নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

জায়েজ মিথ্যা ।

১৮ ই মে, ২০২০ সকাল ১০:৪১

খাঁটি সোনায় গয়না হয় না, ভেজাল দিতে হয় । একইভাবে খাঁটি সত্যি কথায় নারীর মন পাওয়া যায় না, পরিমানমতো মিথ্যা মিশাতে হয় তাতে ।

হ্যাঁ, হাদিসও সমর্থন করে এ কথাকে । মুসলিম শরীফে এসেছে, রাসুল (সা) বলেছেন, তিন পরিস্থিতিতে মিথ্যা একসেপ্টেবল । এক—বিবাদে লিপ্ত দুই দলের মধ্যে সন্ধি স্থাপন করতে । দুই—যুদ্ধের ময়দানে ফলাফলকে অনুকূলে আনতে । তিন—দাম্পত্য জীবনকে মধুময় কিংবা তিক্ততামুক্ত রাখতে ।

অথচ শিশুর সাথেও মিথ্যা বলা বারণ । প্রাণীর সাথেও মিথ্যা অভিনয় করে প্রতারণা করা যাবে না । সহিহ্ হাদিসেই আছে এসব নিষেধাজ্ঞার কথা ।

--বাবু, কাছে আসো, একটা জিনিস দেবো ।
কিন্তু কাছে এসে শিশু দেখলো তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ডাকা হয়েছে ।
--এ দিকে আয়, কিছু করবো না ।
অবুঝ শিশুকে আশ্বাস দিলেন এভাবে । কিন্তু আপনাকে সরল মনে বিশ্বাস করে শিশু কাছে আসার পর কথা রাখলেন না, দিলেন রাম ধোলাই । হাদিসে এমন নির্দোষ মনে হওয়া মিথ্যারও অনুমতি নেই ।

হাতের মুঠোতে খাবার লুকিয়ে রাখার ভান করে অবোধ হাস-মুরগী কিংবা কোন পশু-পাখিকে প্রলুদ্ধ করার মাধ্যমে কাছে ডেকে তাকে খপ করে ধরে ফেললেন । এই প্রতারণাটুকুর অনুমোদনও দেয় না ইসলাম ।

অবুঝ শিশু আর অবোধ পশু-পাখির সাথে মিথ্যার আশ্রয় নেয়া বারণ । কিন্তু এডাল্ট নারী পুরুষের সাথে মিথ্যা বলার অবকাশ রাখা হয়েছে । কি অদ্ভূত, তাই না ?

তবে সংসারে সুখ রক্ষায় স্ত্রী স্বামীর সাথে যতটা না মিথ্যা বলে, তারচে বেশী মিথ্যা স্বামীকেই বলতে হয় স্ত্রীর সাথে ।

--জানু, তুমি আমার অক্সিজেন । তোমাকে ছাড়া আমি কোথাও গিয়ে একদিনও শান্তিতে থাকতে পারি না ।
--বেহেশতেও যদি যাই, তোমাকে আমি মিস করবো, ডার্লিং ।
--বিলিভ মী, তোমার রান্না ছাড়া অন্য কারো রান্নায় পেট ভরলেও, আমার মন ভরে না একদমই ।

এ ধরনের দু চারটা নির্দোষ কিন্তু রসালো মিথ্যা দিয়ে বউদেরকে সংসার নামক শ্রমশিবিরে চাঙ্গা রাখার পুরুষালী চেষ্টা মোটেও দোষের কিছু হবে না হাদিস অনুযায়ি ।

তবে সাবধান, মিথ্যা প্রশংসা হচ্ছে লবনের মতো । পরিমানমতো হলে স্বাদবর্ধক, মাত্রা ছাড়ালে হিতে বিপরীত ।

আর, নারীরা জটিল জিনিস । কুরআন এবং হাদিস বলে, পুরুষের পাঁজরের বাঁকা হাড় দিয়ে তৈরী প্রডাক্ট তারা । কোয়াইট ইনফ্লেক্সিবল । ভাঙবে, বাট মচকাবে না ।

দে আর ভেরী ফ্র্যাজাইল । সো, হ্যান্ডেল উইথ কেয়ার ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২০ সকাল ১১:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মিথ্যা সব সময়ই খারাপ।
কৌতুক করে হলেও মিথ্যা কথা বলা উচিত নয়।

২| ১৮ ই মে, ২০২০ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ১৮ ই মে, ২০২০ বিকাল ৩:১৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: পড়লাম :|

৪| ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:২০

নতুন বলেছেন: স্বামী স্ত্রীর মাঝে মিথ্যা থাকা উচিত না। সম্পক` হওয়া উচিত সবচেয়ে ভালো বন্ধুর মতন।

জানি না হাদিসে মিথ্যা বলার বিষয়টি সত্যি কিনা।

আর ২৪ কেরেট সোনা দিয়ে গয়না হয় । একটু মোটা করে বানাতে হয় তাই বেশি সোনা লাগে তাই দাম বেশি এবং আঘাতে বাকা হবার ভয় থাকে তাই মানুষ কম বানায়। কিন্তু জুয়েলারীতে ২৪ কেরেট সোনার গয়না পাবেন।

১৯ শে মে, ২০২০ সকাল ১০:২২

মু, আমজাদ হোসেন বলেছেন: প্রণয়ের বেলায় সকাল-বিকাল কিন্তু মিথ্যার ব্যবহারে রোমান্টিকতার মাত্রা উর্দ্ধমুখী থাকে । পরিণতির পরে এক ছাদের নীচে এসে সত্যবাদি যুধিষ্ঠির হলে চলবে কেন ? আদতে চলেও না ।

বন্ধুর মতো স্বামী স্ত্রীর সম্পর্কের ধারনাটা দুর্লভ । যারা এই ধারনা পোষন করে বিবাহিত জীবনে তাদের সংসার ভাঙার সম্ভাবনা প্রকট হয় । কারণ সবাই ভালো বন্ধু হয় না । বহু বন্ধু থেকে জীবনে দু’ একটা খাঁটি বন্ধু জুটে । তেমনিভাবে বহুবার বউ বদলালে হয়তো একটা বন্ধু বউ জুটেও যেতে পারে । হয়তো ।

বিয়েপূর্ব প্রেমের বেলায়ও একই কথা প্রযোজ্য । সেখানেও বন্ধু বাছাই করতে গিয়ে হয়তো বহুবার প্রেমে পড়ে জীবনসংগিনী সিলেক্ট করতে হবে । এক চান্সে বন্ধুর মতো প্রেমিকা পাওয়া লটারী জেতার মতো দুর্লভ ।

বন্ধু প্রেমিকা হয়তো বন্ধু স্ত্রী নাও প্রমানিত হতে পারে ।

শেষ কথা, মানলাম স্ত্রী বন্ধুর মতো । বন্ধুইতো বন্ধুর সাথে নির্দোষ মিথ্যা বলতে পারে, নাকি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.