![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।
আর সব চলে গেছে
আর সব চুপচাপ,
ফিরোজিয়া আকাশে যাযাবর মেঘ, তাড়িয়ে
নিয়ে যায়;
গুচ্ছ গুচ্ছ হিরন্ময়ী সুখ ।
সবুজের নদীতে একঘেয়ে যান্ত্রিক দাপট,
ফিনফিনে কাশফুলের বুক জুড়ে;
বিরুদ্ধ বাতাস !
তবুও, লীলাবতী চোখে কাজল টানে
তার কাঁচের নাকফুলে
খেলে যায়;
কাঁচাসোনা রোদের ঝিলিক ।
০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:০৮
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে ধন্যবাদ এবং কবিতা ভাললাগায় মুগ্ধতা ।
শুভ কামনা রইল ।
২| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩১
জাহিদ অনিক বলেছেন: বাহ দারুণ লাগলো । জীবনানন্দ পরের যুগ বলে মনে হচ্ছে । আমি প্রকৃতি প্রেম নিয়ে কবিতা লিখেছেন এমন কবি বলতে জীবনানন্দকেই বুঝি ।
আপনার কবিতায় প্রকৃতি ঐভাবে আছে কিনা বলতে পারছি না, আসলে কবিতার তো কোন মূলভাব হয় না, তাই যা বলতে চেয়েছেন তাতে প্রাকৃতিক উপাদানের উপমা বেশ ভাল লেগেছে , আপনার শব্দ চয়ন ভাল লেগেছে সোজা কথায় ।
০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৮
কানিজ ফাতেমা বলেছেন: প্রকৃতি আমার কাছে অনেক বড় শক্তি । তাই চেষ্টা করেছি প্রকৃতির কাছাকাছি থাকতে ।
কবিতাটি পড়েছেন এবং ভাল লাগা জানিয়েছেন- অশেষ ধন্যবাদ ।
ভাল থাকুন নিরন্তর ।
৩| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: তবুও, লীলাবতী চোখে কাজল টানে
তার কাঁচের নাকফুলে
খেলে যায়;
কাঁচাসোনা রোদের ঝিলিক ।
০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৫০
কানিজ ফাতেমা বলেছেন: পাঠ এবং প্রতিক্রিয়ায় বিশেষ ভাল লাগা রইল ।
ভাল থাকুন সতত ।
৪| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৪১
আরিফুর রহমান রিপন বলেছেন: এক গুচ্ছ ভাল লাগা
০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৩
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা । ভাল লাগা জেনে আপ্লুত হলাম ।
অশেষ শুভ কামনা রইল ।
৫| ০৭ ই মে, ২০১৭ রাত ১০:১৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++
০৮ ই মে, ২০১৭ সকাল ১০:৫৩
কানিজ ফাতেমা বলেছেন: পাঠ, প্রতিক্রিয়া এবং একগুচ্ছ প্লাসে কৃতজ্ঞতা ।
অশেষ শুভ কামনা রইল ।
৬| ০৭ ই মে, ২০১৭ রাত ১০:২১
ধ্রুবক আলো বলেছেন: শেষের চার লাইনে একটা গ্রাম্য মায়া জড়িয়ে আছে।
৭| ০৮ ই মে, ২০১৭ সকাল ১০:৫৬
কানিজ ফাতেমা বলেছেন: গ্রাম্য মায়া, সুন্দর বলেছেন ।
মূলত একজন আশাবাদী মানুষ যে বা যারা শত প্রতিকূলতা সত্ত্বেও আপন স্বপ্ন দেখে, এগিয়ে যায়..... সেটা বলার চেষ্টা করেছি ।
ভাল থাকুন নিয়ত ।
৮| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
ছোট কবিতায় আছে জীবনের গান
০৯ ই মে, ২০১৭ সকাল ১০:৩৪
কানিজ ফাতেমা বলেছেন: মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকাটাই এক আশ্চর্যের বিষয় ।
মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ।
৯| ১০ ই মে, ২০১৭ রাত ১১:১৩
আহমেদ জী এস বলেছেন: কানিজ ফাতেমা ,
ভালো লেগেছে । বিরূদ্ধ বাতাসে তবুও, লীলাবতী চোখে কাজল টানে । জীবনটা যে পাখির মতো , উড়েই চলে ............
১১ ই মে, ২০১৭ সকাল ১০:৩৬
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা । জীবনের নিয়মেই নিয়ত প্রবাহিত হয় স্বপ্নগুলো ।
শুভ কামনা রইল ।
১০| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:১১
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন আপি!!!
আর একটু বড়ো হলে কিন্তু মন্দ হত না!
১৪ ই মে, ২০১৭ দুপুর ২:২৯
কানিজ ফাতেমা বলেছেন: পাঠ এবং প্রতিক্রিয়ায় অশেষ ধন্যবাদ ।
বড় করেছিলাম কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি বলে ছোটই রাখলাম ।
ভাল থাকুন প্রতিনিয়ত ।
১১| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:২২
নাগরিক কবি বলেছেন: সুন্দর
১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩১
কানিজ ফাতেমা বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি, মন্তব্য দিয়ে কবিতাটি সমৃদ্ধ করায় উৎসাহিত হলাম ।
অশেষ শুভ কামনা রইল ।
১২| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩২
বিলিয়ার রহমান বলেছেন: আপনিও ভালোথাকুন আপি!
১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৪৩
কানিজ ফাতেমা বলেছেন: প্রতিউত্তরে আবারো ধন্যবাদ ।
শুভ কামনা
১৩| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
এতো সুন্দর কবিতা, অথচ আগে চোখে পড়েনি, পরে হলেও পড়ে নিলাম !
অল্প কথায় দারুন প্রকাশ । খুব সুন্দর কবিতা +++
আপু, শুভ কামনা রইলো ও ভালো থাকুন সবসময় ।
১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:০৯
কানিজ ফাতেমা বলেছেন: পড়েছেন এটিই মূল বিষয় আগে বা পড়ে এটা বিষয় নয় । কবিতায় ভালোলাগা জেনে খুশী হলাম । একগুচ্ছ প্লাসে অশেষ ধন্যবাদ ।
আপনিও ভাল থাকুন সবসময় ।
১৪| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
খুব ছোট কিন্তু অনেক গভীরতার কবিতা! সত্যি মন মাতানো!
১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৮
কানিজ ফাতেমা বলেছেন: একজন চমৎকার পাঠকই কেবল একটি কবিতার সুন্দরত্বকে আবিস্কার করতে পারে ।
মন মাতানো মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ।
ভাল থাকুন সতত ।
১৫| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা
ভাল লাগল আপি
১৫ ই মে, ২০১৭ বিকাল ৪:২৩
কানিজ ফাতেমা বলেছেন: মিতা, কবিতা পাঠ এবং প্রতিক্রিয়ায় অশেষ ধন্যবাদ ।
ভাল থাকুন নিরন্তর ।
১৬| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৯
জেন রসি বলেছেন: বেগ এবং আবেগের সংঘাত! তবুও কাজল টানা চোখে অপেক্ষার বারুদ!
১৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৪
কানিজ ফাতেমা বলেছেন: বাহ! চমৎকার বিশ্লেষন । মন্তব্যে কৃতজ্ঞতা ।
শুভ কামনা রইল ।
১৭| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি প্রকৃতি ও নারীকে কিছুটা রূপ দেয়ার চেস্টা করেন।
১৮| ১৬ ই মে, ২০১৭ রাত ৩:৫১
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার।
কবিতায়+++++++++
১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৩৮
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্য ঘরে আপনাকে পেয়ে কৃতজ্ঞ হলাম । একগুচ্ছ প্লাসে ভাললাগা রইল ।
শুভ কামনা ।
১৯| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:০৩
মোঃ হাফিজুর রহমান অাকাশ বলেছেন: সবুজের নদীতে একঘেয়ে যান্ত্রিক দাপট,
ফিনফিনে কাশফুলের বুক জুড়ে;
বিরুদ্ধ বাতাস
ভাল লাগল আপু।
২০| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৩৩
কানিজ ফাতেমা বলেছেন: পাঠ এবং প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা ।
শুভ কামনা রইল ।
২১| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:৩৫
মোহাম্মদ বাসার বলেছেন: কেবলি এক্রাশ মুগ্ধতা। দু লাইনের কবিতাও কালজয়ী হয়-'ভাত দে হারামজাদা/নতুবা মানচিত্র খাব' এই অনবদ্য প্রতিবাদী কবিতাটা তার বড় উদাহরণ। ভাল থাকবেন। অকেন শুভেচ্ছা।
২২| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:৫৮
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে অশেষ কতৃজ্ঞতা ।
যদিওবা অনেক বড় বড় কবিতা আছে সেগুলো চমৎকার তবে কবিতা শক্তিশালী হয়ে ওঠে তার প্রকৃতিতে, আকৃতিতে নয়, আপনার সাথে সহমত ।
আপনাকেও শুভেচ্ছা, ভাল থাকুন নিরন্তর ।
২৩| ২১ শে মে, ২০১৭ সকাল ৮:৫৫
সিনবাদ জাহাজি বলেছেন: তবুও, লীলাবতী চোখে কাজল টানে
তার কাঁচের নাকফুলে
খেলে যায়;
কাঁচাসোনা রোদের ঝিলিক
সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মত একটা কবিতা।
+++
২১ শে মে, ২০১৭ দুপুর ১২:০৩
কানিজ ফাতেমা বলেছেন: কবিতা পাঠ এবং প্রতিক্রিয়ায় প্লাসে অশেষ কৃতজ্ঞতা ।
ভাল থাকুন সমসময় ।
২৪| ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:৩১
মানবী বলেছেন: বেশ কয়েকটি নতুন লেখা সুলেখিকার, চোখ এড়িয়ে গেছে কিভাবে বুঝতে পারছিনা!!
ভালো লেগেছে কবিতা পড়ে।
গ্রামের প্রেক্ষিতে লেখা হয়তো, কাশফুলের উল্লেখ থাকা সত্ত্বেও গুলশান লেকের আশেপাশের লীলাবতীদের কথা মনে পড়লো!
ধন্যবাদ কানিজ ফাতেমা।
২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৪১
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্য ঘরে আপনাকে পেয়ে উৎসাহিত হলাম ।
কবিতা পাঠ এবং প্রতিক্রিয়ায় বিশেষ ভালোলাগা রইল ।
ভাল থাকুন সতত ।
২৫| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:২২
বে-খেয়াল বলেছেন: সবুজের নদীতে একঘেয়ে যান্ত্রিক দাপট,
ফিনফিনে কাশফুলের বুক জুড়ে;
বিরুদ্ধ বাতাস
অসাধারন কবিতা পাঠে মুগ্ধ হলাম , ভালালাগা রইলো।
০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:২১
কানিজ ফাতেমা বলেছেন: পাঠকের মুগ্ধতাই কবিতার প্রাণ । মন্তব্যে কৃতজ্ঞতা জানাই ।
অশেষ শুভ কামনা রইল ।
২৬| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৬
বিজন রয় বলেছেন: কবিতাটি পড়ে আমার তন্ময়তা হিরন্ময় হয়ে উঠল।
এমন কবিতায় তো আপ্লুত হওয়া যায়।
অনেক মনকাড়া।
০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৪৮
কানিজ ফাতেমা বলেছেন: দাদা আপনার মন্তব্যে আমিও আপ্লুত হলাম ।
অনেক দিন পর আপনাকে পেলাম । কেমন আছেন ?
২৭| ১৩ ই জুন, ২০১৭ সকাল ৭:১৭
মিঃ আতিক বলেছেন: মন ছুয়ে গেছে আপনার কবিতা।
ধন্যবাদ আপুমনি।
১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩০
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ।
কবিতাটি ভাললেগেছে জেনে খুশী হলাম ।
শুভ কামনা রইল ।
২৮| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কবিতা, ভালো লাগার সব কল্পনাই জুড়ে দিয়েছেন কথামালায়। অল্পতে বলে গেছেন অনেক কিছু।
শুভকামনা কবি আপুর জন্য।
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৩
কানিজ ফাতেমা বলেছেন: অশেষ ধন্যবাদ মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য ।
ভাল থাকুন নিয়ত ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৭ দুপুর ২:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা । ভাল লাগল আপু।