নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

অসম্ভব এক ঈদ ।

১৯ শে মে, ২০২০ রাত ৯:০৪





মুখে নেকাববৎ মাস্ক আর নারীসুলভ দৈহিক স্পর্শকাতরতা নিয়ে লোকে লোকারণ্য মফস্বল শহরের কেন্দ্রস্থলে বাজার করতে গিয়েছিলাম বেশ কয়েক দিন পর অনিবার্য্য প্রয়োজনের জোরালো চাপে । কিন্তু অজ্ঞ, অসচেতন, বেপরোয়া, বেআক্কল মানুষের কনুইয়ের ধাক্কা, নিতম্বের মৃদু ছোঁয়া, কাঁধের ঠেলায় আমার প্রয়োজনীয় দৈহিক দুরত্ব রক্ষার প্রাণান্তকর প্রচেষ্টা জলে গেছে ।

ঠিক যেভাবে প্রতিদিন বাসে, ট্রেনে, রাস্তায়, মার্কেটে সারা বছর নিজেদের আব্রু ও সম্ভ্রম রক্ষার সংগ্রামে বেপরোয়া, কান্ডজ্ঞানহীন, শঠ ও লম্পট পুরুষদের অনাকাংখিত স্পর্শ এড়িয়ে চলার কষ্টকর প্রচেষ্টা নিদারুণভাবে ব্যর্থ হয় বাংলাদেশের ভদ্রঘরের নারীদের ।
বাজারের ভিড়ের সিংহভাগই দখল করে আছে স্বল্পশিক্ষিত কিংবা অশিক্ষিত দেহাতি নারীরা ।

নিজের শিশু সন্তানের মৃত্যুর বাস্তবতাকে মানতে না পারা কোন উন্মাদ মা যেমন আগের মতোই যত্ন নিয়ে সেই সন্তানের জন্য নতুন জামা তৈরী করে, বিছানা গুছিয়ে রাখে, তেমনিভাবে ভয়ংকর করোনা বাস্তবতাকে বুঝতে না পারা, মানতে না পারা কিছু জড়বুদ্ধির নারী অলীক ও অসম্ভব এক ঈদকে সম্ভব করার জন্য ছুটছে বাজারে, মার্কেটে জৈষ্ঠ্যের এই ঠা ঠা করা রোদ মাথায় নিয়ে ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২০ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.