![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।
প্রিয়তম যোবায়দা আমার,
তুমি ছাড়া কে আর জেনেছে এমন-
হেমেন্তর এই পত্রঝড়া কাঠিন্যেও,
মূর্ত তল্লাটে ঠিক ঠিক ফোটে হৈমন্তিক ফুল !
আর কে বুঝেছে এমন
মেনে নেয়া অলিখিত অভাবে,
অধিকতর অবাধ্য হয়ে ওঠা শতরাত্রির কুঞ্জনে;
এমনতর কঠোর শাসন !
যুগেরও অধিক কাল
কে আর অতটা কলঙ্ক বয়ে বেড়ায়; শুদ্ধচারী মন্ত্রণায়!
এতদূরে এসেও,
বিক্ষত পদচিহ্নে অবিকৃত প্রিয় প্রসঙ্গ
আর সবুজ স্মৃতির অপভ্রংশ;
নিদারুণ অমলিন ।
শূন্যতার কথোপকথনে সেই আটপৌঢ়ে
তুমি,
কখন যেন হয়ে গেলে !
উন্মায় নিবদ্ধ একাকী-পরাভূত-আহত-কয়েদী;
শত অর্জনও একটি ব্যর্থতায় ঢেকে যাওয়া
উদাহরনের নাম যোবায়দা ।
জেনে রাখো-
এখনো তুমি আমার অতটাই প্রিয় ।।।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৯
কানিজ ফাতেমা বলেছেন: বিশেষ কোন যোবায়দা নয়, কবিতার একটি চরিত্র মাত্র ।
২| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জোবায়দার সাথে আপনার আবার সাক্ষাত ঘটুক- এই কাম না থাকল।
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০১
কানিজ ফাতেমা বলেছেন: আসলে যোবায়দাদের সাথে আমাদের সকলেরই নিয়মিত-অনিয়মিত কম-বেশী সাক্ষাত হয় । হয়তো আমরা ততটা পর্যবেক্ষণ করিনা ।
মন্তব্যে কৃতজ্ঞতা
ভাল থাকুন সতত ।
৩| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব কঠিন করে ফেলেছেন আপু। কবিতায় বিরহী ভাবটা ভালোই ছিল।
আপনার যোবায়দার জন্যে শুভকামনা।
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০২
কানিজ ফাতেমা বলেছেন: একটু বেশাী কঠিন করে ফেলেছি না ? পরের বার সহজ করতে চেষ্টা করবো ।
শুভ কামনা এবং মন্তব্যে কৃতজ্ঞতা ।
৪| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, আপা +
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য অশেষ ধন্যবাদ শাহরিয়ার ভাই ।
অনেক অনেক শুভ কামনা রইল ।
৫| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০
আজীব ০০৭ বলেছেন: ++
১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে অশেষ ধন্যবাদ আজীব ।
ভাল থাকুন সতত ।
৬| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লেখনি আপনার। সাবলীল। খুব ভালো লাগলো।
১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৯
কানিজ ফাতেমা বলেছেন: কবিতায় ভাললাগ জেনে উৎসাহিত হলাম ।
মন্তব্যে কৃতজ্ঞতা । ভাল থাকুন সতত ।
৭| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
কবিতা খুবই বহমান, সন্দর
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৮| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
অনেকদিন হলো, নতুন কিছু লিখেননি!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা ।
ব্যস্ততার কারনে লেখালেখিতে মনোযোগ দেয়া হচেছনা ।
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৮
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫
কানিজ ফাতেমা বলেছেন: আপনাকে ও ঈদের শুভেচ্ছা ।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪
বিজন রয় বলেছেন: আপা কেমন আছেন?
নতুন পোস্ট??
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭
কানিজ ফাতেমা বলেছেন: নতুন কোন লেখা নেই । ভাবছি পুরানো একটি লেখা পোষ্ট করা যায় কিনা?
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
বিজন রয় বলেছেন: না আপা, নতু লেকা লিখে সেটা পোস্ট করুন।
কেন নতুন লেখার সময় হচ্ছে না কি?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
কানিজ ফাতেমা বলেছেন: লেখা আসছে নারে ভাই । মনে হয় ব্লকিং চলছে ।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫
চাঁদগাজী বলেছেন:
ভাবনায় ব্লকিং, ইন্টারেস্টিং ব্যাপার
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯
কানিজ ফাতেমা বলেছেন: ভাবনায় ব্লকিং নয় তবে লেখালেখিটা ঠিক হচ্ছেনা ।
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: অসাধারণ ভাবনা এবং উপলব্ধির শৈল্পিক উপস্থাপনা। কবিতা মনুষ্য ভাবনাকে কতটা নান্দনিকভাবে উপস্থাপন করতে পারে, এ কবিতাটা তার একটা দৃষ্টান্ত।
খুব ভাল লিখেছেন। লিখা চালিয়ে যান। কবিতায় আশু প্রত্যাবর্তন কাম্য। + +
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২
কানিজ ফাতেমা বলেছেন: বেশ কিছুদিন পর ব্লগে ঢুকলাম । আপনার এমন চমৎকার মন্তব্যে মন ভালো হয়ে গেল।
মন্তব্যে অশেষ ধন্যবাদ ।
আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করছি ।
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:১৩
অন্তহীন পথিক বলেছেন: আমার দাদির নাম
০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭
কানিজ ফাতেমা বলেছেন:
মন্তব্যে কৃতজ্ঞতা এবং
দাদির জন্য শুভ কামনা ।
১৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯
পার্থ তালুকদার বলেছেন: শুরুটা দারুণ ..
ভাল লেগেছে কবিতা।
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা
শুভ কামনা রইল
১৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮
আহমেদ জী এস বলেছেন: কানিজ ফাতেমা ,
কবিতার তল্লাটেও বিষন্নতার হৈমন্তিক ফুল ঠিক ঠিক ফুঁটিয়ে গেলেন !
ভালো লেগেছে ।
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
কানিজ ফাতেমা বলেছেন: হেমন্তের শুভেচ্ছা এবং শুভ কামনা ।
পাঠ প্রতিক্রিয়ায় অশেষ ধন্যবাদ ।
১৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে বললে বলবেন দায়সারা মন্তব্য করেছেন!!!
ভীষণ ভালো লেগেছে বললে হয়তো তেল দিয়েছি জাতীয় কিছুর শোনার সম্ভবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না!!
তার থেকে একটা কুটনৈতিক মন্তব্য করি!!!
কোমল, তুলতুলে আর নরম দিলে দাগ এঁটে দিয়ে যাওয়া একটা কবিতা লিখেছেন!
++
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯
কানিজ ফাতেমা বলেছেন: মন ভালো হয়ে গেল আপনার মন্তব্য পড়ে এবং সেই সাথে কবিতা লেখায় উৎসাহিত হলাম ।
আপনার জন্য অশেষ কল্যান কামনা ।
১৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লেগেছে।
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে অশেষ ধন্যবাদ ।
ভাল থাকুন নিরন্তন ।
১৯| ১০ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:১০
চাঁদগাজী বলেছেন:
আপনি ভালো তো? ব্লগে কম দেখা যাচ্ছে!
১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮
কানিজ ফাতেমা বলেছেন: অফিশিয়াল ঝামেলায় সময় হয়না তবে লগ ইন না করে মাঝে মাঝে ঢোকা হয় ব্লগ পাড়ায় ।
অশেষ ধন্যবাদ এবং শুভ কামনা জানবেন ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭
চাঁদগাজী বলেছেন:
কবিতায় কোন যোবায়দার কথা বলেছেন?