নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

তিলোত্তমা অন্তরের জন্য ।

১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

সাধারন শিক্ষায় শিক্ষিত মুসলমানদের অধিকাংশই শৈশবে কুরআনের যেসব সুরা কিংবা আয়াত মুখস্থ করেন, বাকি জীবন সেসব সুরা কিংবা আয়াতগুলিই নামাজে পড়ে থাকেন । এদেশে নামাজের জন্য পপুলার সিলেকশন হচ্ছে আমপারার শেষের দিকের সুরাগুলি ।

অতীতে সাধারন মুসলমানদের মুখস্তকৃত সুরার স্টক অনেক বড় থাকলেও, দিন যত যাচ্ছে নতুন প্রজন্মের মুখস্থের স্টক ততই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে । এর অন্যতম প্রধান কারন হচ্ছে এ দেশ থেকে মক্তব সংস্কৃতির প্রায়াবসান অবস্থা । একটা সময় ছিল যখন এ দেশে কি শহর কি গ্রাম সর্বত্রই, এবং কি ধনী কি গরীব সবার শিশু সন্তানই মক্তবে গিয়ে সহীহভাবে কুরআন তিলওয়াত এবং প্রয়োজনীয় সুরা ও দোয়াগুলি বাবা-মার অজান্তেই শিখে ফেলতো ।

শৈশবে মক্তবে সমবয়সী অনেকের সাথে কোরাস করে কুরআনের আয়াত কিংবা সুরা শিখাটা যত সহজ, বয়স বাড়লে একা একা সে কাজ করা ততই কঠিন কিংবা প্রায় অসম্ভব হয়ে উঠে । ব্যস্ততা আর ক্ষয়িষ্ণু স্মৃতিশক্তিই এর জন্য প্রধানত দায়ি ।

তবে কোন কাজই অসম্ভব নয়, যদি মানুষের আন্তরিকতা আর কঠোর পরিশ্রম জোট বাঁধে ।

নামাজে নিয়মিতভাবে অল্প ও কমন কিছু সুরা ও আয়াত পাঠ করলে, একসময় বৈচিত্রহীন একঘেয়েমি পেয়ে বসে । তৈরী হয় অন্যমনস্কতা । নামাজী ভুলে যায় রাকায়াতের সংখ্যা । নামাজ হয়ে পড়ে প্রাণহীন ও ক্লান্তিকর ।

যাদের মুখস্ত করা সুরা ও আয়াতের পুঁজি কেবলমাত্র আমাপারাতেই সীমাবদ্ধ, তারা কুরআনের বাকি ২৯ পারা থেকে পছন্দসই আয়াত বাছাই করে মুখস্থ শুরু করুন আজই । আপনার বয়স কোন বাধা হতে পারে না, যদি আন্তরিকতা ও প্রচেষ্টা থাকে ।

মুখস্থ করার জন্য বয়স্কদের হয়তো শিশুদের চাইতে কয়েকগুন বেশী সময় লাগতে পারে, কিন্তু আল্লাহর নূরকে অন্তরে ধারন করার জন্য সময় ও শ্রম দেয়াতো অন্য যে কোন কাজের চাইতে অগ্রাধিকার এবং মনযোগ পাওয়ার যোগ্যতা রাখে । মনে রাখতে হবে, আল্লাহর কালাম হচ্ছে মানব ক্কালব বা অন্তরের অলংকার, শোভা ও অমূল্য সম্পদ । অন্তরকে শুভ্র, সুরভিত, আলোকিত ও সুন্দর করে তোলার জন্য আল্লাহর কালামের কোন বিকল্প নেই । তাই সময় নষ্ট না করে কুরআনের অজানা আয়াত কিংবা সুরা মুখস্থ করার সংগ্রামে আজই নেমে পড়ুন । সম্ভব হলে অর্থসহ । হয়ে উঠুন তিলোত্তমা অন্তরের অধিকারী ।

আপনাদের সুবিধার জন্য আল কুরআন থেকে একটা ছোট্ট কিন্তু পপুলার সিলেকশন দিচ্ছি । এসব আয়াতগুলি যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নিতে পারেন ।

আরেকটি কথা । কুরআনের সুরা মুখস্ত যদি করতেও পারেন, মনে রাখতে পারবেন না মোটেও, যদি না সেগুলি নিয়মিত তিলওয়াত করেন কিংবা নামাজে পাঠ করেন । দ্রুতগামি উটের চাইতেও দ্রুত স্মৃতি থেকে উবে যায় কুরআন । আল্লাহর রাসুল (সা) এভাবেই (সা) হুঁশিয়ার করেছেন ।

নির্বাচিত আয়াতের তালিকা ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সুরা বাকারা, আয়াত ১- ১০, ১২৭-১২৯, ১৫২-১৫৭, ২৫৫, ২৮৫-২৮৬
সুরা আল ইমরান, আয়াত ২৬-২৭, ১৮৯-১৯৪
সুরা বনি ইসরাইল, আয়াত ৭৭-৮২
সুরা ক্কাহাফ, আয়াত ১০৭-১১০
সুরা তোয়াহা, আয়াত ১-৬ ।
সুরা মুমিনুন, আয়াত ১-১১
সুরা লুকমান, আয়াত ১-৫
সুরা ইয়াসিন, আয়াত ৭৭-৮৩
সুরা যুমার, আয়াত ৭১-৭৫
সুরা হামিম আস সিজদা, আয়াত ৩০-৩৩
সুরা দুখান, আয়াত ১-৯
সুরা জাসিয়া, আয়াত ১-৫
সুরা আল ফাতাহ, আয়াত ২৭-২৯
সুরা আর রাহমান, আয়াত ১-২৩
সুরা হাদিদ, আয়াত ১-৬
সুরা হাশর, আয়াত ১৮-২৪
সুরা সফ, আয়াত ১-৪, ৭-১৩
সুরা জুমআ, আয়াত ১-৩, ৯-১১
সুরা তাগাবুন, আয়াত ১-৪
সুরা মূলক, আয়াত ১-৫
সুরা আল মুযযাম্মিল, আয়াত ১-৯
সুরা মুদ্দাসসির, আয়াত ১-৭
সুরা ইউনুস, আয়াত ১-৬ ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২০ রাত ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুরার অর্থ জানা দরকার। অর্থ না জানলে চলবে কেন।

সুরার অর্থ জানা দরকার। অর্থ না জানলে চলবে কেন।

১৯ শে জুন, ২০২০ রাত ৯:০৭

মু, আমজাদ হোসেন বলেছেন: সম্ভব হলে অর্থসহ--আমার এই লাইনটা আপনি সম্ভবত মিস করেছেন ।

২| ১৯ শে জুন, ২০২০ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: আমার বন্ধু শাহেদ জামাল। সে নামাজ রোজা কিছু করে না। এমন কি কোনো সূরা পারেও না। হাদীস নিয়ে হাসাহাসি করে। নামাজ পড়ার কথা বললেই বলে যে, আমি উটবস করলে আল্লাহর কি লাভ?

১৯ শে জুন, ২০২০ রাত ৯:১৬

মু, আমজাদ হোসেন বলেছেন: তিনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন । কুরআনে আ্ল্লাহ এই প্রশ্নের জবাব দিয়েছেন ।
আল্লাহ বলেছেন যে, মানুষ স্রষ্টার নির্দেশিত পথে চললে তারা নিজেরাই লাভবান হবে । পৃথিবীর একটা মানুষ সিজদা না দিলেও আল্লাহর কোন ক্ষতি হবে না, আবার সবাই সিজদা দিলেও আল্লাহর কোন উপকার হবে না । তিনি কোনকিছুর মুখাপেক্ষী নন ।
মানুষের নৈতিক, আত্মিক, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্য যে নিয়মগুলি তিনি দিয়েছেন তার সবগুলি মিলিয়ে ইসলাম । তার আগে শুধু বিশ্বাসটুকু করে নিতে হবে । ব্যস ।

সিংহভাগ মুসলমানের নামাজ শুধু উঠবসই । আপনার বন্ধু ওয়াইজ । শুধু উঠবস করতে হলে মসজিদে নয়, জিমনেসিয়ামে গিয়ে করলে কিছু লাভ হবে । তাকে তাই করতে বলুন ।

৩| ১৯ শে জুন, ২০২০ রাত ১০:০৩

নেওয়াজ আলি বলেছেন: লেখা ভালো লাগলো

৪| ১৯ শে জুন, ২০২০ রাত ১১:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যখন আল্লাহ নিজে বলেছেন আবু লাহাব ধংস হোক,কিন্ত হয় নাই।এখন দিনে পাঁচ বার ধংস হোক ধংস হোক বলে আল্লাহর কি লাভ,মানুষেরই বা কি লাভ।পুর্নাঙ্গ জীবন ব্যবস্থারই বা কোন অংশ।

২০ শে জুন, ২০২০ সকাল ১১:৫৬

মু, আমজাদ হোসেন বলেছেন: অপ্রাসঙ্গিক মন্তব্য । ধর্ম অপ্রিয় বিষয় হলে তাকে স্কিপ করে যাওয়াই ভালো । নিজের অপছন্দ ও ঘৃণাকে অকারনে যখন তখন যেখানে সেখানে প্রকাশ করা অনাবশ্যক । ধার্মিকদের বিশ্বাস টলানো আর প্রেমিকার প্রতি অন্ধ প্রেমিকের ভালোবাসায় ফাটল ধরানো সমান কঠিন কাজ ।

৫| ১৯ শে জুন, ২০২০ রাত ১১:১৫

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ।

৬| ১৯ শে জুন, ২০২০ রাত ১১:৩২

অদ্ভুত_আমি বলেছেন: পোস্টে ভালো লাগা ।

আল্লাহ, আমাদেরকে সঠিক ও শুদ্ধভাবে উল্লেখিত আয়াত সমূহ আমল করার তৌফিক দান করুক, আমীন ।

৭| ২০ শে জুন, ২০২০ রাত ১২:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার তালিকাটা আশা করি আমার কাজে লাগবে। আপনাকে ধন্যবাদ।

২০ শে জুন, ২০২০ দুপুর ১২:০৯

মু, আমজাদ হোসেন বলেছেন: শুনে ভালো লাগলো । আপনাকেও ধন্যবাদ ।

৮| ২০ শে জুন, ২০২০ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আপাতত প্রিয়তে নিয়ে রাখলাম ।

২০ শে জুন, ২০২০ দুপুর ১২:১০

মু, আমজাদ হোসেন বলেছেন: লেখার স্বার্থকতা এখানেই । ধন্যবাদ ।

৯| ২০ শে জুন, ২০২০ সকাল ৭:৪৮

বিজন রয় বলেছেন: কিছু জানলাম। জানতে ক্ষতি নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.