নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

অনার্স গ্রাজুয়েটদের বিসিএস পরীক্ষা ।

০২ রা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪০



দীর্ঘ ৪ বছর কোন একজন শিক্ষার্থী অন্যসব বিষয় বাদ দিয়ে শুধুমাত্র হিসাববিজ্ঞান, মার্কেটিং, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামিক স্টাডিজ, পরিসংখ্যান, দর্শন কিংবা এ ধরনের একক কোন বিষয়ে ব্যাপক অধ্যায়ন করার মাধ্যমে অনার্স কমপ্লিট করার পর সরকারি চাকরির জন্য বিসিএস পরীক্ষা দিতে গিয়ে দেখবে তার বিগত ৪ টি বছরের গভীর পড়াশুনা দিয়ে সে বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায়ও পাশ করতে পারবে না—লিখিত পরীক্ষায় পাশতো আরও বহু দূরের ব্যাপার ।

শুধুমাত্র এডুকেশন ক্যাডারে লিখিত পরীক্ষায় ২০০ নম্বর অনার্সে পড়া বিষয়ের উপর । বাকি ৭০০ নম্বর এমনসব বিষয়ে যেগুলির অধিকাংশকেই সে, যদি মেধাবি শিক্ষার্থী হয়ে থাকে, বিগত ৪ বছরে স্পর্শ করার সুযোগও পায়নি ।

শুনতে হাস্যকর মনে হলেও প্রস্তাব না রেখে পারছি না
, কলেজ-ইয়ূনুভার্সিটিতে ৪ বছর মেয়াদি একটা অনার্স কোর্স চালু করা দরকার ‘বিসিএস প্রস্তুতি’ নামে । যাতে বাংলা, ইংরেজি, জাতীয় ও আন্তর্জাতিক জ্ঞান, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং বুব্ধিবৃত্তিক দক্ষতা—বিসিএসের এই বিষয়গুলি থাকবে ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ও পারে ৩ বছর মেয়াদি ডিগ্রি (পাস )-এর কারিক্যুলামে পরিবর্তন এনে এসব বিষয় অন্তর্ভুক্ত করতে ।

তাহলে এ দেশে হাজার হাজার শিক্ষার্থীকে অহেতুক নির্দিষ্ট একটি বিষয়ে ৪ বছর পড়াশুনা করে স্পেশালাইজড হওয়ার পরেও বিসিএস পরীক্ষার জন্য নতুন করে পড়াশুনা করতে হবে না । যে ৪ বছর একটি মাত্র বিষয় পড়ে তারা ‘অহেতুক সময় অপচয়’ করে, সেই ৪ বছর বিসিএসের বিষয়গুলি স্টাডি করে আয়ত্তে আনলে সরকারি চাকরিতে মসৃণভাবে প্রবেশ করতে পারবে । অনার্স পড়ার সময়ও তাদের আগ্রহ, মনযোগ, আন্তরিকতা এবং পরিশ্রমের তীব্রতা দেখা যাবে ।

কী লাভ কোন একটি বিশেষ বিষয়ে পড়ালেখা করে বিশেষজ্ঞ হয়ে, সেই বিষয়ের জ্ঞান যদি তাকে কর্মক্ষেত্রের জন্য উপযুক্ত করে তুলতে না পারে ? সেই জ্ঞান যদি কর্মক্ষেত্রে কাজেই না লাগে ? এটি কি মূল্যবান সময়, মেধা ও জনশক্তির অপচয় নয় ?


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২৪ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: আমার কিছু বলার নাই।

০২ রা মার্চ, ২০২৪ রাত ১১:৩৮

মু, আমজাদ হোসেন বলেছেন: আপনাকে সর্বত্র কিছু না কিছু বলতেই হবে-- এমন দায়িত্ব কে দিয়েছে ?

২| ০২ রা মার্চ, ২০২৪ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:


ইমানদার মুসলমানেরা যদি ফিলিস্তিনের স্বাধীনতা পাবার জন্য আল্লাহের কাাছে শক্তিশালী অস্ত্র তৈরির জ্ঞান চান, আল্লাহ দিবেন?

৩| ০২ রা মার্চ, ২০২৪ রাত ১১:৪০

মু, আমজাদ হোসেন বলেছেন: পৌষের কথা বৈশাখে মনে পড়েছে ? :#)

৪| ০২ রা মার্চ, ২০২৪ রাত ১১:৫৩

সোনাগাজী বলেছেন:


মু, আমজাদ হোসেন বলেছেন: পৌষের কথা বৈশাখে মনে পড়েছে ?

-প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেন; আশাকরি, আপনাকে নকল সাপ্লাই দেয়ার দরকার হবে না।

০৩ রা মার্চ, ২০২৪ রাত ১২:১২

মু, আমজাদ হোসেন বলেছেন: কীসের মধ্যে কী,পান্তা ভাতে ঘি ! কী বুঝাতে চেয়েছেন আপনিই তা বুঝেছেন ।

৫| ০৩ রা মার্চ, ২০২৪ রাত ১:০৭

জ্যাক স্মিথ বলেছেন: এটি কি মূল্যবান সময়, মেধা ও জনশক্তির অপচয় ছাড়া কিছুই নয়।

৬| ০৩ রা মার্চ, ২০২৪ রাত ৩:৩৫

সোনাগাজী বলেছেন:



শিক্ষকতা করতে হলো অনেক বড় ধারণার মানুষ হতে হয়; শিক্ষকদের থেকে ছাত্ররা কিছু শিখছে না।

০৩ রা মার্চ, ২০২৪ সকাল ১১:১৬

মু, আমজাদ হোসেন বলেছেন: আপনি বড় মানুষ নন, তাই শিক্ষক হতে পারেননি । আপনি শিক্ষকদের কাছ থেকে কিছু শিখতে পারেননি, তাই আপনি অশিক্ষিত ।

৭| ০৩ রা মার্চ, ২০২৪ সকাল ১১:৩১

এম ডি মুসা বলেছেন: আরো কতো কি দেখবে বাংলাদেশ

৮| ০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ৮:২৩

শ্রাবণধারা বলেছেন: আমার মতে আপনি একটি খুব গুরুত্বপূর্ন বিষয় নিয়ে লিখেছেন।

যদিও আপনার দেওয়া সমাধানটি হয়ত ঠিক বাস্তবসম্মত নয়। তবে এ ধরণের একটি পরীক্ষায় যেখানে বিশ্ববিদ্যালয়ে থেকে পাস করা বিভিন্ন ডিসিপ্লিনের ছেলে-মেয়েরা অংশগ্রহন করে তাদের সম্মিলিত মেধা যাচাইয়ের পরীক্ষা ঠিক কী কী বিষয়ের উপর হতে পারে এটা একটি জটিল প্রশ্ন। বোধহয় এর ঠিক সর্বজনগ্রাহ্য উত্তর নেই।

০৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:০০

মু, আমজাদ হোসেন বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য । আমি আসলে কোন সমাধান দিইনি, সমাধান দেয়ার নামে ব্যঙ্গ করেছি । আপনি ঠিকই বলেছেন, বিষয়টি জটিল । তবে প্রকৃত শিক্ষাবিদরা এক টেবিলে বসলে সমাধান বের করাটা খুব কঠিন হবে না বলে আমার বিশ্বাস ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.