নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক আগ্নেয় পাহাড়

সিংহের মতো আধ-বোজা চোখে আমি কেবলি দেখছিঃ মিথ্যার ভিতে কল্পনার মশলায় গড়া তোমাদের শহর

ফজলে রাব্বানি

"Truth has come, and falsehood has perished. Surely! falsehood is ever bound to perish." AL QUR'AN 17:81 ফেইসবুক: https://www.facebook.com/RafiApece

ফজলে রাব্বানি › বিস্তারিত পোস্টঃ

অভ্র এবং বিপদ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

বলতে চাচ্ছিলাম ‘অভ্র’ নিয়ে। একুশের এই শুভ লগ্নে।



অমিক্রন ল্যাব-এর মেহেদি হাসানের উদ্ভাবন এই সফটওয়ার না থাকলে আজ আমাদের অবস্থা হতো পশ্চিম বঙ্গের পরজীবি বাঙালিদের মত। কল্পনা করা যায়? ফেইসবুক, ব্লগ,ফোরাম সবখানে এখনও, এই ২০১৪ সালেও যদি বাংলিশ ভাষার ছড়াছড়ি হয়ে থাকতো, জাতি হিসেবে আমরা কত পিছিয়ে যেতাম!



কিন্তু দুনিয়ার কোন আশীর্বাদই অবিমিশ্র নয়। অভ্রেরও খারাপ দিক আছে। আসলে বলা ভালো, অভ্রকে আমরা যে ভাবে ব্যবহার করি তার একটা বিশাআআআল বিপদ আমার চোখে ধরা পড়েছে। হতে পারে আ আমার আশঙ্কা অমূলক। কিন্তু এও তো হতে পারে, এটা অমূলক নয়!



আমার অভিযোগ ‘অভ্র ফোনেটিক’ নিয়ে। বাংলা ভাষা জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর চতুর্থ বৃহৎ ভাষা। অন্যান্য আরো বহু দিক দিয়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাষার ব্যবহারকারীরা যদি সেই ভাষার বর্ণগুলো ‘অন্য একটি’ ভাষার বর্ণের সাহায্যে অন্তর্জালে ও গণকযন্ত্রে লেখেন, সেটা কী তাদের জন্য, ভাষাটির জন্য যথেষ্ট সম্মানজনক? বিশেষ করে যে ইতিহাসে যে বর্ণমালার জন্য আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, সেই বর্ণমালার প্রতি এমন আচরণ কি আমাদের শোভা পায়?



প্রশ্ন করবেন- সমাধান কী? উত্তর হলো- বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার করুন। দুনিয়ার অনেক ভাষারই নিজস্ব বর্ণ নেই। অনেক ভাষাভাষী জনগোষ্ঠীই ইংরেজি বর্ণ ব্যবহার করে মাতৃভাষা লেখে। আমরা কি তাদের কাতারে নিজেদের ফেলতে চাই? আমাদের তো নিজস্ব কী-বোর্ড আছে, বাজারে বাংলা বর্ণ খচিত কী-বোর্ড পাওয়া যায়, তাহলে আমরা কেন হীনমন্য আচরণ করবো?



বলবেন- সফটওয়ার কোথায়?

বলবো- ঐ অভ্রই। অভ্রতেই তো নিজের বর্ণে লিখা যায়। প্রয়োজন ডিফল্ট লে-আউটটা একটু পাল্টে নেয়া, ব্যস। অভ্রের পুরনো ভার্সনে Unibijoyনামে চমৎকার একটা লে-আউট ছিল। সেটা ব্যবহার করলে বাজারের কী-বোর্ডের অক্ষরের সাথে মিল রেখে সহজেই টাইপ করা যেত। কিন্তু বাংলার স্টিভ জবস খ্যাত মোস্তফা জব্বারের গোয়ার্তুমীতে অভ্র তাদের নতুন ভার্সনে সেটা বাদ দিতে বাধ্য হয়েছে। তাতে কী? আপনি আমি তো ইন্টারনেট গুরু। পুরনোটা যোগাড় করতে কতক্ষণ?



পুরনোটা ভাল লাগছে না? খুঁজে পাচ্ছেন না? নতুন অভ্রতে আছে নিজের ইচ্ছামত কী-বোর্ড লে-আউট এডিট করে নেয়ার সুযোগ।Avro Top Bar এর Tools and settings বাটনে ক্লিক করে Keyboard Layout Editor : Build custom layouts এ ক্লিক করে নিজেই বানিয়ে নিতে পারেন ইউনিবিজয় বা যা খুশি।



তাও কষ্ট করতে চাচ্ছেন না? আচ্ছা আপনার জন্য আমিই করে দিচ্ছি। নিচের লিংকটা থেকে নামিয়ে নিন। তারপর স্রেফ ডাব্‌ল ক্লিক করুন। তারপর অভ্র একবার ক্লোজ করে আবার চালু করুন। Avro Top Bar-এ ‘বাংলা’ বা ‘English’লেখা বাটনে ক্লিক করলেই দেখবেন Anondolokনামে একটা নতুন লে-আউট চলে এসেছে।ভতবু প্লিজ, বাংলা ভাষা বাংলায় লিখুন। অভ্র ব্যবহার করেই লিখুন। শুধু a m a r নালিখে সরাসরি ‘আমার’ই লিখুন।



Click This Link



অভ্র একটা Tool মাত্র, এটাকে কীভাবে ব্যবহার করবেন সেটা আপনার ইচ্ছা। শুধু ব্যবহার করার আগে একটু ভেবে নেবেন, আপনার আজকের ছোট্ট কোন উদাসীনতার কারনে ভবিষ্যতের প্রজন্মের কোন শিশুর কাছে ‘ভাষা’ বানান জানতে চাওয়া হলে সে যেন বলে না বসে-



ভি, এ, শিফ্‌ট + এস, এইচ, এ- ভাষা !!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

ফয়সালরকস বলেছেন:
পুরানডা আমার কাছে আছে...কারো লাগবো?

আমি সেই যে ধরছিলাম...এহনো ছাড়ি নাই!

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

অরণ্যতা বলেছেন: আচ্ছা আমরা তো পুরো বাংলা কিবোর্ড ব্যবহার করলেই পারি। যে কিবোর্ডে বাংলা অক্ষর অনুসারে কী বিন্যাস থাকবে আর বাংলা অক্ষরের নিচে ছোট করে ইংরেজী অক্ষর লেখা থাকবে। প্রতিটা বাংলা অক্ষরের জন্য একটা করে কী থাকবে সেই কী বোর্ডে।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৭

আরিফ আরাফাত রুশো বলেছেন: ভালো বোলেচেন

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯

ধূসর পৃথিবী বলেছেন: এইটা কি নৈতিকভাবে ঠিক হবে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.