| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
FATIH SOLAIMAN
instagram.com/fatih.solaiman facebook.com/Fatihsolaimanofficial

জাতির পতাকা আজ!
খামছে ধরেছে ভারত শকুন।
কলকাতার দৈনিক আনন্দবাজারের রিপোর্ট
মৌলবাদীদের সুরেই হাসিনা!
মৌলবাদী হেফাজতে ইসলামির দাবির কাছে মাথা নুইয়ে এর আগে স্কুলের পাঠ্যবই থেকে বহু হিন্দু ও মুক্তমনা লেখকের রচনা বাদ দিয়েছিলেন। এ বার তাদের সুরে গলা মিলিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, তিনিও চান সুপ্রিম কোর্টের বাইরে বসানো ‘লেডি জাস্টিস’-এর আদলে মূর্তিটি সরিয়ে ফেলা হোক। ভারত সফর থেকে ফিরে মঙ্গলবার রাতে ওলামাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন হাসিনা। সেখানেই তিনি আশ্বাস দেন, এই মূর্তি সরাতে নিজে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন।
নারী মূর্তিটি সরানোর দাবিতে কয়েক মাস ধরেই বিক্ষোভ দেখাচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা। প্রধানমন্ত্রী তাঁদের দাবি মেনে নেওয়ায় হতাশ দেশের মৌলবাদ-বিরোধীরা।
©somewhere in net ltd.