নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

'যার ভালো লাগে তার লাগে যে ভালো'

ফাতিমা জাহরা

ফাতিমা জাহরা › বিস্তারিত পোস্টঃ

ছিলাম এতিম, হইলাম নজরবন্দী

০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:৫৩

অবশেষে... জেনারেল হলাম। :) মডু ভাইয়াদেরকে ধন্যবাদ।

সবাই একটু মিষ্টি খান



অ্যাকাউন্ট খুলেছিলাম তিনমাস আগে। কিন্তু নিয়মিত ব্লগে ঘুরা ঘুরি করছি একমাস ধরে ।আজকে ব্লগ খুলে দেখি আমি জেনারেল।

এতদিন সবার লিখা পড়তে পারতাম, কিছু বলতে পারতাম না। বিভিন্ন পোস্টের নিচে লিখা থাকত "দুঃখিত, আপনি এখানে কোন মন্তব্য করতে পারবেন না। লক্ষ করুন...।" বুঝলাম, নতুন ব্লগারদের কিছু সীমাবদ্ধতা আছে তাই নাক কান বুজে এই অপমান সহ্য করে নিতাম, কিন্তু ভাল কোন লিখা পড়ে যখন "ভাল লেগেছে" এই মতামতটাও দেয়া যেত না তখন নিজেকে এতিম এতিম মনে হত। /:)

এখন সাধারন হতে পেরে ভাল লাগছে, আবার একটু একটু ভয়ও পাচ্ছি। আমি কই যাই, কি করি, কি লিখি কছুদিন নাকি তার উপর কড়া নজর রাখা হবে। একটু উলটাপালটা করলেই...। :(( আমার অবস্থা এখন সেই বৈষ্ণব গানটার মত "দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।"

আনন্দে দুঃখে মুন চাইতেছে গান গাই "আমি বন্দী কারাগারে...।"

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:০৩

আজনবী বলেছেন: একবারে জেনারেল! আপনি লাকি।

এবার ইচ্ছামত পেটভরে কমেন্ট করেন।

১১ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৭

ফাতিমা জাহরা বলেছেন: রোজা রমজান মাস, তাই একটু সংযম রেখে অল্প অল্প কমেন্ট করছি :) । তবে লাইক দিচ্ছি পেট ভরে।

২| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:১১

তামিম ইবনে আমান বলেছেন: হ্যাপী ব্লগিং

১১ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৮

ফাতিমা জাহরা বলেছেন: ধন্যবাদ, ভাইয়া...।

৩| ২২ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৩

আধারের কবি বলেছেন: /:) /:) /:) আমি মোট তিনটা নিক খুলসি। ১ বছর আগে একটা। ৬মাস আগে একটা আর দুই মাস আগে একটা। মডু শেষটারে মেজর জেনারেল করসে |-) |-)

২২ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪১

ফাতিমা জাহরা বলেছেন: তিনটা নিক! আমি একটা নিয়েই হিমশিম খাচ্ছি। নিয়মিত পোস্টও দিতে পারছি না।

৪| ২২ শে আগস্ট, ২০১২ রাত ১১:২১

আধারের কবি বলেছেন: উহু। দুইটা জেনারেল করে নাই। তাই তৃতীয়টা খুলসি

৫| ২২ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৫

ফাতিমা জাহরা বলেছেন: :) :D =p~ মজা পাইলাম...।

৬| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:০১

মরহুম ব্লগার বলেছেন: হুম ! কদিন আগে আমিও ছিলাম আপনার মত মন্তব্য-প্রতিবন্ধী। :#) :#)
মন্তব্য করাতে পারাটা আসলেই সুখের :D


শুভ কামনা !

২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:১৭

ফাতিমা জাহরা বলেছেন: ধন্যবাদ, ভাইয়া। :) আপনার জন্যও অনেক শুভকামনা থাকলো।

৭| ২৬ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৮

আ.হ.ম. সবুজ বলেছেন: আপনার আনন্দের কথা শুনে । আমরাও অনেক আনন্দিত । অভিনন্দন আপনাকে ....। চালিয়ে যান ..................।

২৬ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২০

ফাতিমা জাহরা বলেছেন: আজকে আমার আনন্দ ডাবল। :) :D :D
ব্লগ খুইলা দেখি আমি সেইফ।

৮| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১১:২০

আ.হ.ম. সবুজ বলেছেন: তাহলে তো সবাইকে মিষ্টি খাওয়াতে হবে । একি সাথে দুইটা প্রমোশন ।
আমি যখন সেইফ হয়েছিলাম তখন আমিও মিষ্টি খাইয়েছিলাম । জলদি পাঠাইয়া দেন ।

২৭ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৭

ফাতিমা জাহরা বলেছেন: ঠিক আছে। পাঠায় দিলাম...। কই পাঠাইছি, ক্যামনে সেইগুলান পাইতে হইবে সেইডা খুঁইজা নেন। :D :D

৯| ২৮ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫০

আ.হ.ম. সবুজ বলেছেন: এত কঠিন পথে না পাঠিয়ে , সরাসরি পাঠিয়ে দেন । যা দিয়েছেন তা পেতে যদি এত কষ্ট হয় তবে পাওয়ার মজাটাই যে নষ্ট হয়ে যাবে ।

২৯ শে আগস্ট, ২০১২ রাত ৮:৫৫

ফাতিমা জাহরা বলেছেন: ঠিক আছে...। এবার যেই মিষ্টিটা পছন্দ সেটা নেন। :)
View this link

একা খাইয়েন না। আমাদের সঙ্গেও একটু শেয়ার কইরেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.