নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..........অগ্রথিত অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা

সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা › বিস্তারিত পোস্টঃ

আখিঁপাঠ অথবা অশ্রুদীপ

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৫

ভুলে যেতে যেতে-
টুকরো জমিনে পড়ে থাকে পাখিদের পালক সব, বিচ্যুত কাঞ্চনফুল
ত্রুটিময় সত্যরেখা ।

আচানক অলক্ষ্যে নিপাতন, অনাঘ্রাতা
জানে,
একদিন ঠিকঠিক সব ভুলে যাবে; সব ভুলে যেতে হয় বলে !

আরো জানে !
আকাশের নীল ঠিকানায় ছেড়ে দিলে সব
হয়তো,
নির্জন প্রান্তরে যেমন নিজস্ব ধ্বনি -
প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে; তেমনি
ফিরে আসবে ।।

ঘুরেফিরে অবশেষে-
পাবে না তারে আর কোথাও
পাবে না তারে আর ধবল মেঘে,
কার্তিকের অপরাহ্নে, মৌন সন্ধ্যায়, মলিন রাত্রিতে !

অপরিহার্য কার্যকারণে, আলোর নেশায় বুঁদ পতঙ্গের পোড়া দেহ
পড়ে থাকে;
অন্ধকারের আদিম গুহায়, উপরের আলোক শিখা
পায় কি তারে আর ?

না পাওয়ার সকল বেদনা অবশিষ্ট অলংকরণে,
প্রার্থনা হয়ে ওঠে
পরিযায়ী ভ্রমরের গুঞ্জনে,
শুক্লাপক্ষের খন্ডীয় চাঁদ ক্লেদমুক্তির আয়োজনে;
আখিঁপাঠ অথবা অশ্রুদীপ ।

মন্তব্য ২৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৯

এম এ কাশেম বলেছেন: অসাধারন,
মুগ্ধপাঠ।

অনেক অনেক শুভ কামনা।

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪০

কানিজ ফাতেমা বলেছেন: কবিতায় মুগ্ধতা প্রকাশ করে উৎসাহ দেবার জন্য এবং প্রথম মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ।
ভাল থাকুন সতত ।

২| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২২

অবনি মণি বলেছেন: না পাওয়ার সকল বেদনা অবশিষ্ট অলংকরণে,
প্রার্থনা হয়ে ওঠে
পরিযায়ী ভ্রমরের গুঞ্জনে,
শুক্লাপক্ষের খন্ডীয় চাঁদ ক্লেদমুক্তির আয়োজনে;
আখিঁপাঠ অথবা অশ্রুদীপ ।

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৪

কানিজ ফাতেমা বলেছেন: অবনি মণি মন্তব্যে ভাল লাগা জানবেন ।
খুব ভাল থাকুন সমসময় ।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৪

মোস্তফা সোহেল বলেছেন: বাহ চমৎকার কবিতা।কবিতায়+++

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮

কানিজ ফাতেমা বলেছেন: একগুচ্ছ প্লাসযুক্ত মন্তব্যে অশেষ ভাললাগা জানাই ।
শুভ কামনা রইল ।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৭

ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ লেখনি ++

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৫

কানিজ ফাতেমা বলেছেন: কবিতা পাঠ, প্লাস এবং মন্তব্যে অশেষ ধন্যবাদ । সেই সাথে আশা করি ভুল ত্রুটিগুলোও ধরিয়ে দেবেন ।
শুভ কামনা রইল ।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক সুন্দর একটি কবিতা +++++


শুভ কামনা রইলো ।

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৭

কানিজ ফাতেমা বলেছেন: আহা কত প্লাস । এতগুলো প্লাসে মন ভাল হয়ে গেল শাহরিয়ার ভাই ।
ভাল থাকুন সতত ।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে সারে ৮ কোটী মানুষ, তারপরও মানুষ কেন একা?

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে একরাশ কৃতজ্ঞতা জনাই ।
আমার মনে হয় যখন কেউ আবিস্কার করে যে, সে একা - সেদিন থেকে তার ভাল থাকবার দিন শুরু হয় । কারন তখন আর আশাহত হবার মত কিছু ঘটবার অবকাশ থাকে না।
অশেষ শুভ কামনা ।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯

বিজন রয় বলেছেন: বাকরুদ্ধ আমি!!

এই কবিতাটি বার বার পড়তে হবে তাই নিয়ে গেলাম।

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৭

কানিজ ফাতেমা বলেছেন: কবিতাটিকে এতটা মমতা দেয়ায় অশেষ মুগ্ধতা ।
শুভ কামনা রইল ।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৩

বিজন রয় বলেছেন: এত বিমোহিত অনেকদিন হইনি!

সত্যিই অনেক ভাল লিখেছেন।

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০০

কানিজ ফাতেমা বলেছেন: এতটা মনখোলা প্রশংসা - বিশেষ পাওয়া হিসেবে জমার খাতায় তোলা থাকলো ।
অনেক অনেক ভাল থাকুন ।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা পড়লাম। খুব ভালো লাগলো উদাস বিরহিত কথাগুলো।
অসাধারণ লিখেছেন আপু। শেষ অংশটুকু অসাধারণ সাজিয়েছেন।

মুগ্ধতা নিয়ে ফিরছি আপু। শুভকামনা জানবেন সবসময়।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬

কানিজ ফাতেমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য । আসলে পাঠকই হচ্ছে লেখালেখির শক্তিশারী প্রেরণা ।
ভাল থাকুন সতত ।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৯

মানবী বলেছেন: অসাধারন! চমৎকার কবিতা!

"ভুলে যেতে যেতে-
টুকরো জমিনে পড়ে থাকে পাখিদের পালক সব, বিচ্যুত কাঞ্চনফুল
ত্রুটিময় সত্যরেখা ।"


-শুরুটাই চমৎকার এক বিষন্ন সত্য দিয়ে!

মন ছুঁয়ে যাওয়া কবিতার জন্য ধন্যবাদ ফাতিমা জান্নাত।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩

কানিজ ফাতেমা বলেছেন: আপনার মন্তব্যটিও আমার মন ছুঁয়ে গেল।
সত্য, সে কখনো করেনা বঞ্চনা তবে সে আহত করতে করতে নিহতের দ্বারপ্রান্তে ঝুলিয়ে রাখে ।

অশেষ শুভ কামনা রইল ।

১১| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


সবাই একদিন সুখী হবেন।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৯

কানিজ ফাতেমা বলেছেন: সবারই কমবেশী কিছু সুুখ আছে, কিন্তু আমরা সেই সুখগুলোর দিকে কখনো ফোকাস করিনা । এটাই সবথেকে বড় ব্যর্থতা ।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:০২

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কবিতা পাঠে মুগ্ধ

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৩

কানিজ ফাতেমা বলেছেন: স্যার মন্তব্য ঘরে আপনাকে পেয়ে উৎসাহিত হলাম।

অশেষ ধন্যবাদ ।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫০

বিলিয়ার রহমান বলেছেন: একদিন ঠিকঠিক সব ভূলে যাবে; সব ভুলে যেতে হয় বলে


সুন্দর বলেছেন!:)

প্লাস!:)


কিছু টাইপো আছে! ঠিক করে ডবচৃব!:)

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৪

কানিজ ফাতেমা বলেছেন: টাইপো ঠিক করে দিয়েছি । প্লাস এবং মন্তব্যে বিশেষ কৃতজ্ঞতা ।

শুভ কামনা রইল ।

১৬| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৪৮

শাহজালাল হাওলাদার বলেছেন: না পাওয়ার সকল বেদনা অবশিষ্ট অলংকরণে,
প্রার্থনা হয়ে ওঠে
পরিযায়ী ভ্রমরের গুঞ্জনে,
তাই যদি হয় তবে যখন কেউ আবিস্কার করে যে, সে একা - সেদিন থেকে তার ভাল থাকবার দিন শুরু হয় কিভাবে?
আপু ৬ নং কমেন্ট স এ চাঁদগাজী সাহেব বিশ্বে সাড়ে আট কোটি মানুষের কথা বলেছেন
বিশ্বে বর্তমান লোকসংখ্যা কি সাড়ে আট কোটি?

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৫২

কানিজ ফাতেমা বলেছেন: যখন কেউ আবিস্কার করে যে, সে একা - সেদিন থেকে তার ভাল থাকবার দিন শুরু হয় কারন তখন আর কারো উপর কোন এক্সপেক্টটেশন থাকে না, থাকে না কোন অভিযোগ, অনুযোগ । আর ঠিক তখনই মানুষ নিজেকে ভালবাসতে শেখে এবং প্রকৃতই মানুষ মুলত একা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.