নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..........অগ্রথিত অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা

সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা › বিস্তারিত পোস্টঃ

প্রলোভন

২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

রূমালীকে-
মেঘেরা ডাকে,
চল সাত আসমান; উত্তর পুরুষের সীমানা অতিক্রমে ছুয়েঁ দিও হিমালয়ের চুড়া
ব্লাক ফরেষ্টের শৃঙ্গ বেয়ে; নেমে যেও কৃষ্ণ সাগরে।
না হয়, আগত সন্ধ্যার রাগ রক্তিম
আকাশে আকাশে বুনে দিও;
আজন্ম স্বপ্নবীজ ।

রূমালীকে-
জলকন্যা ডাকে
চল পাতাল পুরী; নৈশব্দের নৈরথে সাঁতার দিও জলজ গুহায় গুহায় ।
একটু না হয় ছুঁয়ে দিও সদাহাস্য পেলব গুচ্ছ;
দেখে এসো, আগ্নেয়গিরিগুলো কেমন নিশ্চিন্তে
ঘুমিয়ে আছে প্রশান্তের বুকে;
মাধুর্য্যের উপযোগে ভেসে বেড়িও স্বর্গীয় জলময় রূপরেখায়
যখন যেমন ইচ্ছে ।


রূমালী-
মেঘ চায়না; জল ছোঁয়না;
বিষবৃক্ষলতা আর চোরকাটাঁর মূর্ত তল্লাটে
সে ছোঁবে; উদাসী পথিকের মন ।

মন্তব্য ৩৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ এক আবেশিত মেঘমেদুর তরঙ্গে কিছুক্ষণ মন ভিজে রইল। দারুণ।

মাধুর্য

ভালো থাকুন। :)

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে দ্রবীভূত হলাম । অনেক অনেক শুভ কামনা রইল ।

২| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
আপা, এতো কঠিন শব্দের কবিতা বোঝার মত বুদ্ধি আমার নাই।
সত্যি বলছি অনেক শব্দ বুঝতে হলে আমার বাংলা ডিকশনারী দেখতে হবে।

খুব সুন্দর লিখেছেন।

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

কানিজ ফাতেমা বলেছেন: শাহরিয়ার ভাই এও হয় নাকি! পাঠ এবং প্রতিক্রিয়ায় মুগ্ধতা । ভাল থাকুন সতত ।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা !!!
শুভ কামনা :)

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৪

কানিজ ফাতেমা বলেছেন: পাঠ এবং প্রতিক্রিয়ার কৃতজ্ঞতা । আশা করি এভাবেই উৎসাহিত করবেন । শুভেচ্ছা অফুরান ।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
বাঙ্গালী হয়ে আমার কাছে বাংলা ভাষাকে কঠিন মনে হয় !

আপনাদের লেখা পড়তে পড়তে শিখে নিব।
আশা করি পাশে থাকবেন।
ভালো থাকুন।

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৫

কানিজ ফাতেমা বলেছেন: ঠিকই বলেছেন । আমাদের ভাষার এত গভীর রূপ, আমরা তার কতটুকুই বা জানি । শুভেচ্ছা অফুরান ।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩০

বিজন রয় বলেছেন: কবিতায় কল্পনার আবহ সুদূরপ্রসারিত।
ভাষার ব্যবহার হৃদয়কে মিহি সুরের অবছায়ে আচ্ছন্ন করেছে।

অনেক ভাল লেগেছে।

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

কানিজ ফাতেমা বলেছেন: এমন চমৎকার মন্তব্যে মন দ্রবীভুত না হয়ে কি পারে?
অশেষ ধন্যবাদ মন্তব্যে এবং পাঠ প্রতিক্রিয়ায় । অনেক অনেক শুভ কামনা ।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার কবিতা। ভাল লাগার শতভাগ।

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪

কানিজ ফাতেমা বলেছেন: ভাল লাগা জেনে মুগ্ধ হলাম । মন্তব্যে ধন্যবাদ এবং অশেষ শুভ কামনা ।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

বাবুলবাদশাগ বলেছেন: আপা ভাল লাগল।আগামীতে অরো লেখার অনুরোধ রইল। শুভ কামনা

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যের আন্তরিকতায় কৃতজ্ঞতা । শুভ কামনা রইল ।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর। রুমালির প্রতি

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

কানিজ ফাতেমা বলেছেন: বেশ সিপনোসিস দিয়েছেন । পাঠ এবং মন্তব্যে ভাললাগা ।

কল্যানময় হোক সবকিছু ।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৯

পুলহ বলেছেন: কবিতাটা যে প্রেমের, তা শেষ স্তবক পড়ার আগ পর্যন্ত আমি বুঝতে পারি নি। তাছাড়া শব্দের কারুকাজে, প্রলোভনের জাদুময়তায় এতোটাই বুঁদ হয়ে ছিলাম যে- শেষটা একরকম চমকই মনে হলো...
মাঝের স্তবকটা বেশি ভালো লেগেছে।
আপনার কবিতা এই প্রথম পড়লাম; এবং পড়াটা সার্থক।
শুভকামনা জানবেন আপু!

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

কানিজ ফাতেমা বলেছেন: এমন চমৎকার মন্তব্যে কবিতাটি স্বার্থক হয়ে উঠেছে । আশা করি সমালোচনা দিয়েও পাশে থাকবেন ।
অশেষ কল্যান কামনা ।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

স্বৈতী ইসলাম বলেছেন: তৃপ্তির ঢেকুর তুললাম! কিছু সুন্দর শব্দের বহিঃপ্রকাশ। ভালো লাগলো আপু :)

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

কানিজ ফাতেমা বলেছেন: আপনার শক্তিশালী উপলব্ধিতে মুগ্ধ । অশেষ ধন্যবাদ ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

কানিজ ফাতেমা বলেছেন: আপনার শক্তিশালী উপলব্ধিতে মুগ্ধ । অশেষ ধন্যবাদ ।

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

জেন রসি বলেছেন: মেঘের সাথে জলের সাথে
মিশে থাকুক নিজ হৃদয়ের ডাক!

কবিতা ভালো লেগেছে আপু। :)







০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩

কানিজ ফাতেমা বলেছেন: কবিতা পাঠে এবং মন্তব্যে একরাশ ভাললাগা । আপনার কামনাটি যেন কবিতার প্রবাহ ।
ভাল থাকুন সতত ।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

ঋতো আহমেদ বলেছেন: সুন্দর মার্জিত ভাষার কবিতা । ভালো লাগল খুব । মাধুর্য্যের বানানটা edit করতে হবে মনে হয়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৭

কানিজ ফাতেমা বলেছেন: ধন্যবাদ, বানানটি ঠিক করে দিয়েছি । কবিতা পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা ।
শুভ কামনা ।

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপু, আমি কবিতা পড়তে আসি নি। আপনাকে 'অনুসরণে' নিতে এসেছি মাত্র।

স্বল্প সময়ে যা বুঝলাম, আপনার ব্লগটি একটা সোনার খনি।

শুভেচ্ছা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২০

কানিজ ফাতেমা বলেছেন: এই রে! এতটা আমি নিতে পারবো?
মন্তব্যে আপ্লুত হলাম ।
অনেক অনেক কল্যান কামনা ।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০২

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭

কানিজ ফাতেমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি, কবিতা পাঠ এবং মন্তব্যে ।
শুভ কামনা রইল ।

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

শাব্দিক হিমু বলেছেন: কল্পনা সিঁড়ি বেয়ে উঠে গেছে মাধুর্য্যতার অনেক দূর। ভাবনারা পেয়েছে অনুভূতির নানা রঙ।
ভালো লাগলো।
প্লাস + + +

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

কানিজ ফাতেমা বলেছেন: পাঠ প্রতিক্রিয়ায় প্লাসের জন্য একরাশ ভাললাগা । ধন্যবাদান্তে শুভ কামনা ।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৬

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

কানিজ ফাতেমা বলেছেন: ভালো লাগা জানানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা ।
অশেষ কল্যান কামনা ।

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯

দ্য ইলিউশনিস্ট বলেছেন: চমৎকার।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

কানিজ ফাতেমা বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা । ভাল থাকুন সতত ।

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:
এ আকাঙ্ক্ষার যেন শেষ নেই! প্লাস

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪

কানিজ ফাতেমা বলেছেন: প্লাস এবং মন্তব্যে কৃতজ্ঞতা । আশা করি পাশে থেকে অবিরত শেখাবেন ।
শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.