নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..........অগ্রথিত অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা

সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা › বিস্তারিত পোস্টঃ

উত্তসূরী

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৭

অপেক্ষার রাত শেষে-
দিনের প্রথম আলোয়,
স্নিগ্ধানন্দে স্বপ্নাবিষ্ট মন সুতোর টানে;
খুঁজে ফেরে-আপন আলো ।

নব-উদ্দীপনায় উদ্ভিন্ন অঙ্কুরের
পার্থিব সুখের স্বর্গীয় দিপ্তী, যদিও
প্রাথমিক আঘাতেই
বিভৎস পরোয়ানার শিকার; বেচেঁ থাকেনা কেউ ।
তারপরও
অজস্র অন্ধকার বিন্দুমূলের ইশারায়
প্রতিনিয়ত প্রতিপালিত হয়
স্বত:স্ফূর্ত উত্তসূরী !

আকাঙ্খা, প্রার্থনা ও আক্ষেপের লেখচিত্র
জলের জৌলুসের মত ছুঁয়ে যায়;
সমস্ত ঊষর ও উর্বর ।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


হৃদয়ে ফুটে উঠে যে ফুল, সেই ফুলই একদিন পৃথিবী দেখতে পায়! কবিতা নিজকে ধরে রেখেছে নিজের মাঝে কৌশলে

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৩

কানিজ ফাতেমা বলেছেন: কবিতার সুন্দর ব্যখ্যায় উৎসাহিত হলাম । আশা করি ভূল-ত্রুটি ধরিয়ে, সমালোচনা দিয়েও পাশে থাকবেন ।
ভাল থাকুন সতত ।

২| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৮

বিজন রয় বলেছেন: উত্তসূরী........ এই শব্দটির মানে কি?

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪১

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতঞ্জতা । উত্তসূরী মানে - অনুসৃত ।

৩| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৭

বিজন রয় বলেছেন: ধন্যবাদ আপা, আমার জানা ছিল না।

সার্থক কবিতা এবার বুঝলাম।

শুভকামনা।

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৩

কানিজ ফাতেমা বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ অনুপ্রানিত করার জন্য ।
ভাল থাকুন সতত ।

৪| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন আপু।
ভালো লাগা রইল।

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯

কানিজ ফাতেমা বলেছেন: কবিতায় ভাললাগা জেনে উৎসাহিত হলাম । শুভ কামনা রইল ।

৫| ১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো। 'উত্তসূরী' শব্দটা আজ জানলাম। শুভেচ্ছা আপু।

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫২

কানিজ ফাতেমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য । আসলে উত্তসূরী স্বপ্নগুলোই তো বাচিঁয়ে রাখে আমাদের ।
ভাল থাকুন সতত ।

৬| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি পাঠে ভাল লাগা জানাই যাই কবি।
ভাল থাকবেন সবসময়।

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬

কানিজ ফাতেমা বলেছেন: কবিতা পাঠ এবং প্রতিক্রিয়ায় অশেষ ভাললাগা রইল । আপনিও ভাল থাকুন সবসময় ।

৭| ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩১

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা । শুভ কামনা রইল ।

৮| ১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় +++
কথামালা অনেক কঠিন শব্দে সাজানো, খুব ভালো লাগলো লেখাখানি।
অভিনন্দন

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪১

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে অনেক অনেক অনুপ্রাণিত হলাম, কথামালা পরবর্তীতে সহজ করার চেষ্টা করবো।
শুভ কামনা রইল ।

৯| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: অজস্র অন্ধকার বিন্দুমূলের ইশারায়
প্রতিনিয়ত প্রতিপালিত হয়
স্বত:স্ফূর্ত উত্তসূরী

বেশ ভালো লাগলো !!
শুভ কামনা :)

১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০০

কানিজ ফাতেমা বলেছেন: মনিরা আপা মন্তব্য ঘরে আপনাকে পেয়ে খুব ভাল লাগলো । অশেষ ধন্যবাদ ।
ভাল থাকুন সতত ।

১০| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৩

খায়রুল আহসান বলেছেন: শেষের স্তবকটা চমৎকার হয়েছে।

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৮

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্য ঘরে আপনার উপস্থিতি আমার জন্য অনেক অনুপ্রেরণাদায়ক । অশেষ কৃতজ্ঞতা ।

১১| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৭

আজীব ০০৭ বলেছেন: +++

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৬

কানিজ ফাতেমা বলেছেন: অশেষ ধন্যবাদ ।

১২| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬

অতঃপর হৃদয় বলেছেন: খুব সুন্দর হয়েছে।

১৩| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৩

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্য এবং পাঠ প্রতিক্রিয়ায় অশেষ ধন্যবাদ ।
শুভ কামনা নিরন্তর ।

১৪| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
নব-উদ্দীপনায় উদ্ভিন্ন অঙ্কুরের
পার্থিব সুখের স্বর্গীয় দিপ্তী, যদিও
প্রাথমিক আঘাতেই
বিভৎস পরোয়ানার শিকার; বেচেঁ থাকেনা কেউ ।


কঠিন শব্দের কবিতা পড়ে ভালো লাগলো +++++

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪১

কানিজ ফাতেমা বলেছেন: কঠিন শব্দের কবিতায় সরল ভাললাগায় এবং প্লাসে একরাশ মুগ্ধতা । ধন্যবাদ অনেক অনেক ভাল থাকুন ।

১৫| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১০

আনোয়ার হুসাইন খান বলেছেন: খুব ভালো লাগলো।

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৩

কানিজ ফাতেমা বলেছেন: পাঠ এবং প্রতিক্রিয়ায় অশেষ ধন্যবাদ ।
ভাল থাকুন সতত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.