ষৃ খুলে
দিন যাতে আমরা সত্য জানতে, বুঝতে
ও দেখতে পারি। আমিন

৬| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৩

নেওয়াজ আলি বলেছেন: গ্রামের লোকজন না খেয়ে মরবে।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৮

মু, আমজাদ হোসেন বলেছেন: পৃথিবীতে কেউই চিরকাল বাঁচে না । প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে যতদিন মানুষ বাঁচে, সেটিই তার আয়ু । কোন না কোনভাবেতো মানুষকে মরতেই হয় । জীবনের কোন নিশ্চয়তা নেই, মৃত্যুর আছে ।

শহরের মানুষ প্রচুর খেতে পেয়েও করোনা ভাইরাসে মরতে পারে ।

৭| ০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন:

৮| ০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৩

পলাতক মুর্গ বলেছেন: করোনার সাথে ধর্মের সম্পর্ক আছে কি নাই, সেইটা করোনা হইয়া মরেন, তারপর নিজেই বুঝতে পারবেন।

৯| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৭

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: নতুন বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীব নুর বলেছেন: করোনার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই।
সহমত।

১০| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২০

আধাপাগল বলেছেন: ফেরআউনের মত এক বাদশাহ, ফেরআউনের মত এক গ্রেট জ্ঞানী - সে বা তারা পর্যন্ত আল্লাহকে চিনতে বা জানতে পারেনি। বিশ্বাস করার মত প্রমাণ পায়নি, সেখানে গুটি কয়েক ব্লগার কি করে চিনবে ?

পলাতক মুর্গ @ কোরোনায় মরার পর কি কইরা বুঝবো? আর বুঝলেও, কি বুঝলো সেটা দুনিয়ার মানুষকে কিভাবে জানাইবো? হা হা হা ....।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩০

মু, আমজাদ হোসেন বলেছেন: হা হা হা... ।

১১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:১০

রাজীব নুর বলেছেন:

০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৫

মু, আমজাদ হোসেন বলেছেন: মানুষকে স্রষ্টা নিজের প্রতিনিধি করে পাঠিয়েছেন পৃথিবীতে । বিজ্ঞানময় আল্লাহ হিউমান এফেয়ারে সরাসরি হস্তক্ষেপ খুব কমই করে থাকেন । মানুষের জন্ম, মৃত্যু, রিযিক, রোগ-বালাই, চিকিৎসা—সবকিছু মানুষের মাধ্যমেই সম্পাদন করে থাকেন স্রষ্টা নিজে এক সুপার ক্যাটালিস্টের ভূমিকায় থেকে ।

মানুষের মাঝেই মানব জগতের সকল কার্যকারন রেখে দিয়েছেন স্রষ্টা ।

তিন ধরনের জ্ঞান বা অহী তিনি পৃথিবীতে পাঠান । মানবজীবন পরিচালনার জন্য সঠিক জ্ঞান বা অহী লাভ করেন নবী রাসুলগন । আরেক ধরনের অহী বা জ্ঞান অটোম্যাটিকভাবে লাভ করে থাকে মানুষ ছাড়া পৃথিবীর তাবৎ জীবজগৎ । ডিফল্ট প্রোগামের মতো এই জ্ঞান । বেঁচে থাকার জন্য ।

শেষ আরেক ধরনের জ্ঞান বা অহী স্রষ্টা পাঠান পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখতে । এই জ্ঞানটি ধার্মিক অধার্মিক যে কোন মানুষের মনের ভেতরে পাঠান স্রষ্টা । সেই অলৌকিক জ্ঞানপ্রাপ্ত মানুষগুলিই বিজ্ঞানী, দার্শনিক, চিকিৎসাবিদ, কৃষিবিদ, কবি-সাহিত্যিক ইত্যাদি ।

মন্দির মসজিদগুলি স্রষ্টাকে ফর্মালি ধন্যবাদ দেয়ার প্রতিষ্ঠান মাত্র ।

১২| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: আপনি ভালো থা্কুন।সুস্থ থাকুন।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪২

মু, আমজাদ হোসেন বলেছেন: আপনার জন্যও আমার একই কামনা ।

১৩| ০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৫

পলাতক মুর্গ বলেছেন: @আধাপাগল , মরার পরে যা বুঝার আপনিও বুঝবেন আমিও বুঝবো, অন্যদের জানানো তো আর মরা লাশের দায়িত্ব না?

১৪| ০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১০

পলাতক মুর্গ বলেছেন: @আধাপাগল , নীচের ছবিটা দেখেন, একজনের মুখে কোন হাঁসি নাই, কারণ মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, আরেকজনের মুখ প্রসন্ন কারণ তিনি প্রমোশন পেয়েছেন। কিন্তু বাস্তবতা হল এই দুইজন সহ আমাদের সবারই মৃত্যুর পরোয়ানা জারি করা আছে, গুটিকয়েক বাদে বাকিদের শুধু তারিখটা জানা নাই।

১৫| ০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৭

আলআমিন১২৩ বলেছেন: ধর্ম সম্পর্কে জনাব রাজিব নুর কতটাইবা জানার সুযোগ পেয়েছেন। আর আল্লাহ সব সুযোগ সকলকে দেন না।

১৬| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৮

সোনালি কাবিন বলেছেন: আল্লাহ আলামিন সাহেবকে বিরল এই সুযোগ দিয়েছেন যা আলামিন সাহিব দিব্যযোগে জান্তে পেরেছেন। মারহাবা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.