নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গবেষক ফজলে রাব্বি

গবেষক ফজলে রাব্বি › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিগত উন্নয়ন শিক্ষায় আল কুরআন। পর্ব - ০১।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬


ব্যক্তিগত উন্নয়ন শিক্ষায় আল কুরআন, ৫২ সূরা আত্বতূর, আয়াত – ২১ এ আল্লাহ বলেছেন,
“প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী।”

ব্যক্তিগত উন্নয়ন শিক্ষায় আল কুরআন, ৫৩ সূরা আননাজম, আয়াত – ৩১, ৩৯ এ আল্লাহ আরও বলেছেন,
আয়াত – ৩১
“যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে যমীনে তা সবই আল্লাহর। যাতে তিনি যারা মন্দ কাজ করে তাদেরকে তাদের কাজের প্রতিফল দেন এবং যারা নেক কাজ করে তাদেরকে দেন উত্তম পুরস্কার।”

আয়াত – ৩৯
“এবং মানুষ শুধু তাই পায় যা সে অর্জন করে।”

এবার একটি গল্প বলা যাক যাতে ইহা পরিষ্কার হয়ে ওঠে যে, মানুষ যা পায় তা নির্ভর করে যা সে পূর্বে করে থাকে তার ওপর।
এক ছোট্ট ছেলে তার বাবার সাথে পাহাড়ের পাশে হাঁটছিল। হঠাৎ ছেলেটি একটি পাথরের সাথে ধাক্কা খেল এবং পড়ে গিয়ে আঘাত পেল। ব্যাথা পেয়ে বলে উঠলো, “আহ…”। ছেলেটিকে অবাক করে দিয়ে পাহাড়ের কোন এক জায়গা থেকে আওয়াজের পুনরাবৃত্তি হলো, “আহ…”।

উৎসুক ছেলেটি চিৎকার করে জানতে চাইলো, “কে?”
উত্তর আসলো, “কে?”

ছেলেটি তখন চিৎকার করে বললো, “তুমি খুব ভালো”।
অজানা কণ্ঠে উত্তর আসলো, “তুমি খুব ভালো”।

প্রচণ্ড রেগে গিয়ে ছেলেটি বললো, “কাপুরুষ!”
উত্তর আসলো, “কাপুরুষ!”

ছেলেটি ভয় পেয়ে তার বাবাকে জিজ্ঞেস করলো, “বাবা, এসব কি হচ্ছে?”
স্মিতহাস্যে বাবা বললো, “বাবা, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা কর”।

ছেলেটি তখন পাহাড়ের দিকে উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে বললো, “ঠিক আছে। তুমিই জিতেছ”।
কণ্ঠস্বরের উত্তর, “ঠিক আছে। তুমিই জিতেছ”।

হতভম্ব ছেলেটি তখনও কিছু বুঝতে পারলো না। ফ্যাল ফ্যাল করে বাবার দিকে তাকিয়ে রইলো।
তার বাবা তাকে বোঝালো, “মানুষ ইহাকে প্রতিধ্বনি বলে, কিন্তু আসলে ইহাই হচ্ছে জীবন। তুমি যা বলো কিংবা কর ইহা তোমাকে তাই ফিরিয়ে দেয়। আমাদের জীবনটি হচ্ছে আমাদের কৃতকর্মেরই প্রতিফলন। তুমি যদি বেশি ভালোবাসা চাও, অন্যকে বেশি ভালোবাসা দাও। তুমি যদি অন্যের কাছ থেকে ভালো কিছু আশা কর, নিজে ভালো হয়ে যাও। আমাদের জীবনের সবকিছুর ক্ষেত্রেই ইহা প্রযোজ্য। তুমি জীবনকে যা দিয়েছ, জীবন তোমাকে ঠিক সেটাই ফিরিয়ে দেবে।”

তথ্য সহযোগিতায়:
১। আল কুরআন।
২। http://sstudentorg.blogspot.com/
৩। http://thikdarona.blogspot.com/

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

আমিরহোসাইন বলেছেন: এমন লেখাই বেশী প্রয়োজন।বন্ধু আরো লিখেন।আললাহ আপনাকে তৌফিক দিন।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

গবেষক ফজলে রাব্বি বলেছেন: আমির ভাই, আপনাকে ধন্যবাদ। আমি চেষ্টা করছি। আশা করি এমন ৪০টি রচনা আপনাদের সকলকে উপহার দিতে পারবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.