![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।
গুগলিং অনুসারে ঢাকা সিটির মোট আয়তন ৩২৫ বর্গকিলোমিটার আর প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে প্রায় ৪৫,০০০ হাজার নাগরিক। সেক্ষেত্রে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ১ কোটি ৪৬ লক্ষ। কিন্তু আমাদের মধ্যে তাহাদের সংখ্যা কত? এ প্রশ্নের উত্তর গুগল জানে না ।
প্রসঙ্গের অবতারনায় আসা যাক । এক অলংঘনীয় নিয়ত সত্য মেনেই প্রতিদিন এই নাগরিকদের মধ্যে এক বিশাল সংখ্যা ঘন্টার পর ঘন্টা ট্রাফিকের মুখপানে চেয়ে থাকে । আর মরার উপর খাড়ার ঘা হয় যদি তাহাদের কেউ উক্ত পথে যাত্রা করেন । সময় তখন মহাকাল; তাৎক্ষনিক বিক্রিয়ায় বিপরীত রাস্তা এত শুনশান হয়ে পড়ে যে সে পথে কোন কাক বা চড়ূইয়েরও দেখা পাওয়া যায় না।
আসুন একটি দৃশ্যায়ন অবলোকন করি । অবধারিত বিশদ সংকটে ঢাকা নগরীর গাড়ী বহর বাড়তে থাকলে; হয়তো ব্যাপারখানা এমন তিনি/তাহারা যখন বাথরুমে গুনগুন করে গান গাইছেন তখন থেকেই রাস্তা বন্ধ । তাহারা দাঁত ব্রাশ করছেন প্রথমে ক্লোজআপ, পরে ম্যাজিক টুথ পাউডার তারপরে ফ্লস, তারপর মাউথ ওয়াশ । জ্যামে বসে থেকে থেকে এম্বুলেন্সে গুরুতর রোগীর অক্সিজেন বার এর অক্সিজেন শেষ হয়ে যায়; বাথরুমের গুনগুন চলতে থাকে । Personal Assistant টাই এর নট ঠিক করে, শাড়ির কুচিঁর ভাজ ঠিক করে---তো—করেই; ততক্ষনে পরীক্ষার্থীর পরীক্ষার সময় অতিক্রান্ত হয় । তার পুরো ক্যারিয়ারের মুখে ছাই দিয়ে চলতে থাকে আয়না দর্শণ বা এরকম কিছু। খাবার টেবিলে খেয়ালী কাটাঁচামচের খেলা চলতে চলতে অফিস যাত্রীর এটেনডেন্সের খাতায় লালকালির রেখা অংকিত হয়, প্রাইভেট চাকরীজীবিদের Salary Cut হয় । কারো ইন্টারভিউ মিস হয়, আবার কারো Buyer ছুটে যায়; কাটাঁচামচের কাজ শেষ হয় না । Mercedes Benz এর কালো কাচেঁর ভেতর থেকে এসবের কিছুই হয়তো দেখা যায় না তাই ১ কোটি ৪৬ লক্ষ কেবলই ঝিমুতে থাকে ।
আহারে তাহারা!
বলুনতো আপনারা, তাহারা কাহারা ????
১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩
কানিজ ফাতেমা বলেছেন: জ্যামের নগরীতে বিষফোঁড়া দ্যা গ্রেট ভি.আই.পি ।
মন্তব্যে ধন্যবাদ ।
শুভ কামনা রইল ।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০১
ধ্রুবক আলো বলেছেন: এই জ্যাম নিয়ে আগে অনেক বার লিখছি আর ভাললাগেনা! খুব কষ্টের সহিত ঢাকায় চলাফেরা করতে হয়!! খুব কষ্ট....!!!!!
ঢাকা থাকা দায় হয়ে গেছে!!!
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: আপা,
জ্যাম আমাদের নিত্যদিনের ঐতিহ্য।তাই এটাকে আর অবহেলা নয় ! আমাদের উচিৎ আরো মনে প্রাণে লালন করা।
১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২২
কানিজ ফাতেমা বলেছেন: সেই সাথে অতি যত্নের সাথে পরিপালন ।
মন্তব্যে কৃতজ্ঞতা ।
অশেষ শুভ কামনা রইল ।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি আর করার এই দেশ আমাদের এই দেশের জ্যাম ও আমাদের ।
১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮
কানিজ ফাতেমা বলেছেন: এই দেশ এবং এই দেশের সকল ভালমন্দ অবশ্যই আমাদের । কিন্তু Mercedes Benz এর ভেতর বসিয়া তাহারা ভাবিতে থাকে জ্যাম কি ? উহা কোথায় পাওয়া যায় ?
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪
বিজন রয় বলেছেন: আমাদের মতোই তাহারা দেখতে।
হা হা হা হা .............
কেমন আছেন?
১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
কানিজ ফাতেমা বলেছেন: মাঝে মাঝে তাহাদের যন্ত্রণায় একটু কাতর হয়ে পড়ি ।
মন্তব্যে কৃতজ্ঞতা ।
শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮
ধ্রুবক আলো বলেছেন: তাহারা আহারে ভি.আই.পি.... এই দেশের সব কিছুই ভি.আই.পি দের....