নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..........অগ্রথিত অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা

সময় আর ভৌগলিকত্ব ভেদে সকল তৃষিত যাযাবরই বৃষ্টি নির্ভর বর্ষার কাছে এক ফোঁটা জল চায় । .......................অগ্রথিত এ অণির্বান আমার বংশানুক্রমিক ।।‌

কানিজ ফাতেমা › বিস্তারিত পোস্টঃ

প্রতিধ্বনি-

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০

অষ্টাদশীর কিন্নরী
কৌতুহল বশতঃ
কানে চেপে শঙ্খ;
মৌন হয়ে শুনে সামুদ্রিক নাদ ।

অগ্রজের অনিবার্য অবোধ সংলাপ
ও কিছু নয়,
দুহাতে কান চেপে ধরলে এমন শব্দ ঢের পাওয়া যায় ।

অথচ,
কিন্নরীর আটপৌরে অঙ্গনে তখন
বিস্ময়ের ঘোর!
কেমন করে গোটা সমুদ্র
বুকে পুষে রাখে;
এই এক
শঙ্খ ফসিল!!



মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা হয়েছে আপি
শুভকামনা

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪২

কানিজ ফাতেমা বলেছেন: প্রথম মন্তব্যে একরাশ ভালোলাগা আপু। অনেক দিন পর ব্লগের সেই পরিচিত ফ্লেভার পাচ্ছি ।

শুভ কামনা।

২| ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকদিন পরে পেলাম ! অসাধারণ ++

১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৩

কানিজ ফাতেমা বলেছেন: ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি ব্লগে লগ ইন জনিত সমস্যা । যাই হোক অবশেষে আবার সব ঠিকঠাক চলছে দেখে ভালো লাগছে ।মন্তব্যে কৃতজ্ঞতা ।

শুভ কামনা ।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

শিখা রহমান বলেছেন: কানিজ কবিতাটা খুব ভালো লেগেছে।

অনেকদিন পরে ব্লগে দেখেও ভালো লাগলো।
শুভকামনা প্রিয় লেখিকা।

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪

কানিজ ফাতেমা বলেছেন: আপু..... কেমন আছেন? মন্তব্য ঘরে আপনাকে পেয়ে আমি উৎফুল্ল ।
ভালোবাসা, ভালোবাসা।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে অশেষ কতৃজ্ঞতা এবং ভালোলাগা জানবেন ।

সুন্দর হোক আপনার জীবনের প্রতিটি ক্ষণ।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০২

নার্গিস জামান বলেছেন: আপু , অসাধারণ:)

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা ।

ভালো থাকুন সতত ।

৬| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগা জানবেন কবি।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৬

কানিজ ফাতেমা বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই,

শুভ কামনা রইলো ।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: শেষের স্তবকটা চমৎকার হয়েছে।
কবিতায় প্লাস + +

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০০

কানিজ ফাতেমা বলেছেন: মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ।

আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করছি ।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ। এর আগের পোস্টটাতেও একটা প্রশ্ন রেখে এসেছিলাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

কানিজ ফাতেমা বলেছেন: আগের পোস্টের মন্তব্যটি আমার চোখ এড়িয়ে গিয়েছিলো।
আপনার আন্তরিকতার জন্য একরাশ ভালোলাগা।

শুভ কামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.