নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..........অগ্রথিত অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা

সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা › বিস্তারিত পোস্টঃ

তবুও জাগে

২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৪

বর্ষার বিরহে কাতর বৈরী ভূমির মত, সীমাবন্দী মেঘবর্ণা
রাত থেকে দিন, দিন থেকে রাতে পৌঁছায়,
বাষ্পায়িত চোখ পাতে নির্জন পথে
আলোর বিভ্রাটে খোঁজে; কাঙ্খিত চিত্রপট ।

সময়ের ব্যবধানে দুরত্ব বাড়ে,
বাড়ে দীর্ঘশ্বাস!
আরণ্যক মায় কিংবা বৃষ্টির ব্যস্ততায়
বনানী পেখম মেললে, বেড়ে যায়;
পাবার তুমুল নেশা।

তথাপি মেঘবর্ণার
মন-মস্তিস্ক অবিরাম জেগে থাকে,
তারপর কিছুকাল,
আরো কিছুকাল;
বহু........বহু.........কাল!


মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: সময়ের ব্যবধানে দুরত্ব বাড়ে,
বাড়ে দীর্ঘশ্বাস!

যদি একটু ব্যখ্যা দিতে ;)

২| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে +++

২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৩

কানিজ ফাতেমা বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই । কবিতার আর ব্যখ্যা কি ? সে তো কবিতাই । ভাল থাকেবেন ।

৩| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২০

শাহরিয়ার কবীর বলেছেন: আপু মনে কিছু নিয়েন না । এমনিতেই জিজ্ঞাসা করা, ভালো থাকুন।

৪| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০০

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।

//তথাপি মেঘবর্ণার
মন-মস্তিস্ক অবিরাম জেগে থাকে,
তারপর কিছুকাল,
আরো কিছুকাল;
বহু........বহু.........কাল!//


ভাল থাকুন। সবসময়।

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৪

কানিজ ফাতেমা বলেছেন: কোটেশন মন্তব্যের জন্য অনেক অনেক আন্তরিক ধন্যবাদ । সুন্দর থাকুন ।

৫| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৩

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্য মানেই উৎসাহ । ধন্যবাদ, অনেক অনেক ভাল থাকুন ।

৬| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: নিখুঁত জীবনদর্শন!

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩

কানিজ ফাতেমা বলেছেন: মন ভাল করা মন্তব্যের জন্য ধন্যবাদ । ভাল থাকবেন ।

৭| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৩

বিজন রয় বলেছেন: এই কবিতার মূল চরিত্র কে?

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৮

কানিজ ফাতেমা বলেছেন: মূল চরিত্র সীমাবন্দী মেঘবর্ণা । মন্তব্যের জন্য ধন্যবাদ । সুন্দর থাকুন ।

৮| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৭

বিজন রয় বলেছেন: আমার চিন্তার সাথে মিলে গেল। একটু দ্বিধায় ছিলাম তাই আগে বলিনি।

ভাললাগা জানিয়ে গেলাম।
শুভকামনা।

৯| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৭

কানিজ ফাতেমা বলেছেন: ধন্যবাদ বিজন রয়। আশা করি ভাল লাগা এবং সমালোচনা দিয়ে সমৃদ্ধ করবেন ।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৫

মেহেদী রবিন বলেছেন: খুব সুন্দর লিখেছেন

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০

কানিজ ফাতেমা বলেছেন: ভাল লাগা এবং মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ । সুন্দর থাকুন ।

১১| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৩

ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর কবিতা!

৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

কানিজ ফাতেমা বলেছেন: আমি একটি সমস্যায় পড়েছি তা হলো আমার পোষ্টে মন্তব্যগুলো নোটিফিকেশন আকারে ঠিকঠাক মত আসে না তাই অনেক মন্তব্যই দেখা হয়ে ওঠে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.