নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একবিংশের ইলহাম (সমাজ ধর্ম দর্শন বিষয়ক প্রবন্ধ)

আত্মশুদ্ধি প্রজ্ঞা লাভ মনুষ্যত্বে সিদ্ধি লাভ

ময়না বঙ্গাল

মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি

ময়না বঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

শূহর হারাম ও অন্যান্য হারাম প্রসঙ্গ !?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫



হে রহমাতুললিল আলামীনের উম্মতগণ। তোমরা সকলেই অবগত আছ যে, আমি আল্লাতালা আমার আসমানি কিতাব সমুহে স্পষ্ট ও দ্বার্থহীনভাবে হিংসা বিদ্বেষ লোভ লালসা মিথ্যা সুদ ঘুষ ব্যভিচার গীবত চোগলখোরী জুয়া মদ অপকর্ম জনিত কারণে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছি- শূহর ভক্ষণসহ। কিন্ত লক্ষণীয় যে ব্যাপার তাহলো তোমরা কেউ না কেউ কোন না কোন ভাবে মিথ্যাকে অসংকোচে প্রয়োগ করছো, হিংসাবিদ্বেষে আচ্ছন্ন হয়ে আছ, লোভ লালসার জিহ্বাকে প্রসারণ করেই চলেছ, সুদঘুষ খাওয়াকে ডাল ভাত হিসেবে নিয়েছ,ব্যভিচারকে কাম শক্তির প্রতীক হিসেবে গণ্য করছ, মদজুয়াকে পানির মত ব্যাবহার করছ, গীবতচোগলখোরীকে গল্প আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় করে নিয়েছ। অথচ আশ্চার্যজনক হলেও সত্য যে, শূহরের গোশত ভক্ষণ না করার ব্যাপারে তোমরা সকল মুসলমান সম্প্রদায় এক পায়ে দন্ডায়মান। বল। মুসলমানদিগদের শূহরের গোশত ভক্ষণ না করার আমল দেখে স্বয়ং আল্লাপাক বিচলিত এবং অবাক হয়ে পড়েছে !



বল। হে দুম্বা গরু খাওয়া মুসলমান সমাজ ! তোমরা যারা হিংসা বিদ্বেষ লোভ লালসা মিথ্যা সুদ ঘুষ ব্যভিচার জুয়া মদ গীবত চোগলখুরীতে মাতোয়ারা, তোমরা যারা আল্লাহ কর্তৃক কোরানে নিষিদ্ধ কর্ম গুলো দেদারসে আমল করে যাচ্ছো। তারা যদি পুনরাবৃত্তি না করার কন্ডিশনে আল্লার কাছে খালেস দিলে ক্ষমা চেয়ে নিয়ে কাফ্ফারা স্বরুপ এক বাটি অথবা একটুকরো মশলাদার শূহরের মাংশ ভক্ষণ কর। তবে তোমাদের অপকর্মের জন্য পৃথিবীতে যে প্রায়শ্চিত্য করতে হতো তা আল্লা সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। স্মরণ কর, বিষ দিয়ে বিষ নামানোর কৌশলের কথা! নয়ত পৃথিবীর এক তিলবিন্দু সময়কালেই আল্লা অপকর্মের মজা লোটার সাধ মিটিয়ে দিবেন। তখন মর্মে মর্মে জীবদ্দশাতেই অনুধাবন করতে পারবে যে অপকর্মের মজা লোটার অপরনাম নাম দিল্লিকা নাড্ডু ! বল। মৃত ভায়ের গোস্ত ভক্ষণ অর্থাৎ গীবতচোগলখোরী করার চেয়ে শূহরের গোস্ত ভক্ষণ ভালো !



বল। হে আল্লা তুমি দয়াবান মেহেরবান। তুমি আমাদের উপর বিশেষ রহম করলে যে, অপকর্মের শাস্তির দুনিয়াকালীন প্রায়শ্চিত্ত করার সুযোগ পাপাচারের পুনরাবৃত্তি না করার শর্তে মাত্র একটুকরো মশলাদার শূহরের গোস্ত ভক্ষণ দ্বারা উসুল করার সুযোগ দিলে অথচ বনী ইসরাইলদের অপকর্মের প্রায়শ্চিত্তের জন্য পরষ্পরকে হত্যা করার হুকুম নাযিল করেছিলে। হে আল্লা তোমার কাছে নিলডাউন হয়ে আকুল আবেদন করছি যে, তুমি আখেরাত পরবর্তী শাস্তি থেকে ও আমাদের নাজাত প্রদান কর।





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯

গরল বলেছেন: অরণ্যে রোদন, বিবেক বর্জিত মানুষকে শৃঙ্খলার মধ্যে রাখার উত্তম হাতিয়ার হচ্ছে ধর্ম যা আমাদের পূর্বের জ্ঞানী লোকেরা বুঝেছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.