![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।
নানা সংকেতে আঁকা গুহামুখে
বিস্ময় ও মুগ্ধতায় ক্রমশ: ঘনীভূত হয়,
শৈলী উদ্ভাবনের একটি সহজাত তুমুল বাসনা ।
সংকেতেই পাল্টে যায় সংকেতের প্রতিশ্রুতি
সংকেতেই পাল্টে যায় সংকেতের শব্দাবলী,
এবং এইসব হেফজ
করতে করতে,
একই সাথে আনন্দ এবং বিষাদের
চাতুরীপূর্ণ প্রচ্ছদপটে;
সমস্তটাই হয়ে ওঠে বিভ্রম এবং বিভ্রম ।
তুমুল প্রচেষ্টার পরও
অন্তর্গত অনুভবে অনুবাদককে ছেড়ে যেতে
পারেনা;
সারল্যমথিতা ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭
কানিজ ফাতেমা বলেছেন: আপনাদের কাছে দারুন লাগাটা আমার কাছে আরো দারুন । ধন্যবাদ শাহরিয়ার ভাই । ভাল থাকবেন ।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
জে আর সিকদার বলেছেন: বিভ্রম ! চমৎকার
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যের জন্য ভাললাগা জানাই । ভাল থাকুন সতত ।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০
মেহেদী রবিন বলেছেন: তুমুল প্রচেষ্টার পরও
অন্তর্গত অনুভবে অনুবাদককে ছেড়ে যেতে
পারেনা;
সারল্যমথিতা ।
ছেড়ে গেলেই বরং অন্যায় হত। কবিতা ভালো লেগেছে আপু।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬
কানিজ ফাতেমা বলেছেন: ধন্যবাদ মেহেদী রবিন । যখন কেউ কবিতাকে কবিতার মত করে বোঝে তখন ভীষন ভাল লাগে ।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৩
হাসান মাহবুব বলেছেন: সংকেত এবং বিভ্রমের দোলাচলে রক্ষিত অনুভূতির ভুল অনুবাদে পর্যুদস্ত জীবন।
সুন্দর।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩
কানিজ ফাতেমা বলেছেন: একবারে ঠিক বলেছেন হাসান ভাই । মন্তব্যের জন্য ভাললাগা রইল ।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫
আহমেদ জী এস বলেছেন: ফাতিমা জান্নাত ,
হ্যা.....সংকেতেই বুঝে নিতে হয় পাল্টে গেছে প্রতিশ্রুতি । সংকেতেই বুঝে নিতে হয়, সম্পর্কের প্রচ্ছদে পালাবদলের ছবি ।
ভালো লাগলো ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮
কানিজ ফাতেমা বলেছেন: ভাল লাগা এবং মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ, তবে কবিতার জিস্টটা দারুন বলেছেন।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩
স্বপ্ন ফেরারী বলেছেন: সংকেতেই পাল্টে যায় সংকেতের প্রতিশ্রুতি
সংকেতেই পাল্টে যায় সংকেতের শব্দাবলী,
বাহ্! মুগ্ধতা রেখে গেলাম।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬
কানিজ ফাতেমা বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্য উভয়ের জন্য ধন্যবাদ । শুভ কামনা ।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯
নেক্সাস বলেছেন: সংকেত ও বিভ্রমের খেলা সর্বময়। বদলায় সবকিছু। এই বদলে যাওয়া যেন একেকটা সংকেত বা সংকেতের অনুগামী এবং পুরোটাই বিভ্রম। এই বিভ্রমে দোল খাইয় আনন্দ বিষাদের পাঠ। সব কিছু ক্ষনস্থায়ী। স্থায়ী কেবল ঘন্টা বাদক। নষ্টালজিয়া।
২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা । আশা করি পাশে থাকবেন এবং শেখাবেন ।
শুভ কামনা রইল ।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর কবিতা!
++
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮
কানিজ ফাতেমা বলেছেন: কবিতা পাঠ এবং প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ । খুব ভাল থাকুন ।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
নেক্সাস বলেছেন: আমার কমেন্টের উত্তরটা এড়িয়ে গেলেন। ব্যাপারটা খুব শোভন মনে হল না। আপনার ভাল না লাগলে তাও বলতে পারতেন। তা না করে একেবারে ওভারলুপ করে পরের কমেন্টের উত্তর দিলেন। এটা বোধ হয় ব্লগীয় শিষ্টাচারের মধ্যে পড়েনা। ধন্যবাদ। হ্যাপি ব্লগিং।
২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
কানিজ ফাতেমা বলেছেন: অনিচ্ছাকৃত ব্লগীয় শিষ্টাচার লংঘনে দু:খিত, এবং দু:খিত এবং দু:খিত । এটা আসলে ওভারলুপিং নয়, বলা যায় নতুন ব্লগারের এক ধরনের অপরিপক্কতা ।
মন্তব্যে কৃতজ্ঞতা এবং শুভ কামনা ।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: সাংকেতিক বিভ্রান্তি।
ভালো লেগেছে। ++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য একরাশ ভাললাগা রইল । শুভ কামনা ।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন ।