![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি
মদ বা বিয়ার পান করার চেয়ে গাঁজা সেবন বেশী বিপজ্জনক নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রিসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি গাঁজা সেবনকে বদ অভ্যাস বলে মনে করেন। মার্কিন সাময়িকী নিউ ইয়র্কার-এর সঙ্গে আলাপকালে ওবামা এসব মন্তব্য করেছেন।
সম্প্রতি ওয়াশিংটন ও কলোরাডো অঙ্গরাজ্যে গাঁজা সেবনকে বৈধতা দেয়া হয়েছে। এ প্রসঙ্গে নিউ ইয়র্কার- এর সঙ্গে আলা্পকালে ওবামা বলেন, অনেকেই মনে করেন, গাঁজা সেবনকে বৈধতা দিলে অনকে সামাজিক সমস্যার সমাধান হবে। এটা সর্ব রোগের মেডিসিন হিসেবে কাজ করবে। কিন্তু এমন ধারণা ভূল।
এর আগে তরুন বয়সে নিজের গাঁজা সেবনের কথা স্বীকার করেন ওবামা। তবে তিনি এবে বদ অভ্যাস ও পাপ বলে মনে করেন। ওয়াশিংটন ও কলোরাডোয় গাঁজা সেবনকে বৈধতা দেওয়াকে চ্যালেঞ্জিং পরীক্ষা বলে উল্লেখ করেন।
পহেলা জানুয়ারী থেকে কলোরাডো অঙ্গরাজ্যে গাঁজা সেবনের বৈধতা কার্যকর হয়েছে। চলতি বছরের শেষ দিকে ওযাশিংটনে তা কার্যকর করার কথা রয়েছে।বিবিসি -প্রথম আলো
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: গান্জুট্টি। ওবামা। আই লাইক।