নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

থাপ্পর ।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৩


টিভি, টেবিল ফ্যান, ব্লেন্ডার কিংবা এ ধরনের জিনিস ঠিকমতো কাজ না করলে দু’ একবার থাপ্পর লাগাই আমরা । মাঝে মাঝে থাপ্পর খেয়ে ঠিকই কাজ করা শুরু করে এসব ।

সদ্য ভূমিষ্ট শিশু না কাঁদলে উল্টো করে তার পিঠে একটা থাপ্পর লাগানো হয় । কেঁদে উঠে সে ।

বাসের গায়ে এক থাপ্পর দিয়ে বাসকে থামিয়ে ফেলে হেল্পার । দুই থাপ্পরে আবার বাস ছোটা শুরু করে । যাত্রীরাও মাঝেমাঝে কন্ডাক্টরকে অনুকরন করে এই সুবিধা নেয় ।

তরমুজের গায়ে দু’ এক থাপ্পর মারলে তরমুজ আওয়াজ করে ফলবিক্রেতাকে জানিয়ে দেয় কতটুকু পেকেছে কিংবা পচেছে সে ।

গরু থমকে গেলে কিংবা মন্থর হয়ে পড়লে তাকে গতিশীল করতে নিতম্বে সশব্দে দু’ একটা থাপ্পর বসায় কৃষক এবং রাখাল । আর কুরবানীর হাটে নিতম্বে পাবলিকের থাপ্পর খেয়ে গরু নিজের সুস্থতার প্রমান দেয় ।

সোফা কিংবা আরামদায়ক কোন সিটে বসার আগে দু’একটা থাপ্পর দিলে ধুলোরা ভয়ে পালায় ।

ডোরবেল কিংবা কড়া না থাকলে দু’এক থাপ্পর খেয়ে দরজা ভেতরের মানুষকে খবর পাঠায় ।

শিশুদের গাল আর পিঠগুলিকে চিরকালই পছন্দ করে এসেছে মা-বাবার হাতের শাসনের থাপ্পর । ছাত্র-ছাত্রীদের পিঠগুলিও একদিন শিক্ষকদের খুব পছন্দের যায়গা ছিল ।

শুধু কি শাসনের থাপ্পর, মানুষের পিঠগুলি বাহবা’র থাপ্পর খেয়ে উৎসাহিত হয়েছে যুগ যুগ ধরে ।

সত্যি, থাপ্পরের কত মাহাত্ম্য !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৫

নেওয়াজ আলি বলেছেন: থাপ্পর মারলে কাজ হবে সেই যুগ শেষ

২| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৭

মা.হাসান বলেছেন: করে কেডা।

৩| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৩

বিভ্রান্ত পাঠক বলেছেন: ৩ টা থাপ্পর খেয়েছি জীবনে। বাবার হাতে ২ টা, শিক্ষক এর হাতে ১ টা। করণ সে কাহিনী রে ভাই।

৪| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:১৩

ওমর সাহিত্যিক বলেছেন: আমার মনে হয় আবার থাপ্পর না দিলে বাঙ্গালি ঘরে ফিরবে না ।
ভালো লাগল আপনার লিখা

৫| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ২:০২

রাজীব নুর বলেছেন: জীবনে কখনও থাপ্পড় খেয়েছেন??

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩০

মু, আমজাদ হোসেন বলেছেন: খেয়েছি বৈকি । তবে খেয়েছি যত না, দিয়েছি তারচে অনেক বেশী । বেয়াদবির জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.