নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..........অগ্রথিত অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা

সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মেঘদূত,

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০২

বহুদিন পর তোমাকে পত্র লিখতে ইচ্ছে হলো খুব । ফেলে আসা জীবনের বিচিত্র কারুকার্যে পৌরানিক উপাখ্যানের মতন তুমিও বড্ড বেশী জীবন্ত হয়ে আছো, সে কথা তুমি না মানলেও ঠিক ঠিক জানো !

জানো, বঙ্গদেশে এখন বর্ষামঙ্গল উৎসব । আকাশে ঠমকে ঠমকে গর্জে ওঠে মেঘ, তার অনির্দিষ্ট নির্দেশে ভিজে যায় নগরের সবথেকে উঁচু ভবন, বন্দরে ভেড়ানো দূরগামী জাহাজ, গ্রামের জাঁহাবাজ কিশোর, ভিজে যায় চুন টানা দেয়াল, দেয়ালে জমে থাকা শেওলা, হালের বলদ-চাষের জমিন; জেগে উঠছে মরে যাওয়া ডোবা, স্থির দিঘীর টলটলে জল, ধ্যানমগ্ন সাধু…. । নগরের নর্দমায় ডেকে উঠছে ব্যাঙ, কিছু জোনাক এবং ঝিঝি চলে আসে শহরে তাদের নিজস্ব গুঞ্জনে রাঙ্গিয়ে দিতে । অমন মায়ারাজ্যের অবাক মোহনীয় যাদুতে খুব বেশী মনে পড়ে তোমাকে ! অথচ মেঘদূত, শর্ত আরোপিত সম্পর্কের বেড়াজালে মন:বৈকালিক অনুভূতিগুলোকে কখনো কখনো ভোঁতা করে রাখা অনিবার্য হয়ে যায়; যা আমরা করে থাকি প্রায়শ:ই !!

তোমার পাশ্চাত্যের আকাশেও কি মেঘের অমন দেমাগ দেখে চমকে ওঠো তুমি ? বৃষ্টিমাখা প্রাচীন বাতাসের ঘ্রানে আজও কি খুঁজে পাও পশ্চাতে ফেলে যাওয়া কোন এক দেশালকে ! এই আকাশ, আকাশের ওপারে আরেক আকাশ সেথায় অমনতর নি:স্ব রেখে গেলে, একবারও মন কাঁদেনি তোমার !! যদিও সম্পর্কের প্রচ্ছদে আজ আমরা শিরোনামহীন । জানো মেঘদূত, জীবন সময়ে সময়ে দু:খকেও তীব্র মায়ায় আঁকড়ে ধরে তখন দু:খগুলো তাকে ছেড়ে আর কোথাও যেতে চায়না, আমিও কখন-কেমন করে যেন সেই মায়া হয়েই রইলাম !!

জানি, জীবনে এগিয়ে যাবার দৌড় -এ তুমি অবশেষে বিজয়ী একনায়ক । শব্দের দেয়ালজুড়ে অক্ষর সাজিয়ে অনুভবের পরিপূর্ণ বিশুদ্ধতায় তোমাকে অভিবাদন । ভালো থেকো, ভালো থাকার সকল আয়োজন তোমার স্বার্থক হয়ে উঠুক এই প্রার্থনা ।


ইতি

বৃত্তগ্রস্থ দেশাল

মন্তব্য ৪১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৮

সিগন্যাস বলেছেন: শিরোনাম দেখে ভেবেছিলাম গল্প লিখেছেন :)

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে একরাশ কৃতজ্ঞতা,

চিঠি লেখার অভ্যাসগুলো হারিয়ে গিয়েছে ভেবেই লিখলাম ।

শুভ কামনা রইলো ।

২| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: চিঠিটি পড়ে ভালো লাগলো।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

কানিজ ফাতেমা বলেছেন: কেমন আছেন শাহরিয়ার ভাই ?

মন্তব্যে অশেষ ধন্যবাদ । অনেকদিন পর ফিরে আপনাদের পেয়ে ভালো লাগছে ।

৩| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: আহারে আমাকে যদি কেউ এমন চিঠি লিখত!!!!

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫

কানিজ ফাতেমা বলেছেন: হা--হা,

প্রার্থনা করি আরো অধিক ভালো থাকুন ।

৪| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:

আমি ভালো আছি আপু,
অনেক দিন পরে আপনাকে ব্লগে পেলাম।
আশা করি, আপনিও ভালো আছেন।


০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

কানিজ ফাতেমা বলেছেন: ভালো আছি আলহামদুলিল্লাহ

মাঝে পিসিতে সমস্যা হয়ে লেখাগুোলো সব করাপ্টেড হয়ে গিয়েছে রে ভাই, এ কারনে ব্লগে ঢুকতে মন চায়নি ।

৫| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: চিঠি হয়তো তুলে রাখতে হবে কোন এক যাদুঘরে
১৬০ ক্যারেক্টারের এসএমএস এ বন্দি শব্দেরা ছটপট করে--

হারিয়ে যাওয়া নীল খামেদের ভেলা
ভীড়ে না আর রামগিরি পর্বতে
এখন শুধু লাইভে কাটে জীবন যৌবন...
ভাবনা চিন্তার সময় বড় অপূরণ;

কাব্যিক নয় ছন্দ নয় ....অশরীরি এক জীবন যাপন...
তবুও বাঁচি এই পুরনো এই স্মৃতিচারণ।


০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

কানিজ ফাতেমা বলেছেন: ঠিক বলেছেন, জীবন থেকে হারিয়ে যাচ্ছে মায়াময় অনুষদগুলো ।

মন্তব্যে অশেষ ধন্যবাদ ।

৬| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে, চিঠি।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭

কানিজ ফাতেমা বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হলাম । মন্তব্যে কৃতজ্ঞতা ।

৭| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০১

রাকু হাসান বলেছেন: বাহ চমৎকার ছিল ,নতুন প্রজন্ম খুব বেশি সুযোগ হয়নি চিঠি দেখার বা লেখার । আপনার চিঠি খুব ভাল হয়েছে +++ । এখন তো আমারও চিঠি লিখতে ইচ্ছা করছে...... :-B

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

কানিজ ফাতেমা বলেছেন: একগুচ্ছ প্লাস পেয়ে খুব ভালো লাগছে ।

ব্লগেই না হয় আমরা চিঠি লেখার অভ্যাসটা ধরে রাখি, লিখে ফেলুন একখানা চিঠি ।


শুভ কামনা জানবেন ।

৮| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৮

কানিজ ফাতেমা বলেছেন: পাঠ এবং প্রতিক্রিয়ায় অশেষ ধন্যবাদ

শুভ কামনা রইলো ।

৯| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৪

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার আবেগ ঘন চিটি।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা

ভালো থাকুন সতত

১০| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬

অচেনা হৃদি বলেছেন: পড়ে খুব ভালো লাগলো আপু । পড়ার সময় মনে হচ্ছিল যেন কোন অমিত্রাক্ষর কবিতা পড়ছিলাম । :) ++

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২

কানিজ ফাতেমা বলেছেন: অসাধারন মন্তব্যটি মনে গেঁথে গেল । অশেষ ধন্যবাদ ।

শুভ কামনা জানবেন ।

১১| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

করুণাধারা বলেছেন: চিঠির শব্দগুলো যেন ঝরে পড়ছিল, বৃষ্টির মতো টুপটাপ। শব্দের মায়া মনকে জড়িয়ে ধরেছিল....

চমৎকার চিঠি হয়েছে, শুধু শেষের দিকে এসে "জানি জীবনে এগিয়ে যাবার রেস এ তুমি বিজয়ী একনায়ক", এখানে 'রেসে' শব্দটার বদলে 'দৌড়ে' হলে ভালো হতো মনে হয়।

চমৎকার চিঠিতে ++++

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২১

কানিজ ফাতেমা বলেছেন: পাঠ, প্রতিক্রিয়া এবং সম্পনায়একরাশ মুগ্ধতা । দৌড় শব্দটি জুড়ি নিচ্ছি ।

শুভ কামনা অহর্নিশ

১২| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

শাহিন বিন রফিক বলেছেন:



অনেক চমৎকার ও সুন্দর সাহিত্যিক ভাষায় লিখিত আপনার চিঠিটি পড়িয়া বেশ করিয়া অতীত মনে পড়িয়া গেল, মনে হয়, এই যেন সেইদিন প্রেয়সীর চিঠি লুকিয়া পড়িতেছিলাম।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩২

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা

বর্তমানে বাস করেও আমরা অতীত আঁকড়ে বাঁচি কখনো কখনো ।


ভালো থাকুন সতত ।

১৩| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন আপনাকে ব্লগে দেখিনি।
মেঘও কি কষ্টের কারণ হচ্ছে?

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৪

কানিজ ফাতেমা বলেছেন: না স্যার, মেঘ কি আর কষ্টের কারন হয় ?

পিসিতে বড় ধরনের সমস্যা হয়েছিল তাই ব্লগ পাড়ায় আসা হয়নি ।

শুভ কামনা স্যার ।

১৪| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

লিট্রিমিসটিক বলেছেন: কিছুক্ষণের জন্য কল্পনার রাজ্যে চলে গিয়েছিলাম। মর্ম ছুঁয়ে গেল। ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

কানিজ ফাতেমা বলেছেন: মর্ম ছুঁয়ে যাওয়ায় মুগ্ধতা ।

শুভ কামনা রইলো

১৫| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কানিজ আপু,

বর্ষা আসিয়াছে। চারিদিকে ব্যস্ততা। ময়ুর পেখম তুলে নাচছে। কবির মনও প্রকৃতির সঙ্গে দুললো তালে। এহেন মেঘদূতের উদ্দেশ্যে আহ্বানে মুগ্ধবোধ করলাম।

শুভ নিয়েন।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪

কানিজ ফাতেমা বলেছেন: আপনার শুভ বারতা গ্রহন করলাম ।

মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ।

১৬| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: চিঠি সাধারণত পড়ি না। আপনার লেখা বলে অনেক দিন পর পড়লাম। ভালোই লেগেছে।
ব্লগে অনিয়মিত হয়ে গেছেন !!

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১২

কানিজ ফাতেমা বলেছেন: পাঠ এবং প্রতিক্রিয়ায় অশেষ ধন্যবাদ।

চিঠিপত্র ইদানিং লেখা বা পড়া হয়ে ওঠেনা আমাদের কারোরই । ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

শুভ কামনা ।

১৭| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ও মনস্পর্শী!

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৭

কানিজ ফাতেমা বলেছেন: স্যার, আপনার মূল্যবান মন্তব্য সব সময়ই উৎসাহব্যঞ্জক ।

আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করছি ।

১৮| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১২

বিজন রয় বলেছেন: আপা কেমন আছেন?
অনেক দিন নতুন পোস্ট দেন না।

'বৃত্তগ্রস্ত দেশাল' মানে কি আপা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

কানিজ ফাতেমা বলেছেন: দেশাল মানে দেশীয় বা একেবারেই গেঁয়ো আর বৃত্তগ্রস্থ মানে যার জীবনবোধ, চেতনা একই বলয়ে আবৃত থাকে ।
মানে গাইঁয়া ভুত ।

মন্তব্য এবং পাঠ প্রতিক্রিয়ায় অশেষ কৃতজ্ঞতা ।

১৯| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮

বিজন রয় বলেছেন: আপা নতুন পোস্ট দেন।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার নতুন কোন পোস্ট পড়িনা কত দিন ?

ভাল আছেনতো ?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

কানিজ ফাতেমা বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি ।

একটু ব্যস্ত আছি । আশা করি নতুন পোষ্ট পাবেন ।

শুভ কামনা রইলো ।



২১| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫

বিজন রয় বলেছেন: আপা কেমন আছেন?
অনেক দিন নতুন পোস্ট দিচ্ছেন না।

আপনার লেখা মিস করছি।
অনুগ্রহ করে সাড়া দিন।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৩

কানিজ ফাতেমা বলেছেন: সাড়া দিতে চলে এলাম ভাই ।

কেমন আছেন?

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.