![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ আমি সকালে ঘুম থেকে উঠে,বাথরুমে চলে যাই ব্রাশ নিয়ে হাতে।দাঁত মেজে মুখ ধুই চোখে দেই পানি,নিজেকে আমি খুব বেশী নাহি জানি।চাবি নিয়ে কিচেনের তালাটাকে খুলি,পান্তার ডালা দিয়ে খিদেটাকে ভুলি।লাল্লারা লা লা লালাল্লারা,লারা লারা লাল্লারা লারা লারা লা (২)জানি আমি একদিন সব হবে সারা,হয়তো রবেনা কেউ আজ আছে যারা।চলে যাবে সব্বাই নিজ নিজ ভুমে,কখনো পড়বে মনে শুধু মওসুমে।রয়ে যাবো আমি একা যেমন ছিলাম,ধন্য হে পৃথিবী তোমাকে প্রণাম।লাল্লারা লা লা লালাল্লারা,লারা লারা লাল্লারা লারা লারা লা (২ (সংক্ষেপিত)
ফ্লাগ অব বার্বিল্যান্ড। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'BARBIE' সিনেমায় বার্বিল্যান্ডের যে পতাকাটি ব্যাবহার করা হয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখবেন, এর এক কোনে স্টার এর পরিবর্তে বাংলাদেশের ম্যাপ রয়েছে। স্টারগুলো আমারিকার বিভিন্ন স্টেট রিপ্রেসেন্ট করে। সেগুলোকে হটিয়ে বাংলাদেশের ম্যাপ সেখানে কি করে এলো? মস্তকের অসংখ্য বাল ঝরিয়েও কূল কিনারা পাচ্ছিনা। ইহা কি একটি জোক? নাকি কোইন্সিডেন্স? কে কাহাকে গিলিবে? ইয়াঙ্কী বাঙ্গালকে? নাকি বাঙ্গাল ইয়াঙ্কীকে? ২০২৪ এর তথাকথিত নতুন স্বাধীনতা আন্দোলনের সাথে, ইহার কোনো লিঙ্ক থাকিতে পারে কি?
©somewhere in net ltd.