নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি বুয়েট কিংবা ঢামেক থেকে পাশ করা স্টূডেন্ট । স্কুল ও কলেজ লাইফে কোনদিন সেকেন্ড হননি । ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন । প্রতিযোগিতামূলক সকল পরীক্ষায় আপনি প্রথম সারিতে থাকেন ।
কিন্তু আপনার এই মেধা ও যোগ্যতা যদি আপনার ভেতরে প্রচন্ড অহংবোধ তৈরী করে, আপনি যদি ‘মেধাহীন’ সাধারন মানুষদেরকে গোপনে ও প্রকাশ্যে তাচ্ছিল্য করেন, তাহলে বুঝতে হবে আপনার শিক্ষা পূর্ণ হয়নি । আপনার অজ্ঞতা দূর হয়নি ।
আপনার হয়তো জানা নেই, এ সমাজে আপনার চাইতেও অনেক মেধাবী মানুষ শুধুমাত্র দুর্ভাগ্যের কারনে জীবনে সফল হতে পারেনি । সূযোগ, সামর্থ্য, পরিবেশ আর সৌভাগ্যের অভাবে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারেনি তারা । এ দেশের পথে-ঘাটে আপনার চারপাশে অনুজ্জ্বলভাবে ঘুরে বেড়াচ্ছে তারা । আপনি তাদেরকে চেনে না ।
শিক্ষা যদি আপনার মাঝে দেশপ্রেম, মানবসেবা, আত্মত্যাগ, বিনয় ও সামাজিক দায়িত্ববোধের মতো মূল্যবোধগুলি তৈরী করতে না পারে, তাহলে বুঝতে হবে আপনার মেধা আপনার সাথে প্রতারণা করেছে । আপনি উচ্চশিক্ষিত হয়েছেন, উচ্চমানের মানুষ হতে পারেননি ।
এ কথা সত্যি যে, গরীব এই দেশ, এই দেশের জনগন আপনার মেধা ও পরিশ্রমের যথাযথ প্রতিদান দিতে পারবে না । কিন্তু তারা আপনাকে নিয়ে অহংকার করে, আপনাকে নিজেদের কষ্টার্জিত সম্পদ মনে করে, আপনার কাছ থেকে মহৎ ও বড় কিছু আশা করে ।
আপনি যদি আপনার অর্জনকে নিজের সংকীর্ণ ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্য বিনিয়োগ করেন, তাহলে অতি সাধারন মানুষের সাথে আপনার আর কোন পার্থক্য থাকে না । আপনার আর বড়াই করার মতো কিছু থাকে না ।
আপনার চাইতে অনেক কম মেধা ও গুনসম্পন্ন হয়েও অতি সাধারন অনেক মানুষ অশেষ সম্পদ ও ক্ষমতায় চূড়ায় উঠে বসে আছে এ দেশে । তাদের সাথে অসুস্থ দৌড়ে নামলে আপনি চরমভাবে ব্যর্থ হবেন, মুখ থুবড়ে পড়বে আপনার যাবতীয় মেধার বড়াই ।
এ সমাজে মেধার অহংকারের চাইতে সম্পদ ও ক্ষমতার অহংকার অনেক বেশী ঝনঝন করে বাজে । কিন্তু দিনশেষে বিনয়ী ও মহৎ মানুষগুলিই মানুষের প্রকৃত ভালোবাসা নিয়ে ঘরে ফেরে । তারাই প্রকৃত অর্থে সফল মানুষ ।
তাই নিজের মেধা বিকাশের সূযোগ পাওয়ার জন্য অহংকার নয়, ঋনী বোধ করুন নিজের স্রষ্টার প্রতি, নিজের পিতামাতার প্রতি, এ দেশের অতি সাধারন মানুষের প্রতি । নিজের মেধার অর্জন মানবকল্যাণে ব্যয় করুন, নিজের দেশের জন্য ব্যয় করুন ।
নইলে আপনার মেধার ঔজ্জ্বল্য ও অর্জন আর দশটা সম্পদশালী ও ক্ষমতাধর মেধাহীন মানুষের ভিড়ে আপনাকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে পারবে না । আপনি একজন অর্ডিনারী মানুষ হয়েই বেঁচে থাকবেন ।
২| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:৫৩
নেওয়াজ আলি বলেছেন: অহংকার পতনের মুল। সবাই যেন মানবিক হই।
৩| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:৫৬
কল্পদ্রুম বলেছেন: এক্সট্রা অর্ডিনারী হয়ে লাভ কি?এ দেশে তো অনেক মেধাবী আর মহৎ মানুষ জন্মগ্রহণ করেছেন।ক জনকে দেশের মানুষ মনে রেখেছে?একজন নেতা আর একজন অধ্যাপকের মধ্যে জনগণ কার কথাকে বেশি গুরুত্ব দেয়?
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:৩১
মু, আমজাদ হোসেন বলেছেন: মানুষ মনে রাখবে এই আশায় বড় মানুষরা আত্মত্যাগ করেন না, ত্যাগের সুখটিকে তারা উপভোগ করেন বলেই নিজেকে বিলিয়ে দিতে চান । ‘ভোগে নয়, ত্যাগেই সুখ’ এই সত্যটি জানা আর উপলব্ধি করার মধ্যে পার্থক্য আছে ।
৪| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৯:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর পোস্ট।
খুবই ভালো লাগার মতো বিষয়।
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:৩২
মু, আমজাদ হোসেন বলেছেন: ধন্যবাদ ।
৫| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: নীতি ও নৈতিকতাহীন মেধা মানুষকে জ্ঞানপাপী বানায়।
৬| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: কোনো কিছু নিয়েই বড়াই করা ভালো না। তাতে আল্লাহপাক নারাজ হোণ।
৭| ০৫ ই জুলাই, ২০২০ রাত ২:১৪
সত্যপীরবাবা বলেছেন: শুধু 'ম্যাধা'ই না, নিজের আর্থ-সামাজিক অবস্থার বিষয়েও আমাদের কৌলিন্যবোধ প্রখর। এই ব্লগেই মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমজীবিদের জীবিকাকে বিদ্রূপ করে, ইউরোপ বা উত্তর আমেরিকায় অপেক্ষাকৃত নিম্ন আয়ের অভিবাসীদের ঐ সবদেশে বসবাসের 'অধিকার' এবং সুযোগ সুবিধা নিয়ে কটাক্ষ করে অনেক পোষ্ট আর মন্তব্য আছে। ভাবখান এমন যেন ঐ সব 'উচ্চ শিক্ষিত'দের পাছায় তেল মালিশ করতে করতে পায়ে ধরে নিয়ে গেছে ঐ সব দেশে।
৮| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫০
সাইন বোর্ড বলেছেন: অধিকাংশ মানুষই একটা অবস্থায় চলে গেলে সে খুব সহজেই অতীত ভুলে যায় এবং সবাইকে তুচ্ছ- তাচ্ছিল্য করা শুরু করে । যারা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে, তারাই প্রকৃত মানুষ ।
৯| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: প্রকৃত শিক্ষার স্বাদ সকলেই পায় না, কেননা প্রকৃত শিক্ষাই বেশিরভাগে অর্জন করেনা। লোভ, হিংসা, অংহকার, বড়ত্ব দূর করার সবক আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:৫১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবার আগে মানুষ হতে হবে,তার পর শিক্ষিত।অমানুষ শিক্ষিত হলে সেটা সমাজ,দেশ ও রাষ্ট্রের জন্য ভয়ংকর ক্ষতি।