নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কারখানা

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায়

কাকপাখী

Better to reign in Hell than to serve in Heaven"

কাকপাখী › বিস্তারিত পোস্টঃ

আমি সব হতে রাজী আছি কেবল জনগন ছাড়া (একটি নিরীহ দর্শনের রাজনৈতিক পোষ্ট)

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫







নিজের তোলা অপ্রয়োজনীয় একটা ছবি শেয়ার করলাম ।



মাঝে মাঝে খুব অস্থির বোধ করি ।ভবিস্যত নিয়া উদ্বিগ্ন হওয়া আমার ধর্মে নেই তারপরও অসহায় লাগে খুব ।দেশের সামনের দিনগুলোতে কি হবে ?সরকার জানে একগুয়েমি করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব না।অন্যদিকে বিরোধী পক্ষ জানে নির্ধারিত সময়ের একদিন আগেও সরকার পতন ঘটানো সম্ভব না।তারপরও কেউ একচুল ছাড় দেয় না ।সব থেকে আতঙ্কজনক ব্যাপার হল সবাই বেশ হাল ছেড়ে ভুরিভোজে ব্যাস্ত।নেতা নেত্রী কারোরই কোন ভ্রুক্ষেপ নেই।সমস্যা অনেক তৈরি হয়ে আছে সমাধানের কোন পথ নেই ।যাদের রক্তের উপর দাড়িয়ে এক এগার সৃষ্টি হয়েছিল তাদের খোজ কি কেউ আর নিয়েছে ?আর একটি এক এগার কিংবা ২৮ শে অক্টোবরে রাজপথে রক্ত ঢেলে দিতে প্রস্তুত হচ্চে আমজনতা যারা কখনই পিঠা ভাগের কোন অংশ পায় না ।সময়ের নিয়মে সময় কেটে যাচ্ছে !জানি বড় কোন নাটকীয়তা অপেক্ষা করছে জাতির সামনে।যার কুশিলবরা ইতিমধ্যে দেীড় ঝাপ শুরু করেছে ।২০১৪ ক্যালেন্ডার হাতে পাইনি।থাকলে প্রথম মাসগুলোর তারিখগুলোর উপর হাত বুলিয়ে ভাবতাম এই দিনে কতগুলো লাশ পড়বে।বাঙ্গালী নাটকীয়তা পছন্দ করে ।হত্যার দৃশ্যগুলো তারা করুন আবহসংগীত সংযোগ করে নাটকীয় করে প্রকাশ করে !২০১৪ তেমন কোন নাটকের জন্য অপেক্ষা করছি ।



মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যখন সামান্য ঘাটতি দেখা যায় ঠিক তখনই সম্পর্কের টানপোড়ন শুরু হয় ।মহাজোট সরকার জনগনের যে বিপুল প্রত্যাশার চাপ নিয়ে ক্ষমতা গ্রহন করেছিল,আমাদের প্রাপ্তি তার তুলনায় অতি নগন্য ।সাভাবিক নিয়মেই সরকারের শেষ বছরে জনপ্রিয়তা তৈরি করা বা ধরে রাখা সম্ভব নয় ।এন্টি গভারমেন্ট একটা দল তৈরি হয় যারা সরকারের কাজে খুশি নয় বরং বিরক্ত ।ভোটের দুনিয়ায় এরাই দোদুল্যমান ভোটার বলে পরিচিত ।সফল মানুষ যেমন গর্ব করে তার দু:সময়ের গল্প বলে আনন্দ পায় গর্বিত বোধ করে তেমনি এই মানুষগুলো মন্দের ভালো হিসাবে কোন একটা দলকে বেছে নিয়ে গর্বিত হয় ।গত চার বছরে আওয়ামীলীগ এমন কোন ভালো কাজ করেনি যে ২৩০ টি আসন ২৫০ ঠেকবে ।বলা যেতে পারে এমন কোন খারাপ কাজও করেনি যার জন্য ২৩০ টি আসন ৩২ গিয়ে দাড়াবে ।



মানুষ প্রকৃতিগত ভাবেই ভুলোমনা ।ভুলে যেতে সে পছন্দ করে নয়ত জীবন যাপন করা অসম্ভব ।ধরুন যেদিন আপনার মা বাবা ভাই বোন কিংবা আপনজন মৃত্যু বরন করেছিল সেদিন জীবনটা ছিল আপনার কাছে দুর্বিসহ ।মনে হয়েছিল জীবনটা মুল্যহীন।অথচ আজ বেশ দিব্বি সব ভুলে ভাল আছেন ।এটাই সাভাবিক ।ক্ষমতায় থাকতে বি এন পি দেশটাকে যে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল তা আমরা ভুলে গেছি।আবুল আর হলমার্ক কেলেংকারীতে ঢাকা পড়েছে তারেক রহমান আর গিয়াস উদ্দিন আল মামুন ।বাশখালিতে ১১ জন পুড়িয়ে মারা ঢাকা পড়েছে রামু বেীদ্ধ বিহারে হামলায়,৭৭ জন সাংবাদিক হত্যা ঢাকা পড়েছে সাগর রুনির কাছে ।ব্যাপার না ।ভুলে যাওয়াটা সাভাবিক ।



গনতান্ত্রিক দেশে বিরোধী দল হল দ্বিতীয় সরকার ।বাংলাদেশ প্রেক্ষাপট ভিন্ন ।এ সময় বিরোধী দলের নেতাদের কোট কাচারিতে দেীড়াতেই বেশীর ভাগ সময় ব্যায় হয় ,সংসদ নামক কোমায় থাকা রোগিটাকে অক্সিজেন দেয়ার সময় তাদের থাকে না ।গত ৪ বছরের বিরোধী দল হিসাবে বি এন পি কি করেছে ।কয়েকটি হরতাল,ভাংচুর,অবরোধ,হুমকী,ধামকী,বিবৃতি ইত্যাদি ।মানুষ যখন দ্রব্য মুল্য বৃদ্ধি আর আইন শৃংখলা অবনতির জন্য একটা শক্ত হরতালের কিংবা প্রতিবাদের পথ খুজছিল বি এন পি তখন রাজাকারদের বাচাতে জামায়াতের হরতালে নৈতিক সমর্থন দিয়েছিল।সত্যি কথা বলতে কি আওয়ামীলীগ যতগুলো আন্দোলনের ইস্যু বি এন পির হাতে তুলে দিয়েছে তার একটারও স্বদব্যাবহার তারা করতে পারেনি ।নিজেদের আখের গোছাতেই তারা ব্যাস্ত ।জনগনের কথা শুনবে কখন ।



গত নির্বাচনের ২৩ শতাংশ নতুন প্রজন্মের ভোটার মুক্তিযুদ্ধের চেতানায় মন্দের ভালো হিসাবে নেীকার পালে হাওয়া দিয়েছে ।এবারও খুব একটা ব্যতিক্রম হবার সম্ভাবনা নাই ।কেননা মানুষ আওয়ামীলীগের গুষ্টি উদ্ধার করবে কিন্তু রাজাকারদের ভোট দেবে না ।আজ চারিদিকে সরকারের সমালোচনা মানুষের মুখে মুখে।কিন্তু মনে রাখতে হবে ভোটের বাজারে রাজাকার জামায়াত ইসলাম একটা ফ্যাক্টর ।একসময় বাংলাদেশে দুইটা দল ছিল একটা আওয়ামীলীগ অন্যটা এন্টি আওয়ামীলীগ ।এখন দেশে নতুন একটা দল হয়েছে এন্টি জামাত।এরা শেখের বেটির জুলুম মানতে রাজী আছে তবু রাজাকারের গাড়ীতে পতাকা দেখতে নয়।



সরকার বলে জনগন হরতাল প্রত্যাক্ষান করেছে বিরোধী পক্ষ বলে জনগন হরতালে সমর্থন দিয়েছে ।সরকার বলে জনগনকে সাথে নিয়ে বিরোধী দলের সকল ষরযন্ত্র নস্যাত করব বিরোধী পক্ষ বলে জনগনকে সাথে নিয়েই জনবিরোধী এই সরকারকে হটাবো ।মাঝ খান থকে চিরে চ্যাপ্টা হয় জনগন ।আমি সব কিছু হতে রাজী আছি কেবল জনগন ছাড়া !

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.