| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাকপাখী
Better to reign in Hell than to serve in Heaven"
![]()
কিছুদিন আগে আপনার প্রিয় গান ছিল :
তুমি ভাসবে যে স্রোতে তোমায় ভাসাব সে স্রোতে
তুমি ডুববে যে জলে তোমায় ডোবাব সে জলে
এখন আপনার প্রিয় গান :
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো,তার আকাশ কি আমার চেয়ে বড় ।
আমি নিশ্চিত আপনি মাত্রই দীর্ঘ প্রেম জীবনের ইতি টেনেছেন ।ঠিক আপনি না,আপনার "তিনিই" যা টানাটানির টেনে দিয়েছেন ।আপনি কেবল ছেড়া দড়ি নিয়ে অহেতুক জট পাকাচ্ছেন।জীবনটা এই মুহুর্তে অর্থহীন,অপ্রয়োজনীয় মনে হচ্ছে ।পৃথিবীর সব মেয়েকে ধোকাবাজ মনে হয় অথচ নিজের সাবেক সঙ্গীকে এখনও আম জনতার কাতারে ভাবতে পারছেন না ।এই মুহুর্তে আপনি কি করতে পারেন ?
প্রথমত আপনি আপনার মজনু সত্ত্বাকে আরো পাকাপোক্ত কিংবা স্থায়ী রুপ দিতে আত্মহত্যা করতে পারেন !সেখেত্রে ক্ষতির পরিমান দেখার জন্য আপনি আর জীবিত থাকবেন না ।তবে আশা করা যায় যার জন্য আপনার এমন মর্মস্পর্ষী সিদ্ধান্ত সেই "তেনার" মর্মে কিংবা চর্মে কোন প্রভাব পড়বে না ।
দ্বিতীয়ত আপনি আপনার "তেনার" ছবি আর ম্যসেজ নিয়ে গরুর মতো জাবর কাটতে পারেন ।ফলাফল সরুপ গরুর হজম প্রক্রিয়া সুষ্ঠ হলেও আপনার বদ হজমের সম্ভবনা প্রচুর ।ডেজার্ট হিসাবে আর্থিক সঙ্গতির উপর মদ,গাজা,ফেন্সি কিংবা রেড ওয়াইন এর সহায়তা নিতে পারেন ।তবে আমি নিশ্চয়তা দিতে পারি টাকার শ্রাদ্ধ ছাড়া অন্য কোন ফলাফল আপনার জন্য বরাদ্দ থাকবে না ।
তৃতীয় এবং সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি হল "যেীবন একটা গোল্ডলিপ সিগারেট" মুলক আধ্যাতিক গান শোনা শুরু করতে পারেন ।ছোট বোন কিংবা পেকে ঝুনা হওয়া বান্ধবীর সহায়তার নতুন কোন "তেনার" খোজ করতে পারেন ।কপালের আয়তন অনুসারে এক বা একাধিক "তেনাদের" সান্নিধ্য পেতে পারেন ।মনে রাইখেন ঘর পোড়লে ছাই থাকে কপাল পুড়লে তাও থকে না ।তাই অহেতুক কপালে অগ্নিকান্ড ঘটাইবেন না ।জীবন একটাই।এইডার মালিক আল্লাহ ।সো এইডা নিয়া সিদ্ধান্ত নেবার মালিকও আল্লাহ ।হ্যাভ আ গুড যেীবন ডিয়ার !
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
কাকপাখী বলেছেন: মনে হয় অয় নাইক্কা
২|
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
মনিরা সুলতানা বলেছেন: ঘর পোড়লে ছাই থাকে কপাল পুড়লে তাও থকে না ।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০১
কাকপাখী বলেছেন: কতা কি সত্য কইবাইন ?
৩|
১১ ই মার্চ, ২০১৩ রাত ২:১১
আমিনুর রহমান বলেছেন:
+++++++++
৪|
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৬
s r jony বলেছেন: য়ত আপনি আপনার "তেনার" ছবি আর ম্যসেজ নিয়ে গরুর মতো জাবর কাটতে পারেন ।
একদম হাছা কথা
৫|
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈশ এই পোস্ট আরও আগে কেন দিলেন নারে ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১
মৃন্ময় বলেছেন: ভাই এইডা কোন কথা অইল.......?