নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..........অগ্রথিত অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা

সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা › বিস্তারিত পোস্টঃ

আবছা আভাস

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২১



তখন, অবিরাম বৃষ্টির জলে
নিজেকে প্রকাশ করছিল- ঝুঁকে পড়া মেঘ,
জলের জৌলুসে নিজেকে অতিক্রম করছিল;
স্তব্ধ জলাশয়-ঘাতক সমুদ্রতট-বনবীথি-রূদ্রভূমি ।

সৃজনের ভূপৃষ্ঠ জুড়ে ছিল আবেগসঞ্চারী নিরবতা
বৈশাখী টানে ভেঙ্গে টুকরো পরিশীলিত বোধ,
প্রবল প্রবাহে তটস্থ; অনুভেবর ইন্দ্রপূরী ।

তখন নিমন্ত্রণী ঝলকে, দ্বিধার পাহাড় অতিক্রম করে
শিশিরে শিশিরে ঢেকে দেয় ঘাসের তৃষ্ণার্ত বুক,
অনিন্দ আনন্দের জোয়ারে নি:শব্দ সময়
অনুচ্চ ধ্বনি তোলে, মাধুরী পূর্ণিমার;
উতল ধারায় চন্দ্রস্নানের ।

কারণ তখন
বাতাসে বাতাসে আবছা আভাস ।।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৫

প্রথমকথা বলেছেন: খুব ভাল লেগেছে কবিতা।



সৃজনের ভূপৃষ্ঠ জুড়ে ছিল আবেগসঞ্চারী নিরবতা
বৈশাখী টানে ভেঙ্গে টুকরো পরিশীলিত বোধ,
প্রবল প্রবাহে তটস্থ; অনুভেবর ইন্দ্রপূরী ।


জটিল !

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৬

কানিজ ফাতেমা বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ, সুন্দর থাকুন ।

২| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৬

সিগনেচার নসিব বলেছেন:

চমৎকার লিখেছেন
আবছা আভাস

৩| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৭

কানিজ ফাতেমা বলেছেন: পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: দুইবার পড়েছি,
অনেক ভাল লাগলো।
ধন্যবাদ, ভাল থাকুন।

৫| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৩

কানিজ ফাতেমা বলেছেন: অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ ।

৬| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৩

আবুল হায়াত রকি বলেছেন: নির্মল হাতের কবিতা পড়ে স্বচ্ছন্দ বোধ করেছি বোন। শুভ কামনা জানবেন। অফুরন্ত।

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৮

কানিজ ফাতেমা বলেছেন: দারুন মন্তব্য, শুভেচ্ছা রইল ।

৭| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৯

খায়রুল আহসান বলেছেন: শিরোনাম, ছবি এবং কবিতা- সবই খুব সুন্দর হয়েছে।
শিশিরে শিশিরে ঢেকে দেয় ঘাসের তৃষ্ণার্ত বুক,
অনিন্দ আনন্দের জোয়ারে নি:শব্দ সময়
অনুচ্চ ধ্বনি তোলে, মাধুরী পূর্ণিমার;
উতল ধারায় চন্দ্রস্নানের
- চমৎকার!

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭

কানিজ ফাতেমা বলেছেন: এমনতর মন্তব্যে মন ভাল হয়ে গেল স্যার ।

আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.