নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

বনি আমিন সত্যি বলেছেন!!!

২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:০৯


বাংলাদেশি ইউটিউবার অস্ট্রেলিয়া প্রবাসী বনি আমিন‌ তার এক ফেসবুক স্ট্যাটাস লিখেছিলেন- কোন‌ এক সরকারি সফরে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ অষ্ট্রেলিয়া যান। তিনি‌ সম্ভবত তখন‌ স্পিকার ছিলেন; বনি আমিন এর দায়িত্ব পড়ে অষ্ট্রেলিয়াতে তাকে আপ্যায়ন করার। যথাসময়ে আবদুল হামিদ কাজ শেষ‌ করে বিকালে বনি আমিনের সাথে দেখা করেন। রাতের ডিনার করে তারা একটি ড্রিংকস বারে বসেন। বারের মধ্যে কিছুটা বিরক্ত বোধ করে হামিদ সাহেব হাসি মুখে বনি আমিনের কাছে আরো একটু বেশি কিছু চাওয়ার কথা বলে‌ন। পরবর্তী সেখান থেকে বনি আমিন তাকে অন্য একটি বারে নিয়ে যায় যেখানে মেয়েরা নগ্ন হয়ে এলকোহল সার্ভ করে। অনেক পাবলিক আছে যারা এইসব বিশ্বাস করতে চায় না, হজম করতে সমস্যা হয়!!!

বাংলাদেশের অধিকাংশ নেতা-সচিবদের স্বভাব চরিত্র এমন। বাস্তব অভিজ্ঞতা থেকে বলি; কোরিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পার্ক মিলন। আমার শ্রদ্ধেয় বড় ভাই, এইতো শেষ দেশে আশার আগে ভাইয়ের বাসায়  সকাল‌-সকাল  ইলিশ মাছ ভেজে ভাত খাওয়াছে।
ভাইয়ের কাছে শোনা; বাংলাদেশ অর্থনীতি বড় হওয়ার সাথে সাথে কোরিয়ার সাথে ব্যবসা-বাণিজ্য সরকারী চ্যানেল যাওয়া আসা বাড়তে শুরু করে। তো মিলন ভাইরা ৯০ সাল থেকে কোরিয়াবাসী তাই কোরিয়া ভাষা‌ জটিলতা বিভিন্ন কাজে ব্যবসায়ী, সরকারি আমলা নেতাকর্মীরা তাঁদের সাথে যোগাযোগ করে। সরকারী ট্রেনিং সচিব এমনকি হাই প্রোফাইল অনেক নেতারা ও নাকি দুষ্টু দুষ্টু আবদার করে বসে।

প্রথমে আমার ধারনা ছিল বাংলাদেশের বড় দলগুলো মনে হয় দেশ থেকে ফান্ড পাঠায় বিভিন্ন দেশের অংগ-সংগঠন গুলাতে। না হলে খায়া-দায়া কার এমন আজাইরা টাইম বিদেশের মাটিতে বসে রাজনৈতিক সভা-অনুষ্ঠান করে। পরে ভাই থেকে শুনলাম এমন কিছুই না! সব প্রোগ্রাম, নেতাদের এয়ারপোর্টে থেকে গাড়িতে করে রিসিভ করা সভা-সমাবেশ সব করতে হয় নিজ খরচে। এখানে সব গিভ এন্ড টেক রিলেশন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:২৪

সৈয়দ কুতুব বলেছেন: লিগের আমলে বড়ো বড়ো পদের সরকারি কর্মকর্তারা ওমেনাইজার ছিলো । এরা সমাজের হাই কেলাস ওমেন , সরকারি চাকুরি করা ওমেন দের সাথে বিবাহের বাইরের রিলেশনে ছিলেন হরদম। কেউ কেউ নাকি হেরেম খানা খুলেছেন যেখানে ডাকতার , ইনজিনিয়ার , পুলিশের এসপি , এডমিন কেডার ওমেন আছেন।

ইনটেরিম এদের ধরতে পারছে না। এখনো লুকিয়ে আছে এরা সরকারে।

২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:৪২

কলিমুদ্দি দফাদার বলেছেন: বসুন্ধরার মালিকের পোলার হেরেম-টেরেম কথা শুনেছি। তারা অনেক পয়সার মালিক। সারা বছর ই নাকি দুবাইয়ের বুর্জ আল আরবে তার নামে রুম বুকিং করা থাকে। মন্ত্রী-আমলাদের হেরেম!! এ তো সাংঘাতিক বিষয়? কিছু চারাল লোকজন সরকারী কাজে বিদেশে আসে শুধু দুই নাম্বারি পয়সা কামাইচে; রুচি আর হয় নাই। এমন সব কর্মকাণ্ডের কথা শুনছি ব্লগে তো বলা ও যায় না।

২| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:২৭

ইপিআর সৈনিক বলেছেন:



সবচেয়ে নতুন তথ্য দিলেন আপনি; এগুলো আগে কেহ শুবেনি।

২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:৩২

কলিমুদ্দি দফাদার বলেছেন: আমু, তোফায়েল,‌ হামিদ আপনারা সমবয়সী একই‌ আদর্শের মানুষ।
আপনাদের স্বভাব চরিত্র ও একই রকম হওয়ার কথা!

৩| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:৫১

সৈয়দ কুতুব বলেছেন: এডমিন কেডার একজন ফিমেইল এসব কিছু রিভিল করেছে। একদিন শেয়ার করবো নি । একটু সংকোচ লাগে কারণে এখানে রিলিজিয়াস জড়িত । সামুতে ঝগড়া লেগে যেতে পারে সনাতন আর মুসলমানদের মাঝে । :(

২৮ শে জুলাই, ২০২৫ রাত ১:৫৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: এক ডিসির শালীর সাথে কেলেঙ্কারি খবর ফেসবুক দেখছিলাম। প্রয়াত সাংবাদিক পীর হাবিবের ভিডিও ফিডিও মনে হয় বের হইছিল। ইসসসস!!! চেহারারা যা ছিড়ি!!!! আরে বেটা পয়সা হইছে রাশিয়া যা!! এইগুলো যেমন রুচি ও তেমন!!!!

২৮ শে জুলাই, ২০২৫ রাত ২:০৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি কাহিনী শেয়ার করুক!! দাংগা লাগলে লাগবে। দেশে এত সমস্যার মধ্যে এগুলো কোন বিষয় না।

৪| ২৮ শে জুলাই, ২০২৫ ভোর ৬:৪৭

কাঁউটাল বলেছেন: ইপিআর ছাগল অবাক হওয়ার ভান করছে/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.