নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কারখানা

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায়

কাকপাখী

Better to reign in Hell than to serve in Heaven"

কাকপাখী › বিস্তারিত পোস্টঃ

ইসলামকে রক্ষা করা আমার ঈমানী দায়িত্ব আর দেশকে কলঙ্কমুক্ত করা আমার নৈতিক দায়িত্ব

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

ফিলিস্তিনার যুগের পর যুগ ধরে যে সংগ্রাম করে আসছে সেটা ধর্মযুদ্ধ নয় তারা লড়ছে তাদের স্বাধীনতার জন্য নিজ গৃহে পরবাসী হবার যন্ত্রনা তারা সয়ে যাচ্ছেন বছরের পর বছর ।তাদের স্বাধীনতার আন্দোলনে আমাদের নাক গলানোর কিছু নাই তারপরও একজন মুসলমান হিসাবে আরেক মুসলমানের রক্তাত্ব লাশ যখন চোখের সামনে ভেসে উঠে নিজের অজান্তেই চোখ ঝাপসা হয়ে ওঠে ।শাহবাগের প্রজন্ম চত্তরে আজ যে তারুন্যের বিস্ফোরন ঘটছে,যে যুদ্ধের ঘোষনা করেছে তা কোন ধর্মযুদ্ধ নয় নিজেদের স্বাধীনতার অর্জনগুলোকে রক্ষার জন্য ।ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আপনি কাদতে পারেন তবে একজন মুসলমান হয়ে কেন আপনি শাহবাগের এ যুদ্ধে সামিল হবেন না ?





এই দেশে জামায়াত ইসলাম প্রতিষ্ঠার আগেও ইসলাম ছিল,মুসলমান ছিল ।অনুরোধ করলাম বুকে হাত দিয়ে বলেন তখন কি ধর্মের মধ্যে এত বিভেদ ছিল ?ছিল না ।জাতি হিসাবে আমরা ধর্মভীরু ।ছোটবেলা থেকেই ধর্মের রীতি নীতি আদর্শ মুল্যবোধ ইত্যাদির শিক্ষাগুলো আমরা পরিবার থেকেই পেয়ে আসছি ।আল্লাহ রসুলের নামে যেকোন কটুক্তি আমাকেও বিক্ষুব্ধ করে,প্রতিবাদী করে ।কিন্তু যেদিন থেকে জামায়াত তাদের কুকীর্তি ঢাকতে ইসলামকে ছাতা হিসাবে ব্যাবহার করতে শুরু করল সেদিন থেকেই মুলত ইসলামের অবমুল্যায়ন শুরু ।লক্ষ লক্ষ মানুষ হত্যা করে,হাজার হাজার নাড়ী ধর্ষন করে আজ তারা ইসলামের ধারক বাহক সেজেছে !ওরা ধার্মিক নয় ওরা ভন্ড ।ওরা আল্লাহ রসুলকে ওদের ব্যাক্তিগত সম্পত্বি বানিয়ে ফেলেছে ।ওদের মওদুদী মতবাদে বিশ্বাস না করলে নাস্তিক বলে,কাফির বলে ।আল্লাহর বিচারে হয়ত ওদের আস্থা নাই তাই ওরাই শাস্তি নিরুপন করে,হত্যা করে ।ওদের জন্য আমার ইসলামকে আজ মানুষ হেয় করার সুযোগ পায় ।আমি একজন ধার্মিক মুসলমান তাই ভন্ড,বিশ্বাসঘাতক জামাত শিবিরকে ঘৃনা করি ।আমি জানি আপনিও আমার মতো একজন ধর্মপ্রান মুসলমান ।আপনিও আমার মতো কোন আরবী হরফে লেখা পাতা রাস্তায় পড়ে থাকতে দেখলে বিসমিল্লাহ বলে ধরে পানিতে ভাসিয়ে দিতেন কিংবা উচু দেয়ালে রেখে দিতেন যাতে আরবী হরফের অবমুল্যায়ন না হয় ।আমরা আল্লাহ রসুলকে ভালবাসি সতস্ফুর্তভাবে,কোন সার্থে নয় ।যারা ইসলামকে নিজেদের সার্থে ব্যাবহার করে তারাই মুলত ইসলামের শত্রু,মুনাফিক ।



আসুন যুদ্ধাপরাধী রাজাকার জামায়াত শিবিরকে না বলি ।ওদের হাত থেকে ইসলামকে রক্ষা করি ।শাহবাগের গনজাগরনে একাত্ম হই স্লোগানে স্লোগোনে উত্তাল করি জনপদ ।মুস্টিবদ্ধ হাত উচিয়ে বজ্র কন্ঠে বলি দেশের শত্রু রাজাকারের বিচার চাই আর ইসলামের শত্রু জামায়াত ইসলামকে নিষিদ্ধ করতে হবে ।মনে রাখবেন ইসলামকে রক্ষা করা আমার ঈমানী দায়িত্ব আর দেশকে কলঙ্কমুক্ত করা আমার নৈতিক দায়িত্ব ।আর কোন দায়িত্বই এড়িয়ে যাবার সুযোগ নাই ।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

পীরসাহেব বলেছেন: মারহাবা! আপ্নেরে বিনা ফিতে মুরিদ বানাইতাম, কাইল আয়া পড়েন, দুপ্পুর নাগাদ হগ্গলে মিল্লা ইসলাম থিক্যা জামাত খেদাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

কাকপাখী বলেছেন: ভাই পরীক্ষা নিয়া বহু ফাপরে আছি !তয় কাইল আমুনে ।রবিবার দিয়া লাগাতার পাইবেন ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: সাথে আমিও আছি কইলাম পীরসাব! ও লেখক সাব। মাগার সাথে সাথে নাস্তিক খেদাও আন্দোলনও কিন্টু করোন লাগবো কইলাম।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

ওছামা বলেছেন: দেশের প্রবীনরা তরুদের অকর্মা বলছে বলে, তাই শূধু নিজেদের কর্মা প্রমান করার জন্যে নামকা-ওয়াস্তে আন্দোলোন করা উচিত না।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

গুরুভাঈ বলেছেন: সাবাশ বাংলাদেশ

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

রুদ্র মানব বলেছেন: +

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

দায়িত্ববান নাগরিক বলেছেন: ইসলামকে রক্ষা করা আমার ঈমানী দায়িত্ব আর দেশকে কলঙ্কমুক্ত করা আমার নৈতিক দায়িত্ব ।আর কোন দায়িত্বই এড়িয়ে যাবার সুযোগ নাই ।

+++++

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

ফারহান ফারদিন বলেছেন: ইসলাম কে ওরা বাপ দাদার সম্পত্তি মনে করে। ওরা আসলে ইসলামের দুশমন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.