নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..........অগ্রথিত অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা

সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা › বিস্তারিত পোস্টঃ

একটি গল্প সাধারন

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৯

আজও জানি জলের সঞ্চয় মানেই,
ব্রহ্মপুত্রের নিশ্চুপ অববাহিকা ।
হৃদপিন্ডে বৃষ্টি মানেই,
কারো পূর্ণ মালিকানা ।

আজও জানি বেদনাবাহিত স্মৃতির শরীর মানেই,
স্বাধীনচেতা অশ্রু ।
আগুনের মাঝে আত্মনিয়ন্ত্রণ মানেই,
-------পূর্ণচ্ছেদ ।।

অন্ধকার ডিহি গলিতে সামান্যই সমস্ত,
আহলাদি শব্দের করাতে
পলকেই কেটে যায়; অনিচ্ছার বিহবলতা ।

অলীক আলোয় ক্রমে ষ্পষ্ট
একটি গল্প সাধারন।।


মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৭

আবুল হায়াত রকি বলেছেন: যদিও আপরি শিরোনামের নাম দিয়েছেন সাধারণ, ক্নিতু আমার স্বীকার করতেই হচ্ছে- অসাধারণ। :)

শুভ কামনা জানবেন। অনিমেষ।

২| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৭

আবুল হায়াত রকি বলেছেন: আপনি*

৩| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৭

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্য পড়ে ভাল লাগলো, অনেক অনেক শুভ কামনা ।

৪| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৪

কানিজ ফাতেমা বলেছেন: ধন্যবাদ অনিমেষ, ভাল থাকুন ।

৫| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১০

আবুল হায়াত রকি বলেছেন: আপনি মন্তব্যের ভিতরে প্রতিউত্তর করবেন তাহলে সবাই সহজে নোটিফিকেশন পাবে। হায় হায় আমার মন্তব্যে কয়েকবার বানান ভুল গেছে। সাধারন*

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪

কানিজ ফাতেমা বলেছেন: আবারও অনেক অনেক ধন্যবাদ ।

৬| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: অলীক আলোয় ক্রমে ষ্পষ্ট
একটি গল্প সাধারন।।

সুন্দর হয়েছে
++++++++++++++

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪

কানিজ ফাতেমা বলেছেন: একগুচ্ছ প্লাসের জন্য অনেক অনেক ভাললাগা রইল ।

৭| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৭

ইন্দ্রনাথ বলেছেন: সামান্য কয়টা লাইন কিন্তু পবিত্রতায় ভরপুর।

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২২

কানিজ ফাতেমা বলেছেন: এমন চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি । ভাল থাকুন সতত ।

৮| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৭

প্রথমকথা বলেছেন:
অন্ধকার ডিহি গলিতে সামান্যই সমস্ত,
আহলাদি শব্দের করাতে
পলকেই কেটে যায়; অনিচ্ছার বিহবলতা ।



দারুণ কাব্যিক। খুবভাল লাগল।

৯| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৮

কানিজ ফাতেমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল ।

১০| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো ।

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৫

কানিজ ফাতেমা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য । ভাল থাকুন ।

১১| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বেশ কয়েকবার পড়লাম।
আপনি দারুণ লেখেন।

২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৩

কানিজ ফাতেমা বলেছেন: আপ্লুত হলাম । অনেক অনেক ভাল থাকবেন ।

১২| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩২

অবুজ বালক আমি বলেছেন: হৃদপিন্ডে বৃষ্টি মানেই,
কারো পূর্ণ মালিকানা ।
দারুন................................

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৩

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ, শুভ কামনা ।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

স্বপ্ন ফেরারী বলেছেন: আজও জানি বেদনাবাহিত স্মৃতির শরীর মানেই,
স্বাধীনচেতা অশ্রু ।
আগুনের মাঝে আত্মনিয়ন্ত্রণ মানেই,
-------পূর্ণচ্ছেদ ।


বাহ্! পাঠক আমি মুগ্ধ! শুভকামনা রইল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

কানিজ ফাতেমা বলেছেন: এ মুগ্ধতায় উৎসাহিত হলাম । ভাল থাকুন সতত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.