নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..........অগ্রথিত অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা

সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা › বিস্তারিত পোস্টঃ

বৃত্ত বলয়

৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫


বারান্দার দক্ষিণে টব দুটোয় বল ক্যাকটাস
বিষ কাঁটায় বিষ কাঁটায় বেড়ে উঠছে,
পশ্চিম আকাশের হলুদ রোদ রোজ বিকেলে পালা করে
রকি চেয়ারটায় গ্রিলের নকশার আলপনা আঁকে,
খোপ ছাড়া কালো কবুতরটা থেকে থেকে এখানে সেখানে ঝিমায়;
এই তার সংসার

বার্ধক্যের বেদনায় জলপ্রপাত মুখটির
সময় কাটে চক্র বঞ্চনায়,
আনিশীপ্রভাত অপেক্ষায় থাকে বংশজ জনকল্লোলের;
স্বর্ণময়ী স্মৃতি বিস্মৃতির শিরোনাম একদা এবং একদা
অতীত ও ভবিষ্যতের টেরাকোটায়
বর্তমান আদিগন্ত মহাশূণ্যের মত নির্লিপ্ত ।

বৃদ্ধার বিষন্ন নির্জনতা ভঙ্গ করে
হঠাৎ ঢুকে পড়া একটা দু’টা ফুর্তিবাজ চড়ুই,
আগমনী আষাঢ়ের পলাতক মেঘের গর্জন
আলুলায়িত তরঙ্গে দিকভ্রান্ত ছিটেফোঁটা বৃষ্টির ছাঁট ।

তবুও কোথায় যেন!
সুহৃদ সেজুতির শিখা জ্বলে অস্তগামী বদনে,
গভীর জলে শতদল নিসর্গ নিলয় রচে;
জীবন ও মৃত্যুর অদ্ভুদ রসিকতায় ।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০০

শাহরিয়ার কবীর বলেছেন: জীবন ও মৃত্যুর অদ্ভুদ রসিকতায় ।

জীবন প্রবাহ এমনি ...........

সুন্দর হয়েছে,
আপু, ভালো থাকুন।

২| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১৫

ভ্রমরের ডানা বলেছেন: কবিতার ভাবনা অসাধারণ!

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: বড়ই কষ্ট লাগতাছে- .....................

বার্ধক্যের বেদনায় জলপ্রপাত মুখটির
সময় কাটে চক্র বঞ্চনায়,
আনিশীপ্রভাত অপেক্ষায় থাকে বংশজ জনকল্লোলের;
স্বর্ণময়ী স্মৃতি বিস্মৃতির শিরোনাম একদা এবং একদা
অতীত ও ভবিষ্যতের টেরাকোটায়
বর্তমান আদিগন্ত মহাশূণ্যের মত নির্লিপ্ত

আমি ভাবছি, এই কবিতাটা না একদিন, আপনাকেই কষ্ট দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.