![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্বকথাঃ আপনাদের অনেকেরই হয়তো মনে আছে সেই ২০২২ এর সেপ্টেম্বর মাসে একটা পোষ্ট করেছিলাম মরোক্কোর তান্জিয়ারে যাওয়া নিয়ে.........বদ লোকের জন্য দোয়া করলে বদ-দোয়া হয়ে যায়!!! শিরোনামে। সেই ভ্রমনের আসল সচিত্র পোষ্টগুলো আর করা হয়ে উঠে নাই। কেন করি নাই, সেটা ব্যাখ্যা দিয়ে আপনাদের ত্যক্ত করতে চাই না; পুরানো কথা আবার নতুন করে বলতে হবে। কয়েকটা আধা-খেচরা পোষ্ট ড্রাফট করা ছিল। তার মধ্যে থেকে প্রথমটা ফাইনাল করেছিলাম গত জুলাইয়ের শুরুতে পোষ্ট করার জন্য। পরের ঘটনা তো আপনাদের সবারই জানা। দেশের সাথে সাথে আমার মন-মানসিকতারও পরিবর্তন হয়ে গেল। তো কিছুদিন আগে ভাবলাম, এটা যেহেতু একেবারে রেডিই হয়ে আছে, বরং পোষ্টটা করেই ফেলি। তান্জিয়ারে যাওয়ার একটা বিশেষ উদ্দেশ্য ছিল সেটা আগেই বলেছি (লিঙ্ক দেয়া পোষ্ট দ্রষ্টব্য), সেই উদ্দেশ্যের সাথে বিধেয় এর একটা সামন্জস্যতা থাকা দরকার। কি বলেন?
আমার আব্বার বেড়ানোর শখ ছিল। ওনার ট্যুরের চাকুরী আর দেশে-বিদেশে বেড়ানোর শখ........দু'টা মিলে যাওয়ার কারনে উনি প্রচুর বেড়াতেন। আমিও সুযোগ পেলেই ওনার পিছু ধরতাম। ফলে, ঘুরে বেড়ানো আমার রক্তের মধ্যেই ছিল/আছে। ক্লাশ ফোর বা ফাইভে পড়ার সময় আব্বা একটা বই উপহার দিয়েছিলেন, বিশ্ব পর্যটক ইবনে বতুতার জীবন কাহিনী। সেটা পড়ার পরে আমার বেড়ানোর পালে প্রচুর হাওয়া লাগে। তখন থেকেই এই বিষয়ে আমি উনাকে আমার আইডল বা ওস্তাদ মানি। সেই বয়সেই ভেবেছিলাম, সময় সুযোগ যখনই আসবে দুনিয়াটাকে যতোটা সম্ভব ঘুরে দেখবো। আধুনিক যানবাহন ছাড়া সেই সময়ে কিভাবে উনি পৃথিবীর বিশাল একটা অঞ্চল ভ্রমন করেছিলেন, ভাবলেই এক্সাইটেড হয়ে যেতাম তখন, এখনও সমানভাবেই হই। উনার ডেডিকেশান দেখে আপ্লুত হই। ওস্তাদ সম্পর্কে পরবর্তীতে আরো বিস্তারিত পড়ালেখা করার পর থেকেই ইচ্ছা ছিল ওনার জন্মভূমি দেখার, ওনার শেষ আশ্রয়স্থলে গিয়ে ওনাকে একটাবার সালাম দেয়ার। আমার এই অভিযান ছিল সেই স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার ইচ্ছারই প্রতিফলন।
ইওরোপ থেকে উড়াল দিয়ে পড়ন্ত বিকালে আফ্রিকার তান্জিয়ারের ইবনে বতুতা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে মনটা অন্যরকম আনন্দে ভরে গেল। আশা পূরণের আনন্দ। এয়ারপোর্টে থাকতেই বুঝেছিলাম এখানে ভাষাগত সমস্যা হবে। লোকাল লোকজনের স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবী সবই চলে কিন্তু ইংরেজির অবস্থা কাহিল, আর আমার ইংরেজি বাদে বাকীগুলোর অবস্থা কাহিল........না, কাহিল বলা ঠিক না, একেবারেই বকলম অবস্থা!! যাকগে, এই সমস্যা আমার জন্য নতুন না, বিভিন্নভাবে ম্যানেজ হয়েই যায়। এয়ারপোর্ট শহর থেকে অনেকটাই বাইরে। ট্যাক্সিওয়ালার সাথে পার্থ প্রতিম মজুমদার প্রদত্ত জ্ঞান কাজে লাগিয়ে হোটেলে পৌছলাম।
প্রাচীণ স্থাপত্যের এই হোটেলটা সিলেক্ট করেছিলাম এর এই চমৎকার প্রবেশদ্বার দেখেই।
চেক ইন করে রুমে ব্যাগটা রেখেই চলে গেলাম ঢিল ছোড়া দূরত্বে জিব্রাল্টার প্রণালীর ধারে। রাত ৮টা পর্যন্ত সেখানেই কাটালাম নতুন পরিবেশে, নতুন দেশে তথা নতুন মহাদেশে খানিকটা ধাতস্থ হওয়ার আশায়!!! জিব্রাল্টার প্রণালীর ধারে নোনা জলের গন্ধমেশানো আধা-ব্যস্ত সড়ক আর জিব্রাল্টার প্রণালীর একাংশ। ওইপাড়ে স্পেন!!!
খুব টায়ার্ড ছিলাম, তারপরেও অনভ্যস্ত কানে ফজরের আজান শুনে ঘুম ভাঙ্গলো। ঘুমের ঘোরে ভাবছিলাম, আমি কি বাংলাদেশে? আজানের সূর কোথা থেকে ভেসে আসছে? মনটা কেমন যেন এক ভালোলাগায় ভরে উঠলো। উঠে পড়লাম বিছানা থেকে। সকালে নাস্তা করেই রওয়ানা দিলাম ওস্তাদের সাথে মোলাকাতের উদ্দেশ্যে। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা বা সংক্ষেপে ইবনে বতুতাকে সমাহিত করা হয় তান্জিয়ারের মেদিনা (শহরের পুরানো অংশ) অঞ্চলে। সুপ্রাচীন তান্জিয়ার শহরটার ততোধিক প্রাচীন মেদিনা অংশটা দেখার মতো। অত্যন্ত সরু সরু গলি, প্রাচীন স্থাপত্য আর ইসলামিক সংস্কৃতির ধারক-বাহক হলো এই মেদিনা। ওস্তাদকে যেখানে সমাহিত করা হয়, সেখানে যাওয়াটাও একটা চ্যালেন্জ। আকাবাকা, উচুনীচু সরু সরু গলি, তস্য গলি আর সিড়ি বেয়ে সেখানে পৌছাতে হয়। যাত্রাপথের কিছু নমুনা দেখাই,
মাজারে পৌছলাম অবশেষে,
অজুর স্থান, তবে কল নাই!!!!
মাজার বোঝার জন্য এই দু'টা ফলক লাগিয়েই কাজ সেরেছে কর্তৃপক্ষ।
মাজারের মূল দরজা।
আমার কপাল খারাপ, তাই সেই সময়ে মাজার সংস্কার কাজের জন্য বন্ধ ছিল; ভিতরে যেতে পারি নাই। বাইরে দাড়িয়েই ওস্তাদকে সালাম দিয়ে মোনাজাত সারলাম। অত্যন্ত সাদাসিদা এই মহান পর্যটকের সমাধির ব্যবস্থাপনা। ইন ফ্যাক্ট, তেমন কোন ব্যবস্থাপনাই নাই। তবে বেশ পরিস্কার-পরিচ্ছন্ন। কর্তৃপক্ষের ভাবে মনে হলো পর্যটকদের ব্যাপারে তাদের খুব একটা মাথাব্যথাও নাই। ''আইলে আসো, না আইলে অফ যাও'' টাইপ। দুঃখজনক। যার নামে শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয়েছে, এমন একজন বিশ্বখ্যাত পর্যটকের মাজারে অন্ততঃ একটু হলেও পর্যটকবান্ধব ব্যবস্থাপনা আশা করেছিলাম। এই মাজার যদি ইওরোপের কোন দেশে হতো, তাহলে এটা হতো নগর কর্তৃপক্ষের অন্যতম আয়ের উৎস। বেকুব কি আর গাছে ধরে? কাজকারবারে বোঝা যায়।
এখান থেকে চলে গেলাম ইবনে বতুতা মিউজিয়াম দেখতে। এটা কসবাহ মিউজিয়াম নামেই স্থানীয়ভাবে পরিচিত। ছোটখাটো, সুন্দর, ছিমছাম মিউজিয়াম। কোন ভিড়-ভাট্টা নাই। এটা অবশ্য এক্সপেক্টেডই ছিল। অথচ এই মহান পর্যটককে ব্র্যান্ডিং করে তান্জিয়ার শহরটা হতে পারতো পর্যটকদের অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দু। এদের অবস্থা অনেকটা আমাদেরই মতো, অনেকটা বললাম কারন আমাদের চেয়ে কিঞ্চিৎ ভালো!!!
মিউজিয়ামের প্রধান ফটক।
যাইহোক, ১০ দিরহাম দিয়ে ভিতরে ঢুকে গেলাম। এক পাউন্ডে ১২ দিরহাম রেইট পেয়েছিলাম, সেই হিসাবে খুবই সস্তা। ভিতরটা বেশ সুন্দর গ্যালারী করা। অডিও-ভিডিও ডিসপ্লেরও ব্যবস্থা আছে। সম্পূর্ণটা দেখে শেষ করতে খুব বেশী সময় লাগে না, তবে আগ্রহীদের জন্য বেশ আকর্ষনীয়। চলেন, ভিতরের কিছু ছবি দেখাই।
শুরুতেই ওনার ভ্রমনের একটা সংক্ষিপ্ত রুট।
ওস্তাদের ব্যবহৃত কিছু সরন্জামাদি।
সেইসময়ের সমুদ্রগামী জাহাজ।
ঘোড়া বা উটের উপরে স্থাপিত বসার আসন।
ভারতীয় অন্চলে ব্যবহৃত এই পাল্কি উনার বর্ণনা অনুযায়ী তৈরী করা হয়েছে।
মিউজিয়ামে আরো অনেক কিছু আছে........যেমন সেই সময়কার বিভিন্ন মুদ্রা, বিভিন্ন রাজ-দরবার থেকে উনাকে দেয়া বিভিন্ন সন্মাননাসহ প্রচুর দলিল-পত্র, পেইন্টিংস ইত্যাদি ইত্যাদি। এমনিতেই অনেক ছবি দিয়েছি, আর ওসবের ছবি দিয়ে পোষ্ট লম্বা করার কোন মানে নাই। তাই ক্ষ্যান্ত দিলাম। স্বচক্ষে ওস্তাদের কর্মকান্ডের যাবতীয় বিষয়াদি দেখে মনের মধ্যে মাজারে ঢুকতে না পারার যেই অতৃপ্তি ছিল, সেখানে খানিকটা মলম লাগাতে পারায় মোটামুটি খুশীমনেই দিনটা শেষ করলাম।
দেখি পরের পর্ব কবে নাগাদ দিতে পারি। দোয়ার দরখাস্ত রইলো!!!!
শিরোনামে ওস্তাদের ভাস্কর্যের যেই ছবিটা দেখছেন সেটা মূল গেইট দিয়ে ভিতরে ঢুকে ডানে টিকেট কাউন্টার পার হয়ে ডানেই মিউজিয়ামের প্রবেশদ্বারের ঠিক উল্টাদিকে, অর্থাৎ বামদিকে স্থাপন করা হয়েছে। আর হ্যা, বলতে ভুলে গিয়েছিলাম, ছবি সবগুলো আমার কমদামী মোবাইল আর ক্যামেরায় তোলা।
২২ শে মে, ২০২৫ রাত ১১:১৬
ভুয়া মফিজ বলেছেন: চারবারের অভিজ্ঞতা লিখে ফেলেন!!!
২| ২২ শে মে, ২০২৫ রাত ৮:১০
মেহবুবা বলেছেন: ছবিগুলো বেশ পরিষ্কার !
আলেকজান্ডার এর নাকি কি অসুখ করেছিল এদিকে এসে ( শোনা কথা), এ বিষয় জেনে ভেবেছিলাম ইবনে বতুতার এত জায়গায় ঘোরাঘুরি, যদি কোন অসুখ করতো! কত কি অজানা থাকতো! আসলে সবই আল্লাহর ইচ্ছা।
২২ শে মে, ২০২৫ রাত ১১:১৬
ভুয়া মফিজ বলেছেন: কোন না কোন অসুখ তো নিশ্চয়ই হয়েছিল। মানব শরীরে অসুখ-বিসুখ হওয়া যেমন আল্লাহর ইচ্ছা, তেমনি নিরাময়ও আল্লাহর ইচ্ছা। আসলে ''সবই আল্লাহর ইচ্ছা''.........ঠিকই বলেছেন।
৩| ২২ শে মে, ২০২৫ রাত ১০:৪১
মিরোরডডল বলেছেন:
সামুর অবস্থা যে কত করুণ হয়েছে, এটা ভুমের পোষ্ট দেখে বুঝলাম।
দশ ঘণ্টার বেশি হয়েছে, পোষ্টে দুইটা কমেন্ট আর দুইটা লাইক।
সেই দুই লাইকে আবার আলোচিত পাতায় বলছে সর্বাধিক লাইক প্রাপ্ত।
বুঝতে পারছিনা কোন ইমোজি দিবো কান্না, নাকি অবাক
২২ শে মে, ২০২৫ রাত ১১:১৭
ভুয়া মফিজ বলেছেন: সেই দুই লাইকে আবার আলোচিত পাতায় বলছে সর্বাধিক লাইক প্রাপ্ত। এটা এখন সামুতে নিত্যদিনের ঘটনা। সবই আল্লাহর ইচ্ছা!!!!!
৪| ২২ শে মে, ২০২৫ রাত ১১:১৬
মিরোরডডল বলেছেন:
পরের ঘটনা তো আপনাদের সবারই জানা। দেশের সাথে সাথে আমার মন-মানসিকতারও পরিবর্তন হয়ে গেল।
রাইট! মনে আছে, ঘোষণা দিয়ে ব্লগ ছেড়ে গেলো।
বাংলাদেশের রাজনীতিবিদদের মতো, কথা দিয়ে কথা রাখে না।
ব্লগ ছেড়ে যাবে বলেও যায়নি
Good on you.
চার নাম্বার ছবিটা ভালো লেগেছে, ওই যে দূরে মাউন্টেইন ভিউ।
সানরাইজ অর সানসেট, অপূর্ব!
২২ শে মে, ২০২৫ রাত ১১:২৩
ভুয়া মফিজ বলেছেন: রাইট! মনে আছে, ঘোষণা দিয়ে ব্লগ ছেড়ে গেলো। বাংলাদেশের রাজনীতিবিদদের মতো, কথা দিয়ে কথা রাখে না। ব্লগ ছেড়ে যাবে বলেও যায়নি ভুল অবজার্ভেশান!!! আমার বলা সব কিছুই ব্লগে আছে এখনও। মিডের আজকাল মাথা আউলায়ে গেছে!!! দুঃখজনক!!!!
চার নাম্বার ছবিটা ভালো লেগেছে, ওই যে দূরে মাউন্টেইন ভিউ। সানরাইজ অর সানসেট, অপূর্ব! তান্জিয়ারের ল্যান্ডস্কেপ খুব সুন্দর!!!
৫| ২২ শে মে, ২০২৫ রাত ১১:২৫
মিরোরডডল বলেছেন:
মাজার আমাকে কখনও টানে না।
তাই পোষ্টের মূল বিষয়ের সাথে কানেক্ট করতে পারিনি।
কথা হবে আবার কখনও অন্য লেখায় অন্য সময়।
সেই পর্যন্ত ভালো থাকবে।
২২ শে মে, ২০২৫ রাত ১১:৩০
ভুয়া মফিজ বলেছেন: মাজার আমাকে কখনও টানে না। সেটা জানি, কি টানে সেটাও জানি।
যেটা টানে সেটা নিয়েই ভবিষ্যতে হয়তো কথা হবে কোনদিন। মিডও ভালো থাকবে।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০২৫ বিকাল ৪:২৯
এইচ এন নার্গিস বলেছেন: মরক্কো গেছি চার বার। ছবি গুলো দেখে সব মনে পড়ছে ।