![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস। কাল ফেসবুকের বন্ধুদের দেখলাম এই স্বাধীনতা দিবসকে নিয়ে কত উচ্ছাসিত, অনেক বন্ধু প্রোফাইল ছবি হিসেবে দেশের পতাকা লাগিয়েছেন কেওবা হরেক রকম পতাকার ছবি পোষ্ট করেছেন অনেকে দেশের পতাকা সাদৃশ্য পোশাক পরে ছবি দিয়েছেন কেওবা বিশেষ লিখা ও শুভেচ্ছা পোষ্ট করেছেন। গতকাল কিছু না লিখলেও আজ দুটি কথা না লিখে পারছিনা আমার বন্ধুদের উদ্দেশে_______
বাস্তবিক স্বাধীনতা দিবস নিয়ে আমার মধ্যে কোন প্রকারের উল্লাস বা উচ্ছাস নেই বরং যা আছে তা এক প্রকারের দুঃখবোধ বা হতাশামূলক কিছু একটা হবে।
আগেই বলে নিতে চাই আমি ঘোল দিয়ে দুধের স্বাদ মেটানর দলে নই ....আপনারা হয়ত এতক্ষনে এই ভাবা শুরু করেছেন, এই কোন নতুন রাজাকারের পাল্লায় পড়লাম !
ভেংগেই বলি, ৭১ এ আমার সোনার বাংলা স্বাধীন হয়েছে বটে কিন্তু স্বাধীনতার প্রায় অর্ধশত বছর হতে চলল আজ দেশের মানুষ হিসেবে আমি আপনি কতটা স্বাধীন ?
দেশ স্বাধীন করবার জন্য বঙ্গবন্ধু যে যু্দ্ধের ডাক দিয়েছিলেন তার সেই ডাকে সাড়া দিয়ে দেশের বেশির ভাগ মানুষ মুক্তি যুদ্ধে অংশ নেন,
২৫ লক্ষ মানুষ প্রান উৎষর্গ করেন, লক্ষ লক্ষ মা-বোন নিজের ইজ্জত বিষর্জন দিয়েছিলেন শুধুইকি এ দেশের একটা নামের জন্য নাকি তাদের পরের প্রজন্ম অর্থাৎ আমাদের মুক্তি তথা আমাদের স্বাধীনতার জন্য ?
কত যুগ চলে গেল আমরা সেই পরাধিনই থেকে গেলাম তবে কিসের এই নাম কা অয়াস্তা স্বাধীনতা ! আজ আমি বা আমরা ইচ্ছে করলেই আমাদের ব্যাবসা প্রতিষ্ঠান খুলতে পারিনা, আমার মা অসুস্থ তাকে বড় ডাক্তারের কাছে ঢাকা নিয়ে যেতে পারছিনা পাছে কাবাব হই, আজ আমাদের ছোট ছোট কোমলমতি বাচ্চারা স্কুল যেতে পারছেনা পরীক্ষা হচ্ছেনা, কোন অনষ্ঠান করতে গেলে উনাদের (!) কর্মসূচি দেখে ডেট করতে হচ্ছে । একদল করছে এবং অন্যদল তা উপভোগ করছে আর আমরা মাইনকার চিপাই তাহলে আমরা কিসের স্বাধীন !
দেশের মুষ্টিমেহ কিছু লোকের কাছে আমরা ১৬ কোটি মানুষ পরাধিন !
শুধুকি তাই, আজ আমি বা আপনি যদি খুন হয় আমাদের সন্তানরা কি পাবে তাদের পিতার হত্যার বিচার ? আগে শুনেছি পুলিশ সাহেবরা শুধু বিবাদির কাছ থেকে টাকা নিত আর এখন থানার ঐ গেটটি দিয়ে যে কাজেই ঢুকুন পকেটে টাকা আছে কিনা দেখে ঢুকুন না থাকলে বেরিয়ে আসুন কোন সরকারি অফিসে কোন কাজের জন্য যাবার আগে আমাদের আগে দেখতে হয় টাকা নিয়েছি কিনা তাতে প্রয়োজনীয় কাগজ নেয় বা না নেয় ! পাসপোর্ট করা, বাচ্চাকে স্কুলে ভর্তি করা, হাসপাতালে সিট নেওয়া, মটর সইকেল/গাড়ি রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স নেয়া, অন্যন্য যে কোন প্রকারের লাইসেন্স নেয়া কোন কাজটি টাকা ছাড়া হয় ! তবে কিসের স্বাধীন জাতী আমারা !
হ্যাঁ, স্বাধীন দেশের মানুষ বটে তবে স্বাধীন নামের খোলশের ভেতরে পরাধিনতার শেকলে বন্দি কিছু গিনিপিক ছাড়া আমরা আর কি ?
তাইতো আমি খুশি নই, আমি আনন্দ করতে পারছিনা, আমি অপেক্ষায় আছি সেদিনের যেদিন সকল প্রতিবন্ধকতাকে জয় করে আমরা স্বাধীন দেশের সাধারন মানুষ মানুষ হিষেবে স্বাধীন হব সেদিনের। একটা কথা ভুলে গেলে চলবেনা, ৭১ এর স্বাধীনতা যুদ্ধ কেবল একটা দেশকে স্বাধীন করবার যুদ্ধই ছিলনা তার চাইতে বড় উদ্দেশ্য ছিল বাংগালি জাতীকে স্বাধীন করা ।
২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৯
ফাউজুল কবির রনি বলেছেন: হ্যাঁ ভাইয়া, সবই জানি এবং বুঝি তারপরো মন মানে না, আমি জানি ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে একদিন / ধন্যবাদ আপনাকে
২| ২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৯
আলআমিন১২৩ বলেছেন: It is unfortunate to compare our great independence with present political turmoil or some evil work of corrupt persons. independence is far far greater.
২৮ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১৪
ফাউজুল কবির রনি বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০৫
রাফা বলেছেন: আপনি নিজের বিবেককে প্রশ্ন করে দেখুনতো আপনি দেশের জন্য কি করেছেন!
জিবন বাজী রেখে দেশটা স্বাধীন করেছে আমাদের পুর্ব-পুরুষ।সেই স্বাধীনতার সন্মান রক্ষা করতে পারছিনা আমরা।এটাতো আমাদেরই ব্যার্থতা।পৃথিবীর কোথাও শান্তি নেই আজকে।সেটা ইউরোপ ,আমেরিকা যেখানেই হোকনা কেনো।আমাদের স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদেরকেই পথে নেমে আসতে হবে আবার ৭১-এর মত।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৮
অলুক তৎপুরুষ বলেছেন: একটি স্বাধীন জাতি পরাধীন জাতি থেকে অনেক ভাল। আজ পাকিস্তানের সাথে থাকলে একবার কল্পনা করুন কি হত? আপনি কতটুকু বেঁচে থাকার, স্কুলে যাওয়ার, মত প্রকাশ করার অধিকার পেতেন??? সবসময় একটা মৃত্যু আতঙ্কের মধ্যে থাকতে হত।
বিশ্বে অনেক দেশই স্বাধীন হয়েছে, তবে পুরোপুরি স্বাধীনতা কয়টি দেশ পেয়েছে? তবে হবে সবকিছুই। সময়ের ব্যাপার।