![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।
মানুষ হবার দায়ে
মানষ ভাঙ্গে শতবার,
কালান্ত রজনী প্রতিক্ষার পর
স্বপ্নবীজ ও বিষবৃক্ষে স্ব-পথ সমান্তরাল ।
নি:স্ব-মলিন মৌলিক মুখোশ ঘোরাফেরা করে
সম্মুখে ও পশ্চাতে,
মানুষও কাঁচপোকার মত;
ঘুর্ণিবাতাসে নিজ নিবাস খোঁজে ।।
২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:২৭
কানিজ ফাতেমা বলেছেন: আন্তরিক ধন্যবাদ, ভাল থাকবেন
২| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: শুভ ব্লগিং...........
২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:২৬
কানিজ ফাতেমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শাহরিয়ার কবীর
৩| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৯
সিগনেচার নসিব বলেছেন: সুন্দর সাজিয়েছেন কথামালা।
৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৮
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
৪| ০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১২
কালনী নদী বলেছেন: খুব সুন্দর অনু-কাব্য বোন।
৫| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা! কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।
শুরু ও শেষের চরণ দুটো (মোট চারটে) উদ্ধৃতিযোগ্য।
২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৬
কানিজ ফাতেমা বলেছেন: //শুরু ও শেষের চরণ দুটো (মোট চারটে) উদ্ধৃতিযোগ্য// স্যার আপনার এ মন্তব্যটি আমার কাছে অনেক অনেক বড় পাওয়া, এটি আমাকে খুব উৎসাহিত করবে বহুদিন ।
দোয়া রাখবেন স্যার ।
আপনার সুসাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করছি ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:২২
আর. এন. রাজু বলেছেন: ভালো বলেছেন।