নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

অংকুরে বিনাশ !

১৮ ই মে, ২০২০ সকাল ১০:৫০

--আম্মু, এই দ্যাখো না, মাটি দিয়ে একটা পাখি বানিয়েছি । সুন্দর হয়েছে না ?
--ইস্, কাপড়ের কি অবস্থা হয়েছে ! হাত থেকে মাটি ফেল । কাপড় খুলে এক্ষুনি হাত মুখ ধুয়ে আয় ।

--আব্বু, দেখো আমাদের গ্রামের ছবি এঁকেছি । কেমন হয়েছে ?
--আর কাজ পাস না ! আমার সাইনপেনগুলি নিয়ে এভাবে নষ্ট করছিস ! এক্ষুনি নিয়ে আয় বলছি ।

--আম্মু, দেখো না, পলিথিন কেটে আমি কতগুলি ফুল বানিয়েছি । সুন্দর না ?
--আমার নতুন কাঁচিটা নষ্ট করে এগুলি করেছিস? কোত্থেকে পেয়েছিস এটা ? দেখি….

--আব্বু দেখো, আমি কাগজ দিয়ে না একটা প্লেন বানিয়েছি । দারুন হয়েছে না ?
--বসে বসে সারাদিন কাগজ নষ্ট করিস ? এইজন্য খাতা কিনে দিই ?

--আম্মু দেখো, আমি একটা সমুচা বানিয়েছি । দেখতে একদম সমুচার মতো হয়েছে না ?
--এই, পড়তে যা এখান থেকে । অনর্থক আমার ময়দা নষ্ট করতে হবে না ।

--আব্বু তাকাও, দেখো, আমি না ভাঙা মগটায় একটা গাছ লাগিয়েছি ।
--এই যাতো এখান থেকে । বিরক্ত করিস না এখন । দেখছিস না আমি ব্যস্ত ।

এভাবেই অংকুরে বিনাশ ঘটে শিশু প্রতিভাগুলির । নিজেদের পরিবারের ভেতরেই ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২০ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন। প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে।

২| ১৮ ই মে, ২০২০ দুপুর ২:০৪

ইন্দ্রের নলিনী বলেছেন: সত্যবচন

৩| ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:২১

নতুন বলেছেন: আগামী দিনের পৃথিবিতে মানুষের ক্রিয়েটিভিটির দরকার হবে বেশি। বাচ্চাদের ক্রিয়েটিভিটি ধরে রাখার চেস্টা পরিবারের থেকে শুরু হওয়া উচিত।

৪| ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৫৪

সাইন বোর্ড বলেছেন: এটা বোঝার পরও প্রায় সব বাবা মা'ই বিরক্ত হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.