![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।
কোন এক পর্যায়ে স্বেচ্ছায় মানুষের কিছুই করার থাকেনা; প্রচন্ড স্রোতে খসে পড়া ছোট্ট নুড়ি পাথরের মতন কেবলই ক্ষয়ে যেতে হয়, কেবলই বয়ে যেতে হয়! কখনো কখনো জীবন জীবন্তও হয়না মৃতও হয়না । তবুও মানুষ জীবন বড় ভালোবাসে! কেন এত আকাঙ্খা প্রোত্থিত থাকে জীবনের গভীরে? কেন তবে মন এত কথা বলে? আজ ১৩ বছর পর তার হৃদয়ের ডাক যখন হ্রস্ব হয়ে এসেছে তখন মস্তিস্ক তাকে নিজস্ব আয়নার মুখোমুখি দাঁড় করায় সেখানে মতিউর যে নিজেকে দেখে তাকে সে চেনেনা-জানেনা । হৃদয় এবং মস্তিস্কের দোটনায় সেদিন জয়ী হয়েছিল হৃদয় কিন্তু আজ তাকে বড্ড বেশী টানছে যুক্তি এবং সাম্প্রতিকতা । সেদিনের সেই উজ্জল-উচ্ছল চোখ মতিউরকে আকর্ষণ করতে পারেনি অথচ আজ বিষন্ন মলিন চোখজোড়া তীব্রভাবে টানতে থাকে । দ্বিধাভক্ত মতিউরের সমস্ত আত্মা ক্রমশ জেগে ওঠে নতুন বানের টানে । সে প্রতিদিন আরেকটু বেশী করে লোভাতুর হয়ে উঠছে ঐ কিশোরটিকে নিজের করে পাবার জন্যে ।
মাথার উপরে উঠতি সুর্য্যটা তখন গিলে খেতে চায় আত্মার সকল রস । একটি হাফ জার্সি আর মাত্রাতিরিক্ত ঢিলেঢালা নীল-সবুজ প্রিন্ট শার্ট ভ্যানের হাতল হাতড়ে এগিয়ে চলে, পিছনে জংলী ছাপার হলুদ ওড়নায় আবৃত একটি নারীদেহ এগুতে থাকে শহুরে সব আবর্জনা ঠেলে ঠেলে । এগিয়ে যায় ওদের দিন-রাত্রি-ভূত-ভবিষ্যত! দূর থেকে সেদিকে তীব্র পিপাসার্ত দু’টো নয়ন তাকিয়ে দেখে । আজও মতিউরের সাহস হলোনা ওদের মুখোমুখি হবার!
নিনাদ
কানিজ ফাতেমা
পৃষ্ঠা সংখ্যা - ১৪৮
মূল্য - ২৭০
প্রচ্ছদ - নবী হোসেন
প্রকাশক - এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী
ষ্টল নং- ৪৩৪
২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা
শুভ কামনা রইলো
২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভেবেছিলাম আপনি কবিতার বই প্রকাশ করবেন। প্রচ্ছদ টা অনেক সুন্দর হয়েছে। এইবার ভাবছি অনেক বই কিনবো। যারা সামুতে আছে তাদের গুলোতো অবশ্যই। আপনার বইটা লিস্টে রাখলাম। শুভকামনা নিনাদ এর জন্য আর প্রথম বই প্রকাশের জন্য অভিনন্দন।
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে অশেষ ধন্যবাদ ।
বই পড়ে কেমন লাগলো জানানো কৃতার্থ হবো ।
শুভ কামনা রইলো
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার প্রথম উপন্যাস ''নিনাদ' এর জন্য
নিনাদ নয় শুভ কামনা
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২
কানিজ ফাতেমা বলেছেন: অশেষ ধন্যবাদ শুভ কামনার জন্যে ।
ভালো থাকুন সতত
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২
তারেক_মাহমুদ বলেছেন: শুভ কামনা।
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা
ভালো থাকুন সর্বদা ।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০
আবু আফিয়া বলেছেন: শুভ কামনা রইল
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা আবু আফিয়া ।
শুভ কামনা জানবেন ।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
অভিনন্দন আপু
শুভকামনা থাকলো
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬
কানিজ ফাতেমা বলেছেন: নতুন জগতে প্রবেশ করতে যাচ্ছি, একটু অন্যরকম লাগছে ।
শুভ কামনা রইলো
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১
সুমন কর বলেছেন: অভিনন্দন !! শুভকামনা রইলো।
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২
কানিজ ফাতেমা বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই । সহযোগীতা কাম্য ।
ভালো থাকুন সতত ।
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৩
সাইন বোর্ড বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা রইল ।
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা ।
আপনার জন্যেও শুভ কামনা রইলো ।
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: 'নিনাদ'কে অভিনন্দন ও অগ্রিম শুভেচ্ছা রইল।
শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা পদাতিক চৌধুরী । সহযোগীতা কাম্য ।
ভালো থাকুন সতত ।
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন ও সফলতা কামনা করছি।
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮
কানিজ ফাতেমা বলেছেন: অশেষ ধন্যবাদ মোঃ মাইদুল সরকার । সাফল্য কামনায় কৃতজ্ঞতা ।
শুভ কামনা জানবেন
১১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: গ্রেট।
সংগ্রহ করবো।
২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে অশেষ ধন্যবাদ । বইটি পড়লে খুব ভালো লাগবে এবং একটি সমালোচনা দাখিল করলে আরো খুশী হবো ।
শুভ কামনা রইলো ।
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮
অলিভিয়া আভা বলেছেন: ''নিনাদ'' এর জন্য অনেক শুভ কামনা। সম্ভব হলে অবশ্যই বইটি সংগ্রহ করব।
ভালো থাকুন।
২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০
কানিজ ফাতেমা বলেছেন: ধন্যবাদ অলিভিয়া আভা । প্রকাশনা জগতে নতুন নাম লিখিয়েছি সহযোগীতা কাম্য ।
কল্যাণ হোক সর্বদা ।
১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা
২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১
কানিজ ফাতেমা বলেছেন: প্রিয় কাজী ফাতেমা আপু, অনেক দিন পর আপনাকে পেয়ে ভালো লাগণো । অবশ্য আমি নিজেও নিয়মিত ছিলাম না ।
ভাল থাকুন সতত ।
১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯
আকতার আর হোসাইন বলেছেন: অভিনন্দন....
পড়লাম। ভাল হবে মনে হচ্ছে....
২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২
কানিজ ফাতেমা বলেছেন: আকতার আর হোসাইন, আপনি পড়েছেন জেনে খুশী হলাম । এভাবেই সহযোগীতা আশা করি ।
শুভ কামনা রইলো ।
১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪
কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন রইলো, আপা। বইটির বহুল প্রচার আশা করছি। +++++++++++
২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩
কানিজ ফাতেমা বলেছেন: ধন্যবাদ কাওসার চৌধুরী, আপনার বইটির সাফল্য কামনা করছি ।
ভাল থাকুন সতত
১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''নিনাদ''এর সাফল্য কামনা করছি।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০০
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে একরাশ ভালোরাগা গিয়াস উদ্দিন লিটন ভাই ।
আপনার বইটির জন্য রইলো শুভ কামনা ।
১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: "নিনাদ" এর বহুর প্রচারও বিপণন কামনা করছি।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৫
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো ।
প্রথম উপন্যাস জানিনা ঠিক কতটুকু লিখতে পেরেছে । আপনাদের সহযোগীতা কাম্য ।
১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: শুভেচ্ছা
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭
কানিজ ফাতেমা বলেছেন: অশেষ ধন্যবাদ আর্কিওপটেরিক্স ।
ভালো থাকুন, সুন্দর থাকুন ।
১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১২
করুণাধারা বলেছেন: আন্তরিক অভিনন্দন, ও শুভেচ্ছা। নতুন বই টি যেন পাঠকপ্রিয়তায় পায়।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১০
কানিজ ফাতেমা বলেছেন: একরাশ কৃতজ্ঞতা করুণাধারা । বইটি পাঠকপ্রিয়তা পেলে আসলেই ভালো লাগবে ।
ভালো থাকুন সতত ।
২০| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০৪
চিত্রাভ বলেছেন: আপনার "নিনাদ" আকাশসম্ভবা ! সাফল্য আপনার সাথি হোক ।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১২
কানিজ ফাতেমা বলেছেন: এত চমৎকার একটি মন্তব্য আমার সকালটাকেই আনন্দময় করে তুললো ।
খুব ভালো থাকুন চিত্রাভ ।
২১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৭
সোহানী বলেছেন: ওওওওওওওও দারুন সংবাদ। শুভকামনা... অবশ্যই পড়ার আগ্রহ থাকলো।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫
কানিজ ফাতেমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সোহানী । বইটি পড়ে দেখলে খুব ভালো লাগবে ।
সুন্দর থাকুন, সুখী হোন ।
২২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭
কাজী মাসউদ বলেছেন: বই মেলা থেকে অবশ্যই বইটা কিনবো।
৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৮
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা । বইটি পড়লে খুব ভালো লাগবে ।
শুভ কামনা ।
২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
আহমেদ জী এস বলেছেন: কানিজ ফাতেমা ,
আসলে জীবনটা বড় সুন্দর।
আপনার প্রথম উপন্যাস ''নিনাদ'', নিনাদিত হোক বইমেলায়।
অভিনন্দন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২
কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্য ঘরে আপনার উপস্থিতিতে অশেষ কৃতজ্ঞতা । দোয়া করবেন ।
আপনার জন্য রইলো শুভ কামনা ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
বাকপ্রবাস বলেছেন: অভিনন্দন