নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক আগ্নেয় পাহাড়

সিংহের মতো আধ-বোজা চোখে আমি কেবলি দেখছিঃ মিথ্যার ভিতে কল্পনার মশলায় গড়া তোমাদের শহর

ফজলে রাব্বানি

"Truth has come, and falsehood has perished. Surely! falsehood is ever bound to perish." AL QUR'AN 17:81 ফেইসবুক: https://www.facebook.com/RafiApece

ফজলে রাব্বানি › বিস্তারিত পোস্টঃ

৫৭ ধারাও আইন, বোয়ানও অনলাইন এক্টিভিস্ট সংগঠন আর তেলাপোকাও একটা পাখি

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

ব্লগার এন্ড অনলাইন এ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক। সংক্ষেপে ‪‎BOAN‬.



গণজাগরন মঞ্চের উদ্যোক্তা। যুদ্ধাপরাধীদের উপযুক্ত বিচারের দাবীতে সোচ্চার এবং সক্রিয় সংগঠন।



মাথায় হলুদ ব্যান্ডানা পরে শাহবাগ প্রতিবাদের পুরাটা সময় তারা মাতিয়ে রাখলেন, জমিয়ে রাখলেন। টিভিতে টক শোতে নিয়মিত তাদের আনাগোনা করতে দেখা গেল। মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হল, হলুদ ব্যান্ডানা ছাড়া কেউ যদি কোথাও গণজাগরন মঞ্চ সম্পর্কে কিছু বলে তাহলে সেটা ধর্তব্য হবে না। আমরা আশ্বস্ত হলাম। '৯০ এর পরের সবচে বড় গণআন্দোলনটা কিছু যোগ্য মানুষের হাতে পড়েছে তাহলে! বাহ!



সমস্যা হলো শাহবাগ প্রতিবাদের পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।



জাগরন মঞ্চ একটা নির্দিষ্ট উদ্যেশ্যে গড়ে উঠেছিল। তারা শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে কথা বলবে না, পদ্মা সেতু, সাগর-রুনি, টিপাই মুখ, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা নিয়ে মাথা ঘামানো তাদের কাজ নয়। তারা ভূগোল পরীক্ষার দিন ইতিহাস পরীক্ষা দিয়ে আসে না। খুবই স্বাভাবিক এবং যৌক্তিক কথা।



কিন্তু বোয়ান?

বোয়ানের কি আর কোন কাজ নাই?



তাদেরও কি যুদ্ধাপরাধ আর জামায়াত নিষিদ্ধ ছাড়া অন্য ইস্যুতে কথা বলা নাজায়েজ?



.....নাহ্‌, বাড়ি ভাড়া কমানো বা পিঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাদেরকে রাস্তায় নামতে বলতেছি না।



নিদেন পক্ষে রামপাল ইস্যুতে তো তারা মুখ খুলতে পারতেন।



সীমান্ত হত্যা নিয়ে তো তাদের কথা বলার কথা।



............সব বাদ দিলাম।



অন্তত চার ব্লগারের বিরুদ্ধে সরকারের খড়্গ হস্তের প্রতিবাদে তো তাদের কথা বলা উচিৎ।



সংশোধিত তথ্য ও প্রযুক্তি আইন ২০১৩- এর ৫৭ ধারার বিরুদ্ধে তো তাদের অবশ্যই অবশ্যই কথা বলার কথা।



বোয়ানের অফিসিয়াল পেইজের about-এ লেখা আছে যে এটি "প্রগতিশীল ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের একটি জাতীয় সংগঠন।"



তা অনলাইনে বাক স্বাধীনতার উপর চাপিয়ে দেওয়া এই কালো আইনের বিরুদ্ধে দুইটা কথা বলার যাদের মুরোদ নেই, তারা কিসের 'প্রগতিশীল' ব্লগার?



কিয়ের হিন্দি চুলের এক্টিভিস্ট ?? হ্যাহ্‌?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

তালুকদার নাজমুছ সাফিন বলেছেন: এরা নিজেদের নিয়েই ব্যস্ত আছে । এদের প্রগতিশীল বলা হলে 'প্রগতিশীল' শব্দটাকেই অপমান করা হবে. . . .

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ফজলে রাব্বানি বলেছেন: নিজেদের নিয়ে ব্যস্ত না। তারা ব্যস্ত সরকারের পা চাটায়। সরকার মহাশয় যেন কোনভাবেই বিব্রত না হন। সরকারের কোন কাজেরই যেন বিরোধীতা না হয়ে যায়- এই ব্যাপারে তারা খুব সতর্ক।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে কথা বলবে না, পদ্মা সেতু, সাগর-রুনি, টিপাই মুখ, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা নিয়ে মাথা ঘামানো তাদের কাজ নয়। তারা ভূগোল পরীক্ষার দিন ইতিহাস পরীক্ষা দিয়ে আসে না। খুবই স্বাভাবিক এবং যৌক্তিক কথা।

কিন্তু বোয়ান?
বোয়ানের কি আর কোন কাজ নাই?

তাদেরও কি যুদ্ধাপরাধ আর জামায়াত নিষিদ্ধ ছাড়া অন্য ইস্যুতে কথা বলা নাজায়েজ?

.....নাহ্‌, বাড়ি ভাড়া কমানো বা পিঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাদেরকে রাস্তায় নামতে বলতেছি না।

নিদেন পক্ষে রামপাল ইস্যুতে তো তারা মুখ খুলতে পারতেন।

সীমান্ত হত্যা নিয়ে তো তাদের কথা বলার কথা।
++++



কিয়ের হিন্দি চুলের এক্টিভিস্ট ?? হ্যাহ্‌?

জ্বি, জনাব যর্থার্থই বলেছেন- তারা হিন্দি চুলেরই এক্টিভিস্ট!!!!!!!!


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.