নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..........অগ্রথিত অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা

সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা › বিস্তারিত পোস্টঃ

মনোগ্রাফ

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

প্রিয় এবং প্রিয়তর
অবশেষে নেই আর অতটা প্রিয় !
আশ্চর্য্য পতনের শৈল্পিক নৈপুণ্যে
নক্ষত্রেরা হরণ করে নেয় ;
মনো অলিন্দে অপার মুগ্ধতা, রৌদ্রজ্জল মধ্যাহ্ন,
আকাশের ওপারে আকাশ কিংবা বিশ্বাসের বাতিঘর,
প্রত্যাশার শেষ চিহ্ন অথবা তার সবখানি ।।

শূণ্যতারও কিছু নিজস্ব দক্ষতা থাকে বলেই
হয়তো,
জীবন তবু পরিত্যজ্য হয়ে ওঠে না অতটা গাঢ়তর বেদনায় !!

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

সৈয়দ ইসলাম বলেছেন: সমবেদনাময়ী শুভেচ্ছা।

ভালো লাগলো কবিতাটি++++

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

কানিজ ফাতেমা বলেছেন: প্রথম মন্তব্যে বিশেষ ধন্যাবদ ।

শুভ কামনা রইলো ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

ধ্রুবক আলো বলেছেন: জীবন তবু পরিত্যাজ্য হয়ে উঠে না গাঢ়তর বেদনায় +++
খুব গভীর কথা।


কবিতা বেশ সুন্দর লাগলো।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

কানিজ ফাতেমা বলেছেন: কবিতায় ভালোলাগা জেনে উৎসাহিত হলাম ।

ভালো থাকুন সতত ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



প্রতি ঝড়ের পরও আকাশে চাঁদ উঠে, পাখীরা ফিরে আস চেনা শাখায়।

কবিতায় আশার আলোক আছে মেঘের আড়ালে

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে অশেষ ধন্যবাদ স্যার । আমিও ঠিক এটাই বলতে চেয়েছি ।

আপনার সুস্বাস্থ এবং দীর্ঘায়ূ কামনা করছি ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো কবিতাটি

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১

কানিজ ফাতেমা বলেছেন: আনন্দিত হলাম পাঠ এবং প্রতিক্রিয়ায় ।

শুভ কামনা রইলো ।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

সাইন বোর্ড বলেছেন: মনোরম প্রত্যাশার কথা, অনবদ্য লাগল ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩

কানিজ ফাতেমা বলেছেন: প্রত্যাশাই জীবনের অমীয় তেজ । মন্তব্যে অশেষ ধন্যবাদ ।

ভাল থাকুন সর্বদা ।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

প্রতিভাবান অলস বলেছেন: undefined শূণ্যতারও কিছু নিজস্ব দক্ষতা থাকে বলেই
হয়তো,
জীবন তবু পরিত্যজ্য হয়ে ওঠে না অতটা গাঢ়তর বেদনায় !!

ভাল লাগা :-)

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

কানিজ ফাতেমা বলেছেন: ভালা লাগা জেনে মুগ্ধ হলাম প্রতিভাবান অলস । মন্তব্যে কৃতজ্ঞতা ।

শুভ কামনা জানবেন ।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩

আটলান্টিক বলেছেন: আশ্চর্য্য পতনের শৈল্পিক নৈপুণ্যে
নক্ষত্রেরা হরণ করে নেয়

চমৎকার দুটি লাইন।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

কানিজ ফাতেমা বলেছেন: জীবন কিছু পতনের স্বাক্ষাত ঘটিয়ে দেয় খুব সতর্ক থাকার পরও ।
মন্তব্যে ভালোলাগা জানবেন ।


জীবন সুন্দর হোক ।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খাঁটি কথা
ভালো লাগলো কাব্য

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯

কানিজ ফাতেমা বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন, আপনাকে অশেষ ধন্যবাদ ।

শুভ কামনা জানবেন ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১

আশরাফ রিশাদ বলেছেন: বাহ!! ভালো লাগলো।

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভালোলাগা জানবেন ।

শুভ কামনা ।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯

তারেক ফাহিম বলেছেন: কবিতায় প্রতিটি পঙ্কি গভির।

পাঠে মুগ্ধতা।

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

কানিজ ফাতেমা বলেছেন: অল্প কথায় অনেক প্রশংসায় অনুপ্রাণিত হলাম ।

ভালো থাকুন সর্বদা ।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা পাঠে মুদ্ধতায় ফিরলাম।

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

কানিজ ফাতেমা বলেছেন: মুগ্ধতায় কবিতাটি স্বার্থক হয়ে উঠেলো ।

মন্তব্যে ধন্যবাদ এবং নিরস্তর শুভ কামনা ।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপা মনে হয় আপনাকে অনেক দিন পর দেখলাম।

কবিতায় ভালোলাগা।।।

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮

কানিজ ফাতেমা বলেছেন: হ্যা, ভাই বেশকিছুদিন পর ফেরা হলো । ফিরে এসে আপনাদেরকে পেয়ে ভালো লাগলো ।

অনেক অনেক ভালো থাকুন ।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে মিতা পি

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫

কানিজ ফাতেমা বলেছেন: অশেষ ধন্যবাদ মিতা ।

খুব ভালো থাকুন ।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

জাহিদ অনিক বলেছেন:


পুরো কবিতাটাই সুন্দর।
শেষ তিন লাইন অনেক বেশি সুন্দর।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৯

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা ।

কবিতায় ভালোলাগা জেনে অনুপ্রাণিত হলাম ।
ভালো থাকুন সতত ।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে++


শুভ কামনা রইল।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

কানিজ ফাতেমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাই ।

সুখে থাকুন, সুন্দর থাকুন ।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

কানিজ ফাতেমা বলেছেন: পাঠ এবং প্রতিক্রিয়ায় অশেষ ধন্যবাদ ।

খুব ভালো থাকুন ।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!
দারুন কথামালার সমাহার ।
খুব খুব ভালোলাগা ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২

কানিজ ফাতেমা বলেছেন: প্রিয় মনিরা আপা, আপনার উচ্ছাস মাখা মন্তব্যে আপ্লুত হলাম ।

শুভ কামনা রইলো ।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০১

প্রামানিক বলেছেন: দারুণ কাব্য কথামালা। ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০

কানিজ ফাতেমা বলেছেন: অনেকদিন পর ব্লগে ফিরে আপনাদের সাড়া পেয়ে খুব ভালো লাগলাে ।

অশেষ কল্যাণ কামনা দাদা ।

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪১

নাগরিক কবি বলেছেন: কানিজ আপু, ছোট কিন্তু সুন্দর। আছেন কেমন?

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

কানিজ ফাতেমা বলেছেন: নাগরিক কবি, ভালো আছি ।

কবিতা পাঠ এবং প্রতিক্রিয়ায় অশেষ ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

কানিজ ফাতেমা বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ

ভালো থাকুন সমসময়

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: খুব ভাল লাগলো আপনার মনোলগ। বেশ কিছু প্রতিমন্তব্যও ভাল লেগেছে, সেগুলোতে 'লাইক'।
কবিতার শেষের তিনটে চরণ তাপদগ্ধ হৃদয়ে শান্তির প্রলেপ বুলিয়ে যায়, আশার বাণী শুনিয়ে যায়।
কবিতায় ভাল লাগা। + +
অনেকদিন পরে ব্লগে এলেন। আশাকরি ভাল আছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১

কানিজ ফাতেমা বলেছেন: স্যার আপনার মন্তব্যগুলো সমসময়ই অন্যরকমের হয়, মন ভালো হয়ে যায়; নতুন কিছু লিখেত উৎসাহিত করে ।

জ্বী, আমি ভালো আছি ।

আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করছি ।

২২| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: +++

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৩

কানিজ ফাতেমা বলেছেন: একগুচ্ছ প্লাসে ভালোলাগা ।

শুভ কামনা জানবেন ।

২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনবদ্য লেখনী।
কবিতায় এক গুচ্ছ ভালোলাগা ++++

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

কানিজ ফাতেমা বলেছেন: মন ভালো করা মন্তব্যে অশেষ ধন্যবাদ ।

ভালো থাকুন সতত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.