নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্নতের পাবন্দি, ঢোলা জোব্বাধারী, মাথায় পাগড়ি, সুরমাচর্চিত চোখ, আতরসুবাসিত দেহ, মেসওয়াকঘষা দাঁত, লম্বা দাড়িওয়ালা, তাসবীহের দানায় সচল আঙুল, মসজিদের সাথে সম্পর্কিত অন্তর, তাহাজ্জুদ গোজারি আলেম আর মসজিদের ইমামগনকে একটি সহিহ হাদিসের কথা মনে করিয়ে দিচ্ছি ।
হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসুল (সা) বলেছেন, একজন মুসলমানের ৫ টি হক আছে সমাজের অন্যান্য মুসলমানের উপর ।
১। সে সালাম দিলে এর জবাব দিতে হবে ২। সে অসুস্থ হলে অন্যরা তার খোঁজ-খবর নিবে ৩। সে কাউকে দাওয়াত দিলে তা কবুল করতে হবে ৪। সে হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললে তার জবাব দিতে হবে ৫। সে মারা গেলে তার জানাজায় শরিক হতে হবে ।
।
--বুখারি ও মুসলিম শরিফ ।
সালাম ও হাঁচির জবাব দেয়া আর গদগদচিত্তে দাওয়াত কবুল করার সহজ ও আদায় হওয়া হকগুলির কথা বাদ দিয়ে বাকি দু’টি হক্কের কথায় আসি ।
আমরা দেখছি এ সমাজে কোন মুসলমান করোনায় আক্রান্ত হলে তাকে সাহায্য করা, তার প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা দূরে থাক, সে মারা গেলে তার জানাজায়ও যাচ্ছে না আমাদের আলেম ওলামাগন এবং আবেগি মুসলমানরা । কোন কোন করোনা রোগির বাড়িতে তালা পর্যন্ত ঝুলিয়ে দিচ্ছে বাংলার মুসলমান । এলাকার গোরস্থানে দাফন করতে দিচ্ছে না তাদের লাশকে ।
করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শুনলে তাদের জানাজার নামাজ পড়ানোর জন্য কোন আলেম বা মসজিদের ইমামকে পাওয়া যাচ্ছে না দেখে নিরুপায় হয়ে এক ইউএনও সাহেবকেও খবরের কাগজে আমরা দেখেছি একজনের জানাজার নামাজ পড়াতে ।
অথচ বিস্ময়করভাবে এ ব্যাপারে সম্পূর্ন নীরবতা অবলম্বন করেছেন এ দেশের প্রখ্যাত আলেম ওলামাসহ বাংলার তথাকথিত তৌহিদী জনতা । এই তাদের দ্বীনের প্রতি ভালোবাসা ? এই তাদের ঈমান ও আমলের মেহনত ?
অথচ তারাই যখন লক্ষনবিহীন করোনাবাহী মুসল্লির উপস্থিতির আশংকা সত্ত্বেও আল্লাহর উপর তাওয়াক্কুল করে, করোনার ভয়কে উড়িয়ে দিয়ে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবীহ জামায়াত,এবং জুমআ’র নামাজ চালু করার পক্ষে গলা ফাঁটিয়েছেন এবং শেষ পর্যন্ত দাবি আদায়ে সফলও হয়েছেন, তখন মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতেই পারে, তবে কি তারা দ্বীনি দায়িত্ব আঞ্জাম দেয়ার ঈমানি তাগিদের বদলে নিজেদের উপার্জনের ব্যবস্থাটিকে লকডাউনমুক্ত করতেই বেশী আগ্রহী ছিলেন ?
লজ্জা পেয়েছি যখন সমাজের জঘন্য স্বার্থপর ও প্রাণভয়ে ভীত তথাকথিত হাক্কানি আলেম-ওলামা, মুহাদ্দিস, মুফতি, ইসলামী চিন্তাবিদ, মাদ্রাসার ছাত্র এবং পাঁচওয়াক্ত নামাজ মসজিদের জামায়াতে পড়তে আগ্রহী আবেগি মুসলমানদেরকে হাত গুটিয়ে বসে থাকতে দেখে, করোনায় মারা যাওয়া মৃতদেহের সৎকার করতে বীরের মতো এগিয়ে আসতে দেখেছি নারায়ানগঞ্জে মাকসুদ আলম খোকন নামে এক কাউন্সিলরকে তারা স্বেচ্ছাসেবী বাহিনী নিয়ে ।
কী জবাব দেবো আমরা যখন শেষ বিচারের ময়দানে করোনায় প্রাণ হারানো মুসলমানরা তাদের খোঁজ-খবর না নেয়া ও তাদের জানাজা নামাজের হক্ক আদায় না করার জন্য আমাদেরকে যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় তারা ?
বান্দার হক্ক আদায় না করার অপরাধ কি আমাদের সমস্ত নেক আমলকে ব্যর্থ করে দেয়ার জন্য যথেষ্ঠ নয় ?
কুরআনের একটি আয়াত দিয়ে শেষ করছি এই ক্ষোভের কথা ।
আল্লাহ বলেন,
তবে কি তোমরা কুর্আনের কিছু অংশ মানবে, আর কিছু অংশ মানবে না ? যদি তোমরা এমনই কর, তাহলে দুনিয়াতে যেমন তোমাদের উপর নেমে আসবে লাঞ্ছনা ও গঞ্জনা, আখিরাতেও তেমনিভাবে পাবে কঠোর আযাবের স্বাদ ।
--সুরা বাকারা, আয়াত ৮৫ ।
২২ শে মে, ২০২০ বিকাল ৫:১৬
মু, আমজাদ হোসেন বলেছেন: কীসের মধ্যে কী ঢালতে এসেছেন ?
২| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: নেই ভায়া নেই....
মুসলমানই নেই.. আলেমেতা দূরের বাদ্য
তোমরা মরার আগে মর এবংমুসলমান না হয়ে মরো না, সেই মুসলমান কই? পাবেন?
আর হাদীস না জানুক, তারা যে সূরা মাউন দিয়ে দিনে পাঁচবার নামাজ পড়ে
তাতেইতো তারা যে বে-দ্বীন সেখানে তা স্পষ্ট করে বলা।
তারা হক্কুল্লাহর জন্য যতটা চেঁচায় হক্কুল ইবাদ বা বান্দার হকে ততটাই নিরব।
দু:খ তারাই ব্রান্ডিং অথরিটি সেজে বসে আছে ইসলাম আর মুসলিমের।
৩| ২২ শে মে, ২০২০ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কীসের মধ্যে কী ঢালতে এসেছেন ?
না কিছু ঢালতে আসি নাই।
৪| ২২ শে মে, ২০২০ রাত ৮:৩১
নেওয়াজ আলি বলেছেন: সুরা বাকারার আজ বাংলা অনুবাদ পড়বো তাহলে
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০২০ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের আম্পান থেকে বাঁচিয়েছেন। আমরা মুসলমান বলে।
আর কো্লকাতার লোকজন হিন্দু বলে আল্লাহ ওদের এত ক্ষতি করে দিয়েছেন।