নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

দূরে সরিনি, কাছে এসেছি আরও ।

০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৩


করোনা ভাইরাস দূরে সরায়নি, আরও কাছে ঠেলে দিয়েছে আমাদেরকে । পরিবারের কাছে । আপনজনের কাছে । সাধারন মানুষের কাছে । নিজের কাছে । সৃষ্টিকর্তার কাছে ।

আধুনিক জীবনের তুমুল ব্যস্ততায় কত কাল আমরা পারিনি কত যে আপনজনের খোঁজ নিতে । আজ কর্মহীন অবসরে আমরা একে অন্যের কথা ভাবছি, ফোনে খোঁজ খবর নিচ্ছি ।

উপার্জনের উপায়হীন কর্মব্যস্ততায় স্ত্রী সন্তানদেরকে দেয়া হয়নি প্রয়োজনীয় সময় । ছোট্ট জীবন এভাবেই হয়তো শেষ হয়ে যেতো । কিন্তু আজ বন্দী হয়ে আমরা পরিবারের ভেতরে আটপৌরে সম্পর্কগুলিকে নতুন করে আবিষ্কার করছি, নতুন করে কাছাকাছি হচ্ছি একে অন্যের ।

সমাজের অসহায় ও নিরন্ন মানুষের কথা এভাবে আমরা কয় জন ভেবেছি আগে ? চার দেয়ালের নিরাপত্তায় বন্দী হয়ে দরিদ্র মানুষগুলির দুর্দশা আর অসহায়ত্ব দেখতে দেখতে এভাবে কবে আমরা এতটা কাতর হয়েছি, এতটা কাছাকাছি হয়েছি সহমর্মিতায়, সহানুভূতিতে, সহযোগিতায় ?

উদয়াস্ত যন্ত্রের মতো সংসারের ঘানি টানতে টানতে নিজের দিকে তাকানোর সময় কি আমাদের কখনো সেভাবে হয়েছে ? আজ অফুরান অবসরে বহুদিন পর নিজের দিকে ফিরে তাকানোর, নিজকে নিয়ে নতুন করে ভাববার সূযোগ পাচ্ছি আমরা । নিজের কাছ থেকে নিজেরা বহুদূরে সরে গিয়েছিলাম যে আমরা ।

আমাদের ঘাড়ের রগের চাইতেও নিকটে থাকেন যিনি, সেই সবচে আপনজন, সবচে দরদী রবের দিকেও কি তেমন ভাবে চোখ তুলে তাকিয়েছি আমরা ? আজ বিপন্ন সময়ে মৃত্যুভয়ে তার স্মরণাপন্ন হয়েছি আমরা । ডাকছি তাকে দিনরাত । ভাবছি তাকে সভয়ে ।

এভাবেই করোনা আমাদের মাঝে দূরত্ব কমিয়ে দিয়েছে আমাদের অজান্তে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: ধর্ম। মানুষকে সন্তুষ্ট রাখার এর থেকে বড়ো মন্ত্র নেই!

২| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: সব কিছুরই ভালো দিক মন্দ দিক থাকে।

৩| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৫

নেওয়াজ আলি বলেছেন: সব ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.