নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইভেন আ ক্রিয়েটর ক্যান বি ক্রিয়েটেড

ফিরাখ রাইয়ান সুহান

রোজ আমি সকালে ঘুম থেকে উঠে,বাথরুমে চলে যাই ব্রাশ নিয়ে হাতে।দাঁত মেজে মুখ ধুই চোখে দেই পানি,নিজেকে আমি খুব বেশী নাহি জানি।চাবি নিয়ে কিচেনের তালাটাকে খুলি,পান্তার ডালা দিয়ে খিদেটাকে ভুলি।লাল্লারা লা লা লালাল্লারা,লারা লারা লাল্লারা লারা লারা লা (২)জানি আমি একদিন সব হবে সারা,হয়তো রবেনা কেউ আজ আছে যারা।চলে যাবে সব্বাই নিজ নিজ ভুমে,কখনো পড়বে মনে শুধু মওসুমে।রয়ে যাবো আমি একা যেমন ছিলাম,ধন্য হে পৃথিবী তোমাকে প্রণাম।লাল্লারা লা লা লালাল্লারা,লারা লারা লাল্লারা লারা লারা লা (২ (সংক্ষেপিত)

ফিরাখ রাইয়ান সুহান › বিস্তারিত পোস্টঃ

নাম-গোত্র হীন

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪২

আমাদের এ জীবন চরম অনিশ্চয়তায় ভরা। আবার এ ব্যাপারটাই কোনো বিষয়ে কখনো সখনো আমাদের নিশ্চিত রাখে। কা'ল মানুষের সৃষ্টি, তাই অতীত ও ভবিষ্যত আসলে বিগত এবং অনাগত বর্তমানের সঞ্চালন মাত্র। বিশ্ব প্রসারমান তাই প্রবাহিত কা'ল কে ত্রিমাত্রিক মানুষ স্বীয় অনুভুতি দিয়ে বাধাঁর চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। পদার্থ বিদ্যার হাইপোথিসিস বলছে, ভয়াবহ ভর দিয়ে সময়কে স্থবির করে দেয়া সম্ভব। ভর, বেগ, অভিকর্ষ, মহাকর্ষ এইগুলো দিয়ে, আমাদের পরিচিত পৃথিবী'কে, পরিচিত অনুভুতিগুলোকে বিবশ করে দেয়া সম্ভব, স্থবির করে দেয়া সম্ভব। কিন্তু আমরা তা চাইনা, আমরা এই জগতের সৌন্দর্য্যে অভিভুত। আমরা আমাদের যাবতীয় অনুভুতি গুলোকে নিয়ে বাঁচতে চাই প্রতিনিয়ত। তাই ফিরিয়ে দাও আমাদের অরণ্য, খোলা আকাশ, মুক্ত প্রান্তর, খাঁ খাঁ জোছনা; লহ এই কুপমন্ডুক নগরী।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.