নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..........অগ্রথিত অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা

সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা › বিস্তারিত পোস্টঃ

যোবায়দা

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৩

প্রিয়তম যোবায়দা আমার,
তুমি ছাড়া কে আর জেনেছে এমন-
হেমেন্তর এই পত্রঝড়া কাঠিন্যেও,
মূর্ত তল্লাটে ঠিক ঠিক ফোটে হৈমন্তিক ফুল !

আর কে বুঝেছে এমন
মেনে নেয়া অলিখিত অভাবে,
অধিকতর অবাধ্য হয়ে ওঠা শতরাত্রির কুঞ্জনে;
এমনতর কঠোর শাসন !

যুগেরও অধিক কাল
কে আর অতটা কলঙ্ক বয়ে বেড়ায়; শুদ্ধচারী মন্ত্রণায়!
এতদূরে এসেও,
বিক্ষত পদচিহ্নে অবিকৃত প্রিয় প্রসঙ্গ
আর সবুজ স্মৃতির অপভ্রংশ;
নিদারুণ অমলিন ।

শূন্যতার কথোপকথনে সেই আটপৌঢ়ে
তুমি,
কখন যেন হয়ে গেলে !
উন্মায় নিবদ্ধ একাকী-পরাভূত-আহত-কয়েদী;
শত অর্জনও একটি ব্যর্থতায় ঢেকে যাওয়া
উদাহরনের নাম যোবায়দা ।

জেনে রাখো-
এখনো তুমি আমার অতটাই প্রিয় ।।।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


কবিতায় কোন যোবায়দার কথা বলেছেন?

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৯

কানিজ ফাতেমা বলেছেন: বিশেষ কোন যোবায়দা নয়, কবিতার একটি চরিত্র মাত্র ।

২| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জোবায়দার সাথে আপনার আবার সাক্ষাত ঘটুক- এই কাম না থাকল।

৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০১

কানিজ ফাতেমা বলেছেন: আসলে যোবায়দাদের সাথে আমাদের সকলেরই নিয়মিত-অনিয়মিত কম-বেশী সাক্ষাত হয় । হয়তো আমরা ততটা পর্যবেক্ষণ করিনা ।

মন্তব্যে কৃতজ্ঞতা

ভাল থাকুন সতত ।

৩| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব কঠিন করে ফেলেছেন আপু। কবিতায় বিরহী ভাবটা ভালোই ছিল।

আপনার যোবায়দার জন্যে শুভকামনা।

৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০২

কানিজ ফাতেমা বলেছেন: একটু বেশাী কঠিন করে ফেলেছি না ? পরের বার সহজ করতে চেষ্টা করবো ।

শুভ কামনা এবং মন্তব্যে কৃতজ্ঞতা ।

৪| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, আপা +

৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য অশেষ ধন্যবাদ শাহরিয়ার ভাই ।

অনেক অনেক শুভ কামনা রইল ।

৫| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০

আজীব ০০৭ বলেছেন: ++

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে অশেষ ধন্যবাদ আজীব ।

ভাল থাকুন সতত ।

৬| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লেখনি আপনার। সাবলীল। খুব ভালো লাগলো।

১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৯

কানিজ ফাতেমা বলেছেন: কবিতায় ভাললাগ জেনে উৎসাহিত হলাম ।

মন্তব্যে কৃতজ্ঞতা । ভাল থাকুন সতত ।

৭| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


কবিতা খুবই বহমান, সন্দর

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৮| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন হলো, নতুন কিছু লিখেননি!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা ।

ব্যস্ততার কারনে লেখালেখিতে মনোযোগ দেয়া হচেছনা ।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৮

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

কানিজ ফাতেমা বলেছেন: আপনাকে ও ঈদের শুভেচ্ছা ।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

বিজন রয় বলেছেন: আপা কেমন আছেন?

নতুন পোস্ট??

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

কানিজ ফাতেমা বলেছেন: নতুন কোন লেখা নেই । ভাবছি পুরানো একটি লেখা পোষ্ট করা যায় কিনা?

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

বিজন রয় বলেছেন: না আপা, নতু লেকা লিখে সেটা পোস্ট করুন।
কেন নতুন লেখার সময় হচ্ছে না কি?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

কানিজ ফাতেমা বলেছেন: লেখা আসছে নারে ভাই । মনে হয় ব্লকিং চলছে ।

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


ভাবনায় ব্লকিং, ইন্টারেস্টিং ব্যাপার

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯

কানিজ ফাতেমা বলেছেন: ভাবনায় ব্লকিং নয় তবে লেখালেখিটা ঠিক হচ্ছেনা ।


১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ ভাবনা এবং উপলব্ধির শৈল্পিক উপস্থাপনা। কবিতা মনুষ্য ভাবনাকে কতটা নান্দনিকভাবে উপস্থাপন করতে পারে, এ কবিতাটা তার একটা দৃষ্টান্ত।
খুব ভাল লিখেছেন। লিখা চালিয়ে যান। কবিতায় আশু প্রত্যাবর্তন কাম্য। + +

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২

কানিজ ফাতেমা বলেছেন: বেশ কিছুদিন পর ব্লগে ঢুকলাম । আপনার এমন চমৎকার মন্তব্যে মন ভালো হয়ে গেল।

মন্তব্যে অশেষ ধন্যবাদ ।

আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করছি ।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:১৩

অন্তহীন পথিক বলেছেন: আমার দাদির নাম :P :P

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

কানিজ ফাতেমা বলেছেন:
মন্তব্যে কৃতজ্ঞতা এবং

দাদির জন্য শুভ কামনা ।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

পার্থ তালুকদার বলেছেন: শুরুটা দারুণ ..

ভাল লেগেছে কবিতা।

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা


শুভ কামনা রইল

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

আহমেদ জী এস বলেছেন: কানিজ ফাতেমা ,




কবিতার তল্লাটেও বিষন্নতার হৈমন্তিক ফুল ঠিক ঠিক ফুঁটিয়ে গেলেন !
ভালো লেগেছে ।

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

কানিজ ফাতেমা বলেছেন: হেমন্তের শুভেচ্ছা এবং শুভ কামনা ।

পাঠ প্রতিক্রিয়ায় অশেষ ধন্যবাদ ।

১৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে বললে বলবেন দায়সারা মন্তব্য করেছেন!!!:)

ভীষণ ভালো লেগেছে বললে হয়তো তেল দিয়েছি জাতীয় কিছুর শোনার সম্ভবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না!!:)


তার থেকে একটা কুটনৈতিক মন্তব্য করি!!!

কোমল, তুলতুলে আর নরম দিলে দাগ এঁটে দিয়ে যাওয়া একটা কবিতা লিখেছেন!:)


++

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯

কানিজ ফাতেমা বলেছেন: মন ভালো হয়ে গেল আপনার মন্তব্য পড়ে এবং সেই সাথে কবিতা লেখায় উৎসাহিত হলাম ।

আপনার জন্য অশেষ কল্যান কামনা ।

১৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লেগেছে।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে অশেষ ধন্যবাদ ।

ভাল থাকুন নিরন্তন ।

১৯| ১০ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:১০

চাঁদগাজী বলেছেন:


আপনি ভালো তো? ব্লগে কম দেখা যাচ্ছে!

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

কানিজ ফাতেমা বলেছেন: অফিশিয়াল ঝামেলায় সময় হয়না তবে লগ ইন না করে মাঝে মাঝে ঢোকা হয় ব্লগ পাড়ায় ।

অশেষ ধন্যবাদ এবং শুভ কামনা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.