![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।
তানিয়া তাবাসসুম, ম্যাথামেটিকস এ মাষ্টার্স পরীক্ষা দিয়েছে এখনো ফলাফল বের হয়নি । পিএইচডি পাত্রের আত্মীয়দের নানামুখী পর্যবেক্ষনের মুখোমুখি হলে পাত্রের বোন অনেকক্ষন খুটিয়ে খুটিয়ে দেখার পর জানালো এই মেয়ে তো ক্ষ্যত, নীল রংয়ের জামার সাথে কালো আইলাইনার ব্যবহার করেছে । তানিয়া তাবাসসুমের সকল সঞ্চয় মুছে যায় নীল রংয়ের আইলাইনারের কাছে ।
রক্ষনশীল পরিবারের মেয়ে রায়না বিনতে রায়হান, ইসলামিক স্টাডিজে মাষ্টার্স করছে। তার মামাতো ভাইয়ের বিয়ের ভিডিওতে তাকে দেখে পাত্রপক্ষ দারুন পছন্দ করে ফেলে । আয়োজন করে দেখতে এলে পাত্র তার বন্ধুকে অনুচ্চ কণ্ঠে জানায় আরে ভিডিওতে যেমন দেখেছি এর ফিগার তো মোটেও তেমন নয় । কথাটা তানিয়ার শ্রবনেন্দ্রীয় ভেদ করলে এক লহমায় ডুবে যেতে থাকে গহীন গহবরে ।
কাশফিয়া জামান, ফিজিক্সে অনার্স শেষ বর্ষের ছাত্র্রী । কর্পোরেট সার্ভিস হোল্ডার বোনের কলিগের সাথে তার বিয়ের বিষয়টা প্রায় চুড়ান্ত । অফিসিয়াল জরুরী প্রয়োজনে তার বোনকে সেদিন রাত ১১ টা পর্যন্ত অফিসে থাকতে হয় বলে পাত্র পক্ষ জানায় এত রাত অবধি বাইরে থাকে এই ফ্যামিলির মেয়েরা ভাল নয় । কখনো কখনো ভাল এবং মন্দ কত দ্রুত তার জায়গা বদল করে ফেলে ।
লিজা মুমতাহিনা, বিসিএস শিক্ষা ক্যাডারে জয়েন করেছে কয়েকমাস । মাল্টিন্যাশনাল কোম্পানীতে কর্মরত পাত্রের বাবা তাকে আয়াতুল কুরসী পড়তে বললে সে এত থতমত খেয়ে যায় যে, সব গুলিয়ে ফেলে । একান্ত অনুগত পুত্রের পিতার অভিমত শুধু ইংরাজি বই পড়ছে এই মেয়ের তো ধর্ম কর্মতে মন নাই ।
রাশিদা হায়দার, হাইস্কুলের শিক্ষক । বাবা তার ব্যবসায়ে খুব খারাপ করেছে । ছোট ভাইবোনের লেখাপড়া ছাড়া অন্যান্য দায়িত্ব এখন তার । নিম্ন মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনের চিহ্ন পাত্রের পছন্দ নয় । অনেক দিন কথাবার্তা চালানোর পর উকিল বাবুর মনে হলো তার চাহিদা এবং জীবন যাপনের সাথে মেয়েটি খুবই বেমানান ।
এরকম ঘটনা ধারাবহিকভাবে বয়ান করলে অনেক দীর্ঘ হয়ে যাবে । উপরের প্রতিটি ঘটনাই সত্য । আমার মাথার ঘিলুগুলা পাজেল্ড হইয়া গ্যাছে । গিট্টু ছাড়াইতে লেখাটা শেয়ার করলাম ।
০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২০
কানিজ ফাতেমা বলেছেন: আসলে ছেলেরা সব সময় মেয়েদের অপদস্থ করে ব্যাপারটা এমন নয় । একটি ভুক্তভোগী মেয়েও অনেক সময়ে অন্যজনকে বিব্রত করে । এটা মোরালিটির অভাব ।
২| ০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫
মহাশূন্যের শূন্যস্থান বলেছেন: খুবই উপর্যুপরি বলেছেন,যদিও প্রতিটি বিচ্ছিন্ন ঘটনা সত্য।
আমাদের সমাজ সংস্কৃতি এভাবেই আক্রান্ত হয়ে যাচ্ছে দিন দিন।
এমন ২ টা ঘটনা আমিও প্রত্যক্ষ করেছি যেখানে নিতান্ত সাধারণ কোন এক বিষয়ের কাছে মেয়েটা সমগ্র জীবনের অর্জন মুখ থুবড়ে পড়েছে।
আমরা ক্রমেই বিবেকহীন হয়ে যাচ্ছি,সভ্যতার হাত ধরে ক্রমশ অসভ্য হয়ে যাচ্ছি।
সুন্দর পোষ্টের জন্য অশেষ ধন্যবাদ আপু।
০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা । কোন একদিন সকল অসভ্যতার অবসান ঘটবে আশা করি ।
৩| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: মেয়েদের কে আমি কম বুঝি......
তাই কিছু কমুনা।
আর, ঘূনে ধরা সমাজ ব্যবস্থা আছে-থাকবে।
অনেক দিন পরে আপনাকে ব্লগে পেলাম!
কেমন আছেন?
০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । পেশাগত ব্যস্ততার কারনে ব্লগে আসা হয়নি ।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৭
হাসান মাহবুব বলেছেন: সিস্টেমটা এখন এমন হয়ে গেছে, যে এসব মেয়েরাও বছর দশেক পরে ভীষণ 'পুরুষ' হয়ে যায়।
০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
কানিজ ফাতেমা বলেছেন: হা হা তাই নাকি? ভাল বলেছেন। শুভ কামনা রইল।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১
খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন, তবে মুশকিল হলো যে এসব বিচিত্র লজিকের শিকার হয়ে যারা আজ মুষড়ে পড়ছেন, তারাই কাল আবার এসব লজিকেই বিশ্বাস করতে শুরু করবেন। এটাই সমস্যা।
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
কানিজ ফাতেমা বলেছেন: এটা অবশ্য ঠিকই বলেছেন । শুধু এই টপিকেই না অন্যান্য ক্ষেত্রেও দেখা যায় ভুক্তভোগী মানুষটিই আবার একই রকম আচরন করে।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮
রক্তিম দিগন্ত বলেছেন:
মোরালিটির অভাব।
তবে কি এদের জীবন শেষ হয়ে গেল? মনে তো হয় না। জীবন তো টিকেই আছে। এটাকে জাস্ট একটা সাধারণ ঘটনা হিসেবে মেনে নিলেই তো হয়ে যায়। খুব প্রভাব তো তখনই পড়ে, যখন কেউ মনে করে যে তার উপর প্রভাব পড়ছে। মনে না করলেই ঝামেলা শেষ।
১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে ভাললাগা । আসলে কেন্দ্রে যে থাকে তার উপর প্রভাব পড়লেও এটা থেকে বের হবার সাহস বা শক্তি দুটোই তাদের থাকে কিন্তু অভিভাবক পর্যায়ে এর প্রভাব খুবই ভয়াবহ ।
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২২
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: ভালই লিখেছেন আপনী, তবে এই রকম ঘটনা প্রায়ই ঘটে, আমাদের সমাজে এটা ঠিক বটে। আমি বলতে চাই, সাধারনত বেশীর ভাগই ইসলামী শিক্ষার অভাবে মানুষগুলো এই ধরনের কথা বলে থাকে। যদি এই লোক গুলোর ইসলামী জ্ঞান থাকতো তবে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতো। কারণ কোরআন-বর্ণনা করেছে, "তোমরা নারীকে তার প্রাপ্য মর্যদা দান কর" আল্লাহু এদেরকে বুঝার তৈফিক দান করুন। আমিন।
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২২
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্য এবং পাঠ প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা । ভাল থাকুন সতত ।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৫
কানিজ রিনা বলেছেন: আসলে মেয়েরা কুরবানীর গরু, মেয়েদের হাট
বানান উচিৎ ছেলেরা ইচ্ছা অনুযায়ী পছন্দ
করতে পারত। অনেক মেয়ে দেখে একটি
পছন্দ মত হাটে থেকে নিয়ে গেলে হয়।
তাছারা আর কি বলব বলুন।