![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"Truth has come, and falsehood has perished. Surely! falsehood is ever bound to perish." AL QUR'AN 17:81 ফেইসবুক: https://www.facebook.com/RafiApece
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সিলেটের গ্রামের বাড়ির একমাত্র মজা পুকুরটি গতকাল রাতে চুরি হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতই আজও তারা সক্কাল বেলা বিদ্যুৎ কাল নিমের মাজন দিয়ে দাঁত মাজতে মাজতে পিচিক করে পুকুরে থু ফেলতে গিয়ে দেখেন পুকুরটি সেখানে নেই ! পুকুরটি মজে গিয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে জনৈক কুদ্দুসের বাপ বলেন, 'মোটেই না। মন্ত্রী মহোদয় ছোটবেলায় এই পুকুরে তাঁর ফেলো গ্রামবাসীদের সাথে অনেক মজা করতেন বলেই এর নাম মজা পুকুর। প্রকৃতপক্ষে এটি একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের পুকুর ছিল।'
এ ব্যাপারে মন্ত্রীর মতামত জানতে আজ সকালে সাংবাদিকরা তাঁর বাসভবনে উপস্থিত হন। মন্ত্রী তখন গড়গড়া করছিলেন। পুকুরচুরির প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি কুলি করে বলেন,
‘হল-মার্ক... দুঃখিত, পুকুর চোরেরা যে পুকুর নিয়ে গেছে, তা জনগণের পুকুর। এই পুকুর উদ্ধার করতে হবে। উদ্ধারের জন্য দরকার কারখানা চালু। আর সে জন্যই ওদের দরকার আরও পুকুর।...’
আবেগঘন কন্ঠে মন্ত্রী বলেন,
'মজা পুকুরের পানি দিয়ে গড়গড়া করতে করতে আই অ্যাম একদম ফেডআপ। মজা পুকুর রাবিশ ! এখন আমার আছে টেপের পানি। সো পানি নিয়ে ভাবনা? আর না আর না !!'
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২২
ফজলে রাব্বানি বলেছেন: পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি 'টেকায় টেকা আনে'
২| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
ঢাকাবাসী বলেছেন: এই বয়সেও টাকার এত লোভ!
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৫
ফজলে রাব্বানি বলেছেন: লোভ?? কি যে বলেন ভাই! ভদ্রলোক তো টাকা দিতে চাচ্ছে। এ যুগে এমন লোক ক'জন আছে বলুন?
অর্থমন্ত্রীকে দেখলে শ্রদ্ধায় আমার চক্ষে পানি চইলা আসে !
৩| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এত সুন্দর উউটি পোস্ট সামুতে সহজে চোখে পড়ে না। দুর্লভ সৃষ্টি। প্লাস ও প্রিয়তে।
শ্রদ্ধায় আমার চক্ষে পানি চইলা আসে !
ভাই আপনাকে অনুসরণ করলাম শুধু তব্দা লাগানো রসবোধ তথা স্যাটায়ারের জন্য। পড়তেই থাকব, আপনি প্লিজ, কষ্ট না হলে স্যাটায়ার লিখতেই থাকুন সব বিষয়ে, শুধু রাজনীতি নয়।
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৩
ফজলে রাব্বানি বলেছেন: আমি বিশাআআআল অলস পাবলিক ভাই। আপ্নেই প্রথম মানুষ যিনি আমারে প্রিয়তে নিলেন আর ফলো করলেন! আমার সত্যিই এইবার চক্ষে পানি আসতেছে...
তবে আপনার অনুরোধ রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ্। স্যাটায়ার আমি খুব ভালা পাই
৪| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪
রাতুল রেজা বলেছেন: এই জন্যেই ও এখনো একটা মাল
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
ফজলে রাব্বানি বলেছেন: মালাই লামা !
৫| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২
আমি রেদওয়ান বলেছেন: রকৃতপক্ষে এটি একটি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের পুকুর ছিল।
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫
ফজলে রাব্বানি বলেছেন:
৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭
তিক্তভাষী বলেছেন: দুষ্টু!
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮
ফজলে রাব্বানি বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
নীল েমঘ বলেছেন: আরে বাহহ, দারুন জমজমাট কাহিনী তো ...